31-10-2020, 04:54 PM
(30-10-2020, 10:12 AM)ddey333 Wrote: শুরুটা যে একটু কঠিন হবে সেটা তো জানা কথাই, একে কেউ কাউকে চেনে না তার ওপর ঝিনুকের এই মানসিক অবস্থা ,
কিন্তু ওই যে আঙুলে আঙ্গুল ছোয়াছুয়ি হওয়া , আড়চোখে লুকিয়ে চেয়ে দেখা এগুলোই আমাদের মনপ্রাণ মাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট
This is why PINURAM is called a legend !!!
(30-10-2020, 10:48 AM)ddey333 Wrote: তা যা বলেছো !!
একেবারে আনকোরা নতুন তালা , ভাঙা কি অত সোজা নাকি !!!!
রিশুর বেশ ভালোই কষ্ট হবে , ঘামিয়ে একাকার হবে বেচারা !!!
(30-10-2020, 10:01 PM)ddey333 Wrote: ম্যাচ পরিক্তত্ব হলে পিনুদাও হবে ,
এতদূর এসে গেছি , আমরা তো বটেই
ঝিনুক আর রিশু কি আর এক দুটি পা করে একটু একটু এগোতে পারে না ???
এগোবে ওরা, নিশ্চই এগোবে আমার দৃঢ় বিশ্বাস
আজ অবধি পিনুদা আমাকে কখনো আশাহত করেনি , এবারও করবে নাআআআ !!!!!
শুরুতেই বলে রাখা ভালো, এই মা, না না শুরুতে কেন বলতে যাবো, গল্পের নাম ত "শেষের পাতায় শুরু" এখন ত শেষ পাতা আসেনি তাই, একদম শেষেই বলব, এখন কিছুই বলব না। ভালো বলেছ, ঝিনুক আনকোরা তালা, সত্যি নাকি? এমবিএ করেছে, এফেয়ারের ব্যাপারে একটু আধটু এক্সপেরিয়েন্স আছে ত নাকি, আনকোরা কেন বলছ? একি তিতলি নাকি যে একদম আনকোরা হবে (কেন তিতলির নাম নিলাম সেটা আশা করি নতুন করে তোমাকে বলে দিতে হবে না ) !!!!!!