28-10-2020, 04:20 PM
(28-10-2020, 10:13 AM)ddey333 Wrote: এইতো এইতো মলম লাগানো শুরু হলো তাহলে , গালের আর হাতের ক্ষতেই সই !!!
ঝিনুকের বুকের গভীর ক্ষতগুলোর কবে চিকিৎসা শুরু হয় , সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে আছি !!
যখন কোন উদ (গান্ডু) গ্রীবা বার করিয়া বসিয়া থাকে তাহাকে কয় উদগ্রীব, এবারে তুমি কি সেটা বল। শুধু বুকের ক্ষত দেখে, বদমাশ লোক বটে কেন বাবা, হাতে গালেও ত আঁচর দিয়েছিল সেটার দিকে নজর যায়নি? শুধু বুক আর বুক ছি ছি !!!!!!