30-10-2020, 04:57 AM
(29-10-2020, 11:18 PM)pinuram Wrote: কিসের সুর মিলছে না, আরে বাবা, কাহারবা নয় দাদরা বাজাও উল্টো পালটা মারছ চাঁটি, শশিকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহারবা (পার্থ কে ছেড়ে দাও) নয় দাদরা বাজাও (রিশুর দিকে দেখ) রোশনি বাঈয়ের পায়ের পায়েল কলজে টাকে করুক ঘায়েল (ঝিনুক করুক এখানে) আমার পদ্মপাতায় লাগবে না দাগ কলঙ্কপাঁক যতই খাঁটি (রিশুর প্রতি সবার একটা যেমন ধারনা আছে যে ও প্রেম করতে জানে না) শশিকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহারবা নয় দাদরা বাজাও (পিনু বাজাতে শুরু করে দিয়েছে, এবারে সেই তালে কে তাল মেলায় দেখা যাক) !!!!!!!
Amar experience bale erokom introvert rai kintu a1 premik hoy!!