31-10-2020, 05:04 PM
(30-10-2020, 11:44 AM)Mr Fantastic Wrote: পিনুদা তোমার অন্যান্য গল্পের নায়কদের চেয়ে রিশু অনেকটাই আলাদা ধরণের। একদম অচেনা অজানা দুজন মানুষের ঝপ করে বিয়ে হয়ে গেল, বলা যেতে পারে কারোরই বিয়েতে মন থেকে ইচ্ছা ছিল না। অন্তর্মুখী মুখচোরা রিশুকে কি জেদি সংঘমিত্রা বুঝতে পারবে ?Sad
Sad আর তোমার চিরপরিচিত বিয়েবাড়ির জাঁকজমকপূর্ণ গমগমে জান্তব বর্ণনাটা মিস করলুম :)
আর পার্থর কথা বলছিলাম কারণ একটা কঠিন প্রতিপক্ষ পাচ্ছি নাযদিও এই গল্পে রিশু আর ঝিনুকের মানসিক অবস্থাই দুজনের ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে
![]()
আমার অন্য গল্পের নায়ক গুলো সব কি এক রকমের? অনিন্দ্য, বুধাদিত্য, দেবায়ন, দানা এদের মধ্যে কি কোন সামঞ্জস্য আছে? তবে হ্যাঁ, রিশু এদের চাইতে একটু আলাদা, ভীষণ ভেবে চিন্তে ডাকতে হয়েছে রিশুকে, এতই মুখচোরা ছেলে প্রথমে একদম মানতে চাইছিল না সামনে আসার, আমাকে বলল, ধ্যাত মশায় আমাকে নিয়ে গল্প লিখে কি করবেন, কেউ পড়বে না আপনার গল্প। আমি বললুম, ভাইটি একবার অন্তত সুযোগ দাও লিখেই দেখি কি হয়। তারপর আর জানি না, বাকিটা আপনারা বলবেন, ভালো লাগছে কি লাগেনি। আর বিয়ে বাড়ির জাঁক জমক, যেহেতু অম্বরীশ অথবা সঙ্ঘমিত্রার কারুরই মানসিক অবস্থা ভালো ছিল না তাই সেই জাঁক জমক আসেনি, আসলে আমি ওদের দুজনের দিকে দেখতে ব্যাস্ত হয়ে পড়েছিলাম, তাই ওই দুটো ষোড়শী তন্বী সুন্দরীর (দিয়া আর ঝিলিক) দিকে একদম নজর যায়নি। ক্ষমা চাইছি এর জন্য !!!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)


Sad
যদিও এই গল্পে রিশু আর ঝিনুকের মানসিক অবস্থাই দুজনের ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)