28-10-2020, 04:11 PM
অনেকদিন পরে একটা লেখার হাত ভালো এমন এক লেখকের একটা গল্প পড়লাম। স্পেশিয়ালি সেক্সে + ফরপ্লের পার্টগুলা ভালো গুছিয়ে লেখা। আশাকরি এমন ধারা মেইনটেন হবে সামনের পার্ট গুলায় এবং আস্তে আস্তে শান্তার এতদিনের সুপ্ত ছিন্যালিপনা বেড়িয়ে আসবে যেটার ইঙ্গিত সে কিছুটা দিয়েছিল তার প্রথম প্রেমিকের ঘরে গিয়ে কিন্তু নিজেকে বুঝিয়েছে যে সে ভালো একটা মেয়ে ছিন্যালিগিরি তার মানাই না।
তবে এই লেখাটা পড়ার পরে ভেবে দেখলাম যে যখন মানুষ পরকীয়া করে তখন কিভাবে কিভাবে যেনো তার পাপের একটা যাস্টিফিকেশন দাড় করিয়ে ফেলে নিজের মনকে বোঝানোর জন্য । ঠিক যেন নিজেকে ভিক্টিম হিসাবে দেখতে পারে যাতে দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া যায় ধরা পড়ে গেলে । অবশ্যি এখানে কাক্লোড ফয়সাল ঘাড়ে সব দোষ আসত যাচ্ছে এবং কাহিনী ইন্টারেস্টিং হবে গন্ধ পাচ্ছি।
তবে এই লেখাটা পড়ার পরে ভেবে দেখলাম যে যখন মানুষ পরকীয়া করে তখন কিভাবে কিভাবে যেনো তার পাপের একটা যাস্টিফিকেশন দাড় করিয়ে ফেলে নিজের মনকে বোঝানোর জন্য । ঠিক যেন নিজেকে ভিক্টিম হিসাবে দেখতে পারে যাতে দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া যায় ধরা পড়ে গেলে । অবশ্যি এখানে কাক্লোড ফয়সাল ঘাড়ে সব দোষ আসত যাচ্ছে এবং কাহিনী ইন্টারেস্টিং হবে গন্ধ পাচ্ছি।