30-10-2020, 07:15 PM
খুব সুন্দর হয়েছে ভাই। কিন্তু বাসর রাতে এরকম হয় এটা কোনো দিন দেখ নাই। আর ঝিনুকের উচিৎ ছিল রিশুর কথা শোনা। তা না করে মনে যা এসেছে সেটা মেনে রিশুর উপর চিৎকার করাটা কি ঠিক হল। দিয়া আর ঝিলিক দুজনেই আছে আপনি খেয়ালমে৷ আর এই নিয়ে তারা রিশুর সাথে মজা নিচ্ছে। আর ঝিনুক বাথরুম থেকে যখন বেড়িয়ে বোন আর বোনের বান্ধবীকে দেখলো তখন একদম পালতে গেল যেন রাতে তারা ফুলসজ্জা করেছে। আসলে মেয়েরা পারসনাল লাইফে যেমনটাই থাকুক না কেনো অন্যের সামনে তারা নিজেদের সম্পর্কটাকে কখনো কাউকে বুঝতে দেয় না। আশা করি ঝিনুক রিশুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে ধীরে ধীরে।