29-10-2020, 12:34 PM
(29-10-2020, 12:26 PM)Mr Fantastic Wrote: উঁহু ঠিক সুরে সুর মিলছে না। দুজনেই পরিস্থিতির চাপে পড়ে নিজেদের মায়ের কথা মেনে বিয়ের পিঁড়িতে বসেছে। পাত্র-পাত্রী কারোরই মন থেকে সম্মতি বা আগ্রহ নেই। রিশুর সামান্য হলেও মন ঝুঁকেছে ঝিনুকের দিকে, কিন্তু ঝিনুকের সেটুকুও হয় নি। বিয়ের আগে নিজেদের মধ্যে কোনো কথাও বললো না। তবে কি বিয়ের পর প্রেম ? সহজ হবে না সেটা, কারণ রিশু প্রেমিক হিসেবে ঠিক পাকাপোক্ত নয়, চন্দ্রিকাকে ভুল বুঝেছে পুরোপুরি নিজের জেদি মেজাজের কারণে।ওই বোকাচো.... পার্থ আর ওর বাবাকে তো আমি একলাই সামলে নেবো যদি সেরকম কিছু চেষ্টা করে !!!
ওদিকে পার্থ এতো সহজে তো ছাড়বে না। যে মেয়েটা ওর সোনার ডিম পাড়া হাঁসের মতো ছিল, যার লাস্যময়ী লোভনীয় শরীরটাকে এতদিন ছেনে এসেছে তাকে পুরোপুরি ভোগ করার বাসনা পার্থের মতো দুর্বৃত্তের মাথায় সবসময়েই থাকবে। তার উপর বিয়ে উপলক্ষে ওদেরও অনেক খরচাপাতি হয়েছে, সেসব দাম চাইতে পারে ওর বাবা।
কিন্তু গুগল বাবা তো আমাদের ধরা ছোয়ার বাইরে , সেটা একটা বিরাট সমস্যা বৈকি ......