29-10-2020, 11:12 PM
(29-10-2020, 12:08 PM)bourses Wrote: একটা আপডেট, পড়তে পড়তে ভাবছি, এই জায়গাটার ওপরে কিছু মন্তব্য রাখব, তারপর আরো খানিকটা এগোলাম, ভাবলাম, না, না, আগেরটা নয়, এই ছত্রটার ওপরে মন্তব্য করা ঠিক হবে, যাহঃ!... আরো খানিকটা এগোতে দেখি দূর... আগের গুলো কেন, এইটার ওপরেই মন্তব্য করলে একদম সঠিক হবে...
ভাবতে ভাবতেই কখন আপডেটের শেষে পৌছে গেলাম জানতেও পারলাম না...
বিয়ের পিড়িতে বসে একটা মেয়ের মানসিক অবস্থানকে যে সুচারু পারদর্শিতায় উপস্থাপন করেছ, নাহ! গুরু, এখানে শুধু শুধু যে কোন একটা ছত্র নিয়ে আলোচনা সম্ভব নয়... পুরো আপডেটটাই কেমন মোহাচ্ছন্ন করে রেখে দিলে... যেন চোখের সন্মুখে একটা মেয়ের বুকের ভেতরের কাটা ছেঁড়াগুলো প্রত্যক্ষ করলাম...
Hats off to you!!!!
তোমার পড়ার সময়ে এই অবস্থা, আমি যখন ঝিনুককে দেখছিলাম তখন আমার সেই অবস্থা হয়েছিল। ভীষণ খারাপ অবস্থা হয়েছিল, ওকে দেখে কি লিখব আর কি লিখব না ভেবেই পাচ্ছিলাম না, প্রায় দশ বারের মতন এক জিনিস লিখেছি আর সংশোধন করেছি। বিয়ের পিঁড়িতে বসে, ওর বাবার পা জড়িয়ে ধরে যখন ঝিনুক কেঁদেছিল তখন আমার অবস্থা খুব সঙ্গিন, লেখার পরে ল্যাপটপ বন্ধ করে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম !!!!!!