28-10-2020, 09:12 AM
(27-10-2020, 08:08 PM)sorbobhuk Wrote: খুব সুন্দর হয়েছে ভাই। অবশেষে ঝিনুক মার বুঝাতে কিছুটা হলেও বুঝতে পেরেছে এবং আবার বিয়ের জন্য তৈরি হচ্ছে। আর ঝিলিক এসে রিশুর ব্যপারে যা বললো তা শুনে ঝিনুক আবার চিন্তায় পড়ে গেল। যার সাথে বিয়ে সেও জানে না তার বিয়ে। এগুলো ছাড়া আর কিছু লিখতে পারলাম না।
আগে কি হয় দেখি।
না না এখুনি এর বেশি কিছু বলবেন না, এখন সেই পর্যায়ে এসে পৌঁছায়নি আমরা, এমনিতেই রিশু প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে !!!!!!