28-10-2020, 04:32 PM
(28-10-2020, 11:34 AM)Baban Wrote: খুবই সুন্দর আপডেট. প্রথম দেখা বা প্রথম পরিচয় খুবই গুরুত্বপূর্ণ. যদিও প্রথম দেখায় কিছুই সেইভাবে বোঝা যায়না. প্রথম দেখা কেন কখনো একজন মানুষের আসল রূপ জানতে বহু বছরও কম পড়ে আবার অনেক ক্ষেত্রে কিছু আলাপই যথেষ্ট.
তবে এই গল্পের মূল গুন হলো চরিত্র গুলো একদম বাস্তবিক ভাবে ফুটিয়ে তোলা. রিশু খুবই ভালো চরিত্রের ও মনের ছেলে কিন্তু কিছু ক্ষেত্রে সামান্য দোষও আছে. যেমন একটুতেই রেগে যাওয়া, সব বড়োদের পা ছুঁয়ে প্রণাম না করা.... যদিও এগুলো খুবই ছোট ব্যাপার কিন্তু পিনুদা যে মূল চরিত্রের অভ্যন্তরীণ গুন গুলির সাথে এই ব্যাপার গুলোও তুলে ধরেছেন সেগুলো সত্যিই অসাধারণ.
লাইক রেপুটেশন দিতেই হলো.
ছোট ছোট আচরনে ধরা পরে কোন ব্যাক্তির আসল পরিচয়, রিশু ত রক্ত মাংসের মানুষ, দোষ গুন মিলে মিশেই মানুষ, এত আর হিন্দি সিনেমার হিরো নয় যে এক ঘুসিতে দশ জন কে ঘায়েল করবে, পা ঘুরালে ঘূর্ণিবার্তা শুরু হয়ে যাবে, নামবে মারসেডিজ থেকে থাকবে গগনচুম্বী অট্টালিকায়, এ'ত আমাদের রিশু, সেই ছোট থেকে আমরা একে দেখে এসেছি তাই না, "মাম্মা ব্লাক ভৌ ভৌ" সেই শুরু !!!!!!