30-10-2020, 04:01 PM
সবাইকে এত মন্তব্য করতে দেখে আমি কৃতজ্ঞ। এত গুলো মন্তব্য আলাদা আলাদা করে উত্তর না দিয়ে এক সঙ্গেই দিচ্ছি। প্রথমেই জানিয়ে দেই সবার প্রতি আমি বড় কৃতজ্ঞ। আপনাদের প্রত্যেকের মন্তব্য গুলো পড়ে আমার অনুপ্রেয়না আরও বেড়ে গেলো। আজ আপডেট দিয়েছি। চেষ্টা করবো পর্ব ১৬টা আজকেই শেষ করে রাতে পরবর্তী আপডেট দেবার।
অনেকেই দেরি করে আপডেট দেয়ার জন্য দুশ্চিন্তা দেখিয়েছেন। পেশার কারনে সপ্তাহে ছুটির দিন ছাড়া আসলে আসার সুযোগ, সময়-মন কোনটাই হয়ে উঠে না। এর মধ্যেই আবার পরিবার -পরিজন-প্রেমিকাকে সময় দিতে হয়। আর গল্পটা একটু ভেবে চিনতেই লেখার চেষ্টা করছি, সময় তো লাগে ওই কাজটায়। ভুল-ভাল কিছু হলে ক্ষমা করে দেবেন।
alec1099 - দাদার একটা মন্তব্য নিয়ে কিছু না বলে পাড়ছি না। একদম ঠিক ধরেছেন দাদা। মানুষ ও সমাজের বাস্তবতাটাকে কাল্পনিক প্লটে যতটা পারা যায় তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ কখনো নিজেকে দোষী ভাবতে চায় না। সে যত বড় অপরাধিই হোক না কেন। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
অনেকেই আগে বলছিলেন ফয়সাল কি করছে সেটা লিখতে। লক্ষ্য করবেন, পুরো গল্পটা শান্তার দৃষ্টিকোন থেকে তুলে ধরা হয়েছে। শান্তার আশে পাশে যা ঘটছে, শান্তার চিন্তা-চেতনা ভাবনা -এসবই আমরা জানতে পাড়ছি। কাজেই ফয়সাল কি করছে আমি জানি না, আপনিও জানেন না। না জানার মধ্যে আনন্দ আছে।
Mr Fantastic - দাদা বলেছেন ফয়সালের নামে মিথ্যে কেচ্ছা জড়িয়ে বড় উদ্দেশ্য সাধনের জন্য ফাঁসানো হয়েছে শান্তাকে। ভাবনার বিষয়, বেশ ভাবনার বিষয়। সঙ্গে থাকুন - আশা করি উত্তর পেয়ে যাবো আমরা দাদা।
এছাড়াও ... mofizulazad1983, sexybaba, rakib321, Delivery98, Sonabondhu69, ddey333, suman roy, chndnds, Shoumen, rpal643 - আপনাদের সবাইকে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
অনেকেই দেরি করে আপডেট দেয়ার জন্য দুশ্চিন্তা দেখিয়েছেন। পেশার কারনে সপ্তাহে ছুটির দিন ছাড়া আসলে আসার সুযোগ, সময়-মন কোনটাই হয়ে উঠে না। এর মধ্যেই আবার পরিবার -পরিজন-প্রেমিকাকে সময় দিতে হয়। আর গল্পটা একটু ভেবে চিনতেই লেখার চেষ্টা করছি, সময় তো লাগে ওই কাজটায়। ভুল-ভাল কিছু হলে ক্ষমা করে দেবেন।
alec1099 - দাদার একটা মন্তব্য নিয়ে কিছু না বলে পাড়ছি না। একদম ঠিক ধরেছেন দাদা। মানুষ ও সমাজের বাস্তবতাটাকে কাল্পনিক প্লটে যতটা পারা যায় তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ কখনো নিজেকে দোষী ভাবতে চায় না। সে যত বড় অপরাধিই হোক না কেন। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
অনেকেই আগে বলছিলেন ফয়সাল কি করছে সেটা লিখতে। লক্ষ্য করবেন, পুরো গল্পটা শান্তার দৃষ্টিকোন থেকে তুলে ধরা হয়েছে। শান্তার আশে পাশে যা ঘটছে, শান্তার চিন্তা-চেতনা ভাবনা -এসবই আমরা জানতে পাড়ছি। কাজেই ফয়সাল কি করছে আমি জানি না, আপনিও জানেন না। না জানার মধ্যে আনন্দ আছে।
Mr Fantastic - দাদা বলেছেন ফয়সালের নামে মিথ্যে কেচ্ছা জড়িয়ে বড় উদ্দেশ্য সাধনের জন্য ফাঁসানো হয়েছে শান্তাকে। ভাবনার বিষয়, বেশ ভাবনার বিষয়। সঙ্গে থাকুন - আশা করি উত্তর পেয়ে যাবো আমরা দাদা।
এছাড়াও ... mofizulazad1983, sexybaba, rakib321, Delivery98, Sonabondhu69, ddey333, suman roy, chndnds, Shoumen, rpal643 - আপনাদের সবাইকে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।