28-10-2020, 04:36 PM
(28-10-2020, 01:28 PM)bourses Wrote: "প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।
আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে–
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।"
চৈত্র মাস না হলেও তোমার গল্পের বর্ণনায় দাড়ি বুড়োকে না শরণ করে পারলাম না...
yr):
সেই দাড়িওয়ালা বুড়োকে স্মরন করলে ঠিক তবে এই অবস্থা হয়েছিল বুধাদিত্যের ঝিলামকে দেখে "দ্বিতীয় অঙ্ক" গল্পে আর হয়েছিল অভিমন্যুর পরীকে
দেখে, এখানে কি সেই রকম কিছু পেলে দেখতে?
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)