27-10-2020, 06:49 PM
(27-10-2020, 05:52 PM)bourses Wrote: "যে সম্পর্কে বিশ্বাস থাকে না, সেই সম্পর্ক না থাকাই ভালো"... লাখ টাকার কথা বলে দিলে গো... এই বিশ্বাস ব্যাপারটাই একটা অদ্ভুত অনুভূতি... মনের কোন কোনে যে এর বাস কে জানে! মানুষ মানুষকে কখন কি পরিস্থিতিতে বিশ্বাস করে নিজেকে উজাড় করে দেয়, সমাজের কোন তোয়াক্কা না করে একটা অচেনা অজানা মানুষের সাথে সারা জীবন বাঁধা পড়তে এতটুকুও দ্বিধাবোধ করে না এই ছোট্ট শব্দটার ওপরে ভরসা রেখে, আবার অপর দিকে অতি পরিচিত মানুষকেও একটা খুব তুচ্ছ কারনে অবিশ্বাসএর মোড়কে রেখে চির জীবনের জন্য ছেড়ে যেতে দুবার ভাবে না...
রিশুর কোলকাতা আগমনের প্রেক্ষিতে এমন একটা ঘটনা যে ঘটবে, সেটা স্বীকার করতে আমার দ্বিধা নেই, ভাবিনি... এটা সম্পূর্ণ ভাবে অপ্রাত্যাশিত ছিল আমার কাছে, আমি ভেবেছিলাম অন্য কোন ভাবে চন্দ্রিকা রিশুর জীবন থেকে হারিয়ে গিয়েছে... তবে এটার ফলে ভবিষ্যতে যে রিশু ঝিনুকের জীবনে আবার একটা ঝড় উঠবে, তার পূর্বভাস পাওয়াই যায়... তখন কি ভাবে রিশু জীবন তরি সামলায়, সেটা জানার অপেক্ষায় রইলাম...
তবে তোমার গল্পে Babanএর একটা মন্তব্য খুব ভালো লাগলো আমার, "যদি ব্যাপারটা বিপরীত হতো তাহলে কি এতটাই সহজে রিশু বিশ্বাস করে নিতো পুরোটা?" এটা সত্যিই আমাদের এই পুরষশাসিত সমাজে কি রিশু পারতো এটা মেনে নিতে? তখনও কি তার প্রতিক্রিয়া এমনটাই হত? সুত্রধর কি বলে?
রিশু আর ঝিনুকের ফুলসজ্জার আগে আর দয়া করে কোন অঘটন যেন না ঘটে, সেটাই লেখকের কাছে আমার একান্ত অনুরোধ... তাদের দাম্পত্য জীবনের সূচনা যেন মধূর হয়...
(এবার কিছু ছোট মন্তব্য দিলাম না... খেয়াল থাকে যেন...)
ইচ্ছে করেই সেদিন বাবানের প্রশ্নের উত্তর দেইনি এবং আজকেও দেব না, সুত্রধর এখন কিছুই বলবে না চুপ করেই থাকবে, সে যে শুধু এক সূত্রধর মাত্র। বেশ বড়সড় মন্তব্য পেয়ে ভালো লাগলো, এক এক করে প্রচুর প্রশ্ন আসছে, কতটার উত্তর পাবে জানি না, অনেক কিছুর উত্তর খুঁজে নিতে হয় অনেক কিছুর উত্তর পাওয়া যায় না আবার। আর এদের দাম্পত্য জীবন, তার কথা না হয় ছেড়েই সময়ের হাতেই দিলাম এখন !!!!!!