31-10-2020, 02:28 PM
(This post was last modified: 31-10-2020, 03:31 PM by riank55. Edited 3 times in total. Edited 3 times in total.)
(31-10-2020, 09:46 AM)Shoumen Wrote: খুব অসাধারন আপডেট হলো,,, তবে এখানে শান্তার যৌন আনন্দের চেয়ে কস্টের দিকে ধাবিত হচ্ছে মনে হয়,, এটা খুব খারাপ লাগার বিষয়,,,এটা যদিও বাস্তব,,, আর বাস্তব সব সময়ই কঠিন,,,,
একটা কথা শেয়ার করতে চাই,,, সেটা হলো অবশ্যই গল্পের লেখক আপনি,,, যেভাবে গল্পটা নিবেন সেটা আপনার ইচ্ছেমতোই,,, আপনার পরিপূর্ণ স্বাধীনতা আছে,,,,
তবে একটা কথা কি!!! যে আশেপাশে এত নিষ্ঠুর বাস্তবতা দেখি,,, আশেপাশে এত ছাড়াছাড়ি দেখি যে তাই এখানে এসে ফ্যান্টাসি আর হ্যাপি এন্ডিং টাই খুজি,,, যেখানে নায়ক-নায়িকা যেই হোক না কেন কোন রকম বিপদে না পড়ে নিজের মনমত আনন্দ করতে পারে,,,
তাই লেখকের কাছে আবেদন যদি নায়িকা কোন বিপদের সম্মুখীন না হয় আনন্দে নিজের জীবনটা উপভোগ করতে পারে,,,,
ধন্যবাদ
গল্পের শেষটা কি হবে, সেটা আগেই ঠিক করা হয়ে গেছে। কিন্তু গল্পের প্রয়োজনে কঠিন সময় আসবেই। গল্পকার কেবল মাত্র প্লটটা দাড়া করিয়ে দেয়। তারপর কীভাবে গল্প প্রবাহিত হবে, সেটা আর গল্পকারের হাতে থাকে না বলেই আমি মনে করি। আমারও হাতে নেই কিছুই...... তবে আমিও আপনার মত আশাবাদী, ভালো কিছু ঘটার জন্য। খারাপ কিছুও ঘটতে পারে। শেষ অব্দি সঙ্গে না থাকলে বুঝা যাবে না আসলে।
ধন্যবাদ দাদা আপনার মন্তব্যের জন্য।