29-10-2020, 11:08 PM
(29-10-2020, 11:57 AM)ddey333 Wrote: শেষ অবধি রিশু আর ঝিনুকের শুভ পরিণয় সম্পন্ন হলো !!
কেউ কাউকে জানতো না চিনতো না শুধু একদিন আগেই দেখা , কিন্তু বিয়ে হয়ে গেলো !!!
আশা করি পিনুদা ওদের জন্য নিশ্চই একটা সুন্দর ভালো এবং সুখী ভবিষ্যৎ ভেবে রেখেচে,
কিন্তু মনের মধ্যে একটাই খচ খচ , যেটা কিছুতেই কাটানো যাচ্ছেনা
ওই গা .... পার্থ , ওটা কি পাকাপাকি ভাবে উধাও হলো নাকি আবারো ফিরে আসবে ???
ফোন না হয় ঝিনুক ভেঙে দিয়েছিলো কিন্তু আজকাল তো গুগল বাবা সব ব্যাকআপ রেখে দেয় !!!
কি জানি কি হবে , চিন্তাটা কিছুতেই ঝেড়ে ওঠা যাচ্ছে না !!
আরে বাবা, বিয়ের পরের মজা হবে সেটা নিয়ে ভাবো তা নয়, কোথায় কোন পার্থ তাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিলে, এটা কি ঠিক হল বল? গুগুল বাবাকে অনেকে স্মরন করে না কিন্তু তাই তাদের ফোন হারিয়ে গেলে সেই সাথে সব নাম্বার ডিলিট হয়ে যায় আর মাথা খোঁড়ে, এখানে কি হবে সেটা জানা নেই এখন। তুমি সোজা মাথায় চিন্তা করতে পারো না একদম, পিনুর গল্প পড়তে পড়তে সেই জিলিপির মতন সোজা দিকেই ভাবতে শুরু করে দিলে !!!!!!