Thread Rating:
  • 17 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery সিরিজা by Lekhak
 ।। ছত্রিশ ।।


কিছুক্ষণ আগেও যে লোকটা এখানে ঠায় বসেছিল, দুম করে এভাবে উধাও হয়ে যাওয়াতে রজত বেশ অবাক হল। দরজার কড়াটা দুহাতে ধরে টানাটানি করার অনেক চেষ্টা করলো। দেখলো কিছুতেই দরজা খুলছে না। মনে হচ্ছে বাইরে থেকে তালা মেরে দিয়ে ভেগে গেছে দিবাকর।

প্রবল ভাবে টানাটানি করেও যখন রজত দরজাটা খুলতে পারলো না ও হতভম্ব হয়ে তাকালো সিরিজার দিকে। দেখলো সিরিজার মুখেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভাবছে, কি জানি সামনে মনে হয় কোন বিপদ আসতে চলেছে এবার। অবাক হয়ে রজত সিরিজাকে বললো, দিবাকর এভাবে আমাদের ভেতরে আটকে রেখে চলে গেল কেন? ওর কি সমস্যা? এটা তো ঠিক করলো না।

সিরিজা বললো, "আমি জানি ও কেন আমাদের এভাবে আটকে রেখে গেছে।"

রজত বললো, "তুমি জানো? কারনটা কি?"

সিরিজা জবাব দিল না। রজতকে বললো, "তুমি ওকে ফোনটা করবে? মোবাইল নিশ্চয়ই কাছে আছে। কোথায় গেছে, তাহলে বোঝা যাবে।"

রজত বুঝলো, সিরিজা একদম ঠিক কথা বলেছে। এখুনি দিবাকরকে ফোনটা করা দরকার। তাহলেই সব বোঝা যাবে। ও তাড়াতাড়ি মোবাইলটা পকেট থেকে বার করে দিবাকরকে ধরার চেষ্টা করলো। দেখলো, দিবাকরের ফোন বেজেই চলেছে, কিন্তু ও ফোন ধরার নামই করছে না।

দুবার, তিনবার এভাবে অনেকবার ট্রাই করলো রজত। কিন্তু প্রতিবারেই নো রেসপন্স। ফোন বেজে যায়, অথচ দিবাকর ফোন ধরে না।

মাথায় যেন খুন চেপে যাচ্ছে, রজত বললো, "শালা আমার সাথে নখরা করছে নাকি? আরে ফোনটা তো ধর উজবুক। কেন এভাবে আমাদের আটকে রেখে গেলি, সেটা জানতে হবে তো?"

সিরিজা দেখলো রজতের চোখমুখ ঘামতে শুরু করেছে। যেন সাংঘাতিক একটা কিছু কান্ড ঘটাতে চলেছে দিবাকর। রজত সেই আশঙ্কাই করছে।

সিরিজা বললো, "কি হল? তুমি খুব ভয় পাচ্ছো, তাই না?"

রজত বললো, "ভয় ঠিক নয়, সিরিজা। তবে দিবাকরের এমন আচরণটা সন্দেহজনক। কাল রাতের পর থেকেই ও এরকম করছে। সকালেও আমার ফোন ধরলো না। আবার এখনও তাই করছে। কি ব্যাপারটা কি? তুমি সব জানো, তাই বলছিলে। কি হয়েছে? কি ব্যাপার?"

সিরিজা বললো, "দিবাকরদা আমাকে ভালোবেসে ফেলেছে।"

কথাটা শুনে একেবারে থম মেরে গেল রজত। সিরিজার মুখ থেকে ও এই কথাটা শুনছে, বিশ্বাসই করতে পারছে না। চোখ দুটো বড় বড় করে বললো, "কি বলছো তুমি? দিবাকর তোমাকে....."

সিরিজা চুপ করে দাঁড়িয়ে আছে, রজত বললো, "তুমি মেনে নিতে পারলে এটা? ও তোমাকে ভালোবাসতে চাইল, আর তুমি?"

সিরিজা বললো, "আমাকে তুমি বাধ্য করেছো।"

রজত বললো, "কি বলছো তুমি সিরিজা? আমি তোমাকে বাধ্য করবো? কেন? কেন? কেন? মনে নেই? এই দিবাকরকেই তুমি একদিন ঘৃণার চোখে দেখেছিলে। আমার ঘরে মদ খেয়ে সেদিন লোলুপ দৃষ্টিতে দেখেছিল তোমাকে। তুমিই বলেছিলে, তোমার বন্ধু লোভী হয়ে গেছে আমাকে দেখে। আজ তুমি বলছো, দিবাকর তোমাকে ভালোবেসে ফেলেছে? তোমার প্রচ্ছন্ন মদত, সায়, সবই তাহলে কাজ করেছে বলো? দিবাকরকে সকালে এসে তাহলে আমার চিনতে ভুল হয় নি। ও আমতা আমতা করছিল। রেশমীর খবরটা ওকে শুনিয়ে মনে হল, ঠিক খুশি করতে পারলাম না।"

রজত কাঁধ ঝাঁকিয়ে বললো, "আমারই জানকে মন দিয়ে বসে আছে, তাহলে রেশমী এখানে এসে কি করবে? শুধু শুধু। ওকে তাহলে না করে দিই।"

রজত যেন হঠাৎই ভীষন আপসেট। ও তখনই আবার ফোন মেলাতে যাচ্ছিলো। সিরিজা বললো, "কাকে করছো?"

রজত বললো, "রেশমীকে।"

 - "কেন?"

 -- "ওকে মানা করে দিতে হবে না? দিবাকরের যে রেশমীতে মন নেই,সেটাতো জানিয়ে দেওয়া দরকার।"

রজত চেয়ারের ওপর দুম করে বসে পড়ে রেশমীকে লাইন মেলানোর চেষ্টা করছে। সিরিজা ছুটে গেল ওর কাছে। মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে বললো, "তোমার কি মাথা খারাপ?"

রজত বললো, "কেন?"

 - "আমার কথাটা তুমি পুরো শুনলে না। আর এখনি রেশমীকে ফোন মেলাতে চাইছো? কি হবে এসব করে?"

এই প্রথম রজত মুখ থেকে একটা হাসি বের হল, যেটা খুব কষ্ট করে ওকে হাসতে হচ্ছে। ভেতরে জমাট বাঁধা একটা বেদনা। দিবাকর কি করতে চাইছে তার জন্য ও বিচলিত নয়, দূঃখটা যেন সিরিজার জন্য হচ্ছে। দিবাকরের ওকে ভালোলাগাটা সিরিজা মেনে নিল? কি করে? কেন? হাসতে হাসতেই বললো, "আমি কি আর এমনি এমনি করতে চাইছি সিরিজা, আমার সব জানা হয়ে গেছে।"

সিরিজা বললো, "সত্যি করে বলো তো? আমাকে কেউ মনে প্রানে চাইলে তুমি কতটা কষ্ট পাও?"

রজত বললো, "অনেক। আমি ছাড়া তোমাকে কেউ মনে প্রানে চাইতে পারে না।"

সিরিজা বললো, "আর আমি যদি দেখি, তুমি আমাকে ভুলে দোলনকেই খুশি করতে চাইছো, তাহলে কি আমার কষ্ট হয় না?"

রজত বুঝতে পারছিল, কাল থেকে সিরিজার মনটাও কেন তেতো হয়ে রয়েছে ওর প্রতি। দিবাকরের প্রতি একটা টান অনুভব করেছে সিরিজাও, এর জন্য দায়ী রজতই।

রজত বললো, "বিশ্বাস করো সিরিজা। আমি দোলনকে সেভাবে মাথায় চড়তে দিই নি। আমি তোমার জায়গায় দোলনকে কিছুতেই বসাতে পারি না। ওর কি আছে বলো? না আছে রূপ, না আছে গুণ। ও তো এখানে এসেছে, আমাকে আর তোমাকে ব্ল্যাকমেইল করার জন্য। সব জেনেই ও এখানে এসেছে। ওকে খুশি করার জন্য আমি তোমাকে দিবাকরের কাছে পাঠাই নি। আমার শ্বশুড় যাতে আজ সকালে এসে তোমাকে দেখতে না পারে, তার জন্যই এই বন্দোবস্ত করেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি সব কিরকম অন্যরকম। তুমিও তাই। দিবাকরও তাই..... তাই ভাবছিলাম রেশমীকে।"

সিরিজা বললো, "দোলনকে তুমি কাল পাশে নিয়ে শুয়েছিলে? কি করলে ওকে নিয়ে?"

রজত পুরো হতভম্ব। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। গলার স্বর আটকে গেছে। সিরিজা এমন ভাবে তাকিয়ে আছে ওর দিকে, যেন একটা ঘৃণা, বিদ্বেষ ফুটে উঠছে ওর ভেতর থেকে। রজতকে বললো, "তুমি এটা করতে পারলে?"

রজত আমতা আমতা করে বলতে চাইছিল, "না সিরিজা..... আমি....."

সিরিজা বললো, "আমি সব জানি। তুমি কাল দোলনের সাথে কি করেছো।"

রজত চুপ। সিরিজা বললো, "ভাবছো কি করে জানালাম? তাই তো? "

 -- "নিশ্চয়ই দিবাকর তোমাকে কিছু বলেছে। ও তো চাইবেই আমাকে তোমার কাছে খারাপ করতে। তোমাকে যে মন দিয়ে বসে আছে। তোমার মন পেতে হবে না?"

সিরিজা বললো, "আমি সব জানি। দিবাকরদা আমাকে কিছু বলেনি। কিন্তু তুমি যে এটা করবে, আমার জানাই ছিল।"

চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সিরিজার কাঁধ দুটো ধরে একবার ঝাঁকিয়ে রজত বলার চেষ্টা করলো, "না না সিরিজা। আমি সেই রজত আর নেই। কাল যা করেছি, শুধু তোমার জন্য। দোলনকে খুশি করার কোন ইচ্ছাই ছিল না আমার। আমি শুধু চেয়েছিলাম ওর পাপী মন, কামনা এবার শেষ হোক। দোলনকে চিরতরে বিদায় করে দেবো। আর তোমাকেও ফিরিয়ে নিয়ে আসবো নিজের ঘরে। শুধু তো একরাতের অপেক্ষা। সকাল হতেই ছুটে এসেছি তোমার জন্য। ও অনেক বাঁধা দেবার চেষ্টা করেছিল আমায়। আমি শুনিনি। দোলনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছি। তুমি তো দেখেছো, ওকে চড় মারতেও দ্বিধা করিনি আমি। তবে কেন এত বিরূপ মন সিরিজা তোমার? সত্যি করে বলো না। তুমি কি দিবাকরকে মন থেকে চাও? না দিবাকরই তোমাকে উল্টোপাল্টা বলে, তোমার মন বিষিয়ে দিয়েছে।"

সিরিজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর রজতকে বললো, "ও যদি তোমার ফোন না ধরে, তাহলে ওকে একটা মেসেজ পাঠাও। লেখো, কোথায় তুমি? যদি আমার সাথে কথা বলতে না চাও। তাহলে অন্তত সিরিজার কথা ভেবে ফোনটা ধরো। ও তোমার সাথে কথা বলতে চায়।"

রজত সিরিজার কথা মতন তাই করলো। একটা মেসেজ পাঠালো দিবাকরকে। লিখলো, "প্লীজ দিবাকর। অন্তত সিরিজার কথা ভেবে ফোনটা ধরো।"

ঠিক যেন তারপরেই ম্যাজিকের মতন কাজটা হল। রজত দেখলো, এবার দিবাকরই ঘুরিয়ে ফোনটা করেছে, সিরিজার সাথে কথা বলার জন্য।

রজতের হাত থেকে ফোনটা আবার কেড়ে নিয়ে সিরিজা বললো, "তুমি কথা বোলো না। আমি কথা বলছি।"

 - "হ্যালো।"

 -- "হ্যাঁ সিরিজা, বলো শুনছি।"

 - "কোথায় তুমি?"

 -- "এই একটু বেরিয়ে এসেছিলাম আর কি?"

 - "আমাদের কে এভাবে বন্ধ করে রেখে গেলে?"

 -- "না সিরিজা। তোমরা ভেতরে কথা বলছিলে, আমি দুবার দরজাটা ধাক্কা দিলাম, খুললো না। ভাবলাম, ব্যস্ত আছো মনে হয়। আমার একটু বেরুবার দরকার ছিল। তোমাদের না বলেই বেরোতে হল। দরজাটা লাগিয়ে এলাম, যাতে বাইরের কেউ ঢুকে পড়তে না পারে।"

 - "তুমি এভাবে আমাদের আটকে রেখে কেন গেলে দিবাকরদা? একবার বলেও তো যেতে পারতে?"

সিরিজা দেখলো দিবাকর চুপ। উল্টোদিক থেকে কোন সাড়া দিচ্ছে না। রজতও হাঁ করে শুনছে। দেখছে সিরিজা দিবাকরকে কি বলে।

ফোনটা কানে ধরে শোবার ঘরে আবার চলে এল সিরিজা। দরজাটা আলতো করে ভেজালো। তারপর দিবাকরকে বললো, "বিশ্বাস করতে পারো নি আমাকে তাই না?"

দিবাকর জবাব দিচ্ছে না।

সিরিজা বললো, "ওকে যদি আমি না বলে দিতাম, মুখের ওপর। কি হত বুঝতে পারছ? সটান চলে যেত বাড়ীতে। ওখান থেকে সুখেনকে ধরে নিয়ে চলে আসতো এখানে। তারপরে? আমি কোথায় যেতাম? কে পেত আমাকে? তুমি না রজত? তুমি কি এতই বোকা? এটুকুও বোঝো না। আমি তো বাথরুম থেকে সব শুনেই ঠিক করলাম, রজতকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তাহলে ওর রাগ হবে। শোধ তুলতে পারে আমার ওপর। আর তুমি অবুঝের মতন চলে গেলে? ভাবলে না, কেন তোমাকে ওঘরে বসিয়ে আমি রজতকে ভেতরে টেনে নিলাম? তুমি ভাবলে, সিরিজা তোমার সাথে প্রতারণা করেছে। যা বলেছে, মিথ্যে বলেছে। দিবাকরদা তুমি?....."

ফোনটা রাখার আগে সিরিজা বললো, "তুমি যেখানেই থাকো, শিগগীর এসো। ও এখনও কিছু বুঝতে পারেনি। এরপরে কি করা যায়, আমাদেরকে তিনজনে বসেই ঠিক করতে হবে। আমি তোমারই থাকবো সিরিজা, রজতের কাছে আমি আর ফিরে যাবো না।"

 - "কি গো, তুমি আসছো তো? আমার কথার উত্তর দিচ্ছো না?"

ওপ্রান্ত থেকে দিবাকর বললো, "হ্যাঁ, আমি আসছি।"

ট্যাক্সিটা রজতের বাড়ীর খুব কাছাকাছি এসে পড়েছিল। দিবাকর হঠাৎ ট্যাক্সিওয়ালাকে বললো, "আপনি গাড়ীটা ঘুরিয়ে নিন।"

ট্যাক্সি ওয়ালা বললো, "কেন? যেখানে যাবার যাবেন না?"

দিবাকর বললো, "না, আমি যেখান থেকে এসেছি, সেখানেই ফিরে যাবো।"

 -- "সেকি কেন?"

 - "আমি মত পাল্টে ফেলেছি।"

ট্যাক্সিওয়ালা অগত্যা গাড়ীটা ঘুরিয়ে নিল। দিবাকর নিশ্চিন্ত মনে একটা সিগারেট ধরালো। ওদিকে রীতা ঘনঘন পায়চারী করছে রজতের ফ্ল্যাটের ভেতরে। শ্বশুড় মশাই বসে আছেন। সুখেন মাটিতে বসে একটা বিড়ি ধরিয়েছে। ফুক ফুক করে টানছে। দোলন দাঁড়িয়ে আছে, কিন্তু তখনও জবুথবু। চারজনের কেউই বুঝতে পারলো না। রজত নয়, একটু আগে দিবাকরই আসছিল ঐ ফ্ল্যাটের দিকে। যাস্ট পাঁচ মিনিট সবে হয়েছে। দিবাকর আবার গাড়ীটা ঘুরিয়ে রওনা দিয়েছে নিজের বাড়ীর দিকে। এখন আর ও কান ভাঙাতে আসবে না। কিন্তু রজত যে আদৌ আসবে কিনা, সেটাও বোঝা যাচ্ছে না।

[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
সিরিজা by Lekhak - by Mr Fantastic - 03-10-2020, 07:04 PM
RE: সিরিজা by Lekhak - by Kalobonduk - 03-10-2020, 07:11 PM
RE: সিরিজা by Lekhak - by Kolir kesto - 03-10-2020, 09:28 PM
RE: সিরিজা by Lekhak - by sohom00 - 04-10-2020, 10:02 AM
RE: সিরিজা by Lekhak - by nightangle - 04-10-2020, 12:47 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 06-10-2020, 08:36 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 07-10-2020, 07:47 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 07-10-2020, 03:53 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 08-10-2020, 07:13 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 16-10-2020, 02:28 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 25-10-2020, 02:58 PM
RE: সিরিজা by Lekhak - by Mr Fantastic - 27-10-2020, 12:46 AM
RE: সিরিজা by Lekhak - by pagolsona - 30-10-2020, 11:36 AM
RE: সিরিজা by Lekhak - by raja05 - 18-06-2021, 04:24 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:04 PM
RE: সিরিজা by Lekhak - by Fokir_sadhU - 09-10-2022, 01:52 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:03 PM
RE: সিরিজা by Lekhak - by Arpon Saha - 09-10-2022, 02:56 AM



Users browsing this thread: 55 Guest(s)