31-10-2020, 05:15 PM
(30-10-2020, 07:23 PM)lizzyfawn Wrote: এক লহমায় কত কিছু পালটে যায়। রিশু ছিল একা, হয়ে গেল দোকা। সাথে কত ভাবনা আর চাপ, একদিকে বউ সামলাও, অন্যদিকে মা ভাই বোন বাবা,... থুড়ি রিশুর এখন দুটো করে মা বাবা, সাথে একটা শালি, আধি ঘরয়ালি।
হুম খুব চাপ, খুব চাপ! খুব চিন্তার বিষয়। রিশুর যে এখন কি হবে....?
এত চাপ সামলানো যায় নাকি। এই জন্য গুরু বলে "বিয়ে করতে নেই"।
(30-10-2020, 07:24 PM)lizzyfawn Wrote: এক লহমায় কত কিছু পালটে যায়। রিশু ছিল একা, হয়ে গেল দোক। সাথে কত ভাবনা আর চাপ, একদিকে বউ সামলাও, অন্যদিকে মা ভাই বোন বাবা,... থুড়ি রিশুর এখন দুটো করে মা বাবা, হুম খুব চাপ, খুব চাপ! খুব চিন্তার বিষয়। রিশুর যে এখন কি হবে....?
কাল করলাম পোষ্ট একটা, হয়ে গেল দুটা! কেমন করে?
লিখলাম যখন এলনা তখন।
হতচ্ছাড়া সার্ভার বলে কিনা "অফলাইন"
একটা কে দুটো বানিয়ে নিজেই হল বেলাইন
এখন সামলাও ঠেলা ঠিক করে করে
রিশুর ওপরে ভীষণ চাপ, একবার ভেবে দেখ, ওই রকম জেদি মেয়ে অন্যপাশে মা তার ওপর আবার হসপিটাল, কম চাপ নাকি রিশুর ওপরে। আমার ভীষণ চিন্তা হচ্ছে, এদের কি হবে, কোন ক্যাচাল না পাকায় এরা !!!!!!