Thread Rating:
  • 17 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery সিরিজা by Lekhak
।। পঁয়ত্রিশ ।।


দোলন কথাটা বলা মাত্রই, তিনজনেই চমকে উঠলো ভীষন ভাবে। রীতা বললো, "তার মানে সিরিজাকে আমি দেখেছি, ওই মেয়েটা? সেদিন খুব ঠেস মেরে কথা বলছিল আমার সামনে। স্বামীকে পছন্দ নয়। কোন এক পরপুরষের প্রতি আকর্ষিত। সিরিজা তাহলে ওই?"

রজতের শ্বশুড়ও হতভম্ব। রজত তার মানে ভালোই বুদ্ধিটা খাটিয়েছে। সিরিজাকে দিবাকরের স্ত্রী বানিয়ে ওদেরকে বোকা বানিয়েছে। চোখ কপালে তুলে শ্বশুড়ও বললো, "মেয়েটা আর দিবাকর, দুজনেই আমাদের সাথে অত কথা বললো, অথচ আমরা ধরতে পারলাম না।"

রীতা অবাক হয়ে বললো, "কিন্তু মেয়েটাকে আমি মনে হয় আগে কোথাও দেখেছি। সেদিনও আমার তাই মনে হচ্ছিল।"

মাতাল স্বামী সুখেন খেপে যাচ্ছিলো বাপ মেয়ের কথা শুনে। ওদের দুজনকে খেঁকিয়ে বললো, "কি যা তা বকছেন? সিরিজা আমার বউ। ও আমাকে ছেড়ে পালিয়ে এসেছে। আর আপনি বলছেন ওকে আগে দেখেছেন? এ কখনো হয় নাকি?"

রজতের শ্বশুড় বললো, "সিরিজা তোমার বউ যখন, ওকে ধরে রাখতে পারলে না কেন? তাহলে তো এত কান্ড হত না। কোথা থেকে একটা মেয়ে এসে জুটলো, আর জামাইও পড়ে গেল তাকে নিয়ে। এই পৃথিবীতে কি আর মেয়ে নেই? সিরিজাকে নিয়ে এত কান্ড। কি আছে ওর মধ্যে?"

দোলন দেখলো যা পরিস্থিতি তৈরী হয়েছে, এর মধ্যে যদি রজত এসে পরে, কি যে হবে এখন থেকেই তা আঁচ করা যাচ্ছে।

মাতাল স্বামীটা বললো, "দোষ কিছুটা আমার। আমিই পারিনি ওকে কব্জা করে রাখতে। আমার বউ দেখতে ভালো বলে সবাই আমাকে হিংসে করত। কেউ কেউ তামাশাও করতো। গ্রামে অনেকেই আমাকে বলো তো, সিরিজাকে বিয়ে করেছিস তুই? দেখবি ও তোকে ছেড়ে একদিন না একদিন ঠিক পালাবে। তোর জন্য ওই বউ নয়। যাকে দেখে সবারই কিনা ভীমরতি হয়, সে থাকবে তোর কাছে? এ জীবনে আশা ছেড়ে দে। আমি কাজ কর্ম করতাম না। মদ নিয়ে সারাদিন পরে থাকতাম। তাড়াহুড়ো করে ওর পেট করে দিলাম। বাচ্চাও হল। ভাবলাম এই বার বুঝি সিরিজাকে বেঁধে রাখা যাবে। কিন্তু কোথায় কি? বাচ্চা নিয়েই ও চলে আসলো ওখান থেকে।"

রীতা সব শুনে বললো, "বাচ্চা? কই সেদিন তো বাচ্চা দেখিনি সিরিজার সাথে? কোথায় ওর বাচ্চা?"

সিরিজার স্বামী দোলনের দিকে তাকিয়ে বললো, "এই হারামীটা সব জানে। ওই তো সিরিজাকে পাঠিয়েছে এখানে।"

ভয়েতে দোলনের হাত পা কাঁপতে শুরু করেছে। রীতা বললো, "কি ব্যাপার দোলন? সিরিজার বাচ্চাটা কোথায়? তুমি যখন সব জানো, তখন এটাও বলে দাও।"

দোলন আমতা আমতা করে বললো, "বাচ্চা সিরিজার সাথেই আছে। আমার কাছে কিছুদিন রেখেছিল, তারপর ওর বাচ্চা ও ফেরত নিয়ে নিয়েছে।"

রজতের শ্বশুড় বললো, "স্বামীকে ছেড়ে পরপুরুষের প্রতি ওর এক আকর্ষন কেন? বাচ্চা হবার পরও সখ যায়নি। অদ্ভূত বলতে হবে।"

দোলন চুপ করে দাঁড়িয়ে আছে। মাতালটা সেই সময় বলে উঠলো, "এও কি কম যায় নাকি? সব মাগীগুলোই একজাত।" বলে দোলনের দিকে কটমট করে তাকালো।

শ্বশুড়, রীতা দুজনেই সিরিজার স্বামী সুখেনের দিকে তাকালো। কার কথা বলছে ও? দুজনের কেউই বুঝতে পারছে না।

সুখেন বললো, "আপনারা কি জানেন? এই মাগীটারও স্বামী নেই এখন। ওকে ছেড়ে পালিয়েছে। স্বামী নেই, তাই সিরিজার মত পীরিত মারতে ইনিও চলে এসেছেন এখানে।"

দোলনের শরীরটা যেন কুঁকড়ে যাচ্ছে আসতে আসতে। সিরিজা নেই, রজত নেই, দিবাকরও নেই। তিনজন যেভাবে একা পেয়ে শাঁড়াশির মত চেপে ধরেছে ওকে। সকাল বেলা নগ্ন হয়ে রজতের সাথে ঢং করার সময় একবার কি ও এটা ভেবেছিল?

সুখেন রজতের শ্বশুড়কে বললো, "ভালো করে আমার বউটাকে কি আপনারা দেখেছেন? কামুক শরীর ওর। পুরুষমানুষকে পটাতে ওর সময় বেশী লাগে না। আপনার জামাইরে পটিয়েছে, এখন আবার কার মাথা খাচ্ছে কে জানে?"

শ্বশুড় একটু অস্বস্তি বোধ করলো সুখেনের কথা শুনে। জামাইও তো ধোয়া তুলসীপাতা নয়। একা সিরিজাকে দোষ দিয়ে কি হবে?

রীতা বললো, "সিরিজা যদি দিবাকরের বাড়ী গিয়ে থাকে, তাহলে তো ওকে আনতে ওখানেই যেতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে দিবাকর থাকে কোথায়? রজত না আসা অবধি কিছু তো করা যাবে না।"

সুখেন রজতের শ্বশুড়কে খেঁকিয়ে বললো, "আপনি ফোনটা ধরলেন না কেন? এখন ও যদি সিরিজাকে অন্য কোথাও গায়েব করে দেয়? কি হবে? আমি কোথায় খুঁজবো তখন?"

রজতের শ্বশুড় বললো, "আগে ও আসে কিনা দেখি। তারপর যা করার করছি।"

ট্যাক্সিতে রজত চিন্তাগ্রস্ত। এমন একটা পরিস্থিতি, এই মূহূর্তে ওর মাথা কোন কাজ করছে না। একদিকে সিরিজার স্বামী, আর একদিকে দিবাকর। এই মূহূর্তে সিরিজা দিবাকরের জিম্মায়। ওকে ওখান থেকে নিয়ে এলে সিরিজা জীবনের মত হাতছাড়া। সিরিজার স্বামীকে বলাও যাবে না সিরিজা দিবাকরের কাছে আছে। বললে মাতাল লোকটা তখন দিবাকরের বাড়ী গিয়ে হানা দেবে। আবার দিবাকরকে সিরিজার ভার বহন করতে দিলে, দিবাকর তার ফায়দা লুটবে। সুযোগকে যেভাবে কাজে লাগিয়েছে দিবাকর, রজত নিশ্চিত কাল রাতে অঘটন কিছু একটা ঘটেছে।

ট্যাক্সিটা প্রায় দিবাকরের বাড়ীর দোড়গোড়ায়, রজত তখনো ভেবে কূল কিনারা করতে পারছে না কি করবে? গাড়ী থেকে নেমে ছুটে গিয়ে জড়িয়ে ধরবে সিরিজাকে। বলবে, "চলো সিরিজা এখনই আমরা কোথাও চলে যাই। আমিও আর ফিরবো না বাড়ীতে। তোমাকে অন্য কোথাও রেখে দিয়ে তারপরে ওদের মোকাবিলা করবো। এমন জায়গায় তোমাকে রাখবো, যেখানে কাকপক্ষীও টের পাবে না।"

ট্যাক্সিটা দিবাকরের বাড়ী পৌঁছোনোর পর রজত মানিব্যাগ বার করে ভাড়া দিতে যাচ্ছিলো, এমন সময় ওর মোবাইলটা আবার বেজে উঠলো।

তাড়াহুড়োতে রজত দেখেনি ফোনটা কে করেছে? ও রিসিভ করলো।

ও প্রান্ত থেকে ভেসে এল এক মহিলার গলা, "কে বলছেন?"

 - "আপনি কে বলছেন?"

 -- "আমি রেশমী বলছি।"

 - "রেশমী?"

 -- "হ্যাঁ। সিরিজা আছে?"

 - "সিরিজা?"

 -- "হ্যাঁ ও আমাকে ফোন করেছিল। বলেছিল রোববার দেখা করবে। কাল তো রোববার। তাই ফোন করলাম। সিরিজার সাথে কথা বলা যাবে কি?"

রজত যেন আশা করতে পারেনি রেশমী এভাবে ফোন করবে। ওর মনে পড়ে গেল। রবিবারের কথাটা। সিরিজার সাথে রেশমীর কথা হয়েছিল। হ্যাঁ ঠিকই তো। বলেছিল রেশমীর সাথে মিট করবে। কিন্তু সিরিজা যে এখন সেই দিবাকরের সাথেই?

রেশমা রজতকে বললো, "আপনি কে?"

রজত আমতা আমতা করছে। নামটা বললেই তো সব মাটি হয়ে যাবে। ও গলাটা একটু কেঁপে বললো, "আমি....."

রেশমী বললো, "রজত?"

রেশমী রজতের গলার স্বর শুনে এতোক্ষনে বুঝতে পেরেছে। ফোনেও বুঝতে অসুবিধে হয় নি।

বেশ রেগেমেগে বললো, "এটা তোমার ফোন? আমি আগে তো বুঝতে পারিনি। তাহলে ঐ মেয়েটা কে? সিরিজা, যে আমাকে ফোন করেছিল?"

রজত কিছুক্ষণ চুপ করে বললো, "সিরিজা, আমার স্ত্রী।"

রেশমী বললো, "সিরিজা তোমার স্ত্রী? কি ব্যাপার বলো তো রজত? এতদিন পরে রেশমীকে মনে পড়লো। তাও আবার নিজের স্ত্রীকে দিয়ে ফোন করালে। ব্যাপারটা কি? আমি তাহলে ভুল জায়গায় ফোন করেছি, ঠিক আছে রাখলাম।"

বিরক্ত হয়ে ফোনটা রেখেই দিতে যাচ্ছিলো। রজত সঙ্গে সঙ্গে রেশমীকে বাধা দিয়ে বললো, "রেশমী প্লীজ প্লীজ তুমি ফোন ছেড়ো না। তোমাকে আমার ভীষন দরকার।"

 -- "কেন?"

 - "তোমার দিবাকরকে মনে নেই রেশমী?"

 -- "দিবাকর?"

 - "হ্যাঁ। দিবাকর। যার জন্য আমি অপরাধী। দিবাকর তোমাকে ভালোবেসেছিল। আমি শুধু তোমাদের দুজনকার কথা ভাবি। কি দোষে আমি সেদিন তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। অথচ দিবাকর তোমাকে ভালোবাসতো। আমার একবারও ওর কথা মনে হয় নি। আজও দিবাকর তোমাকে কত চায়। আমি আর সিরিজা দিবাকরের জন্যই তোমার খোঁজে সেদিন গেছিলাম। মনে হয়েছিল একবার তোমাকে শুধু যদি রাজী করাতে পারি। আমি তো বলছি ভুল আমার। আমিই যদি সেদিন আগ বাড়িয়ে তোমাদের দুজনের মাঝখানে না আসতাম....."

রেশমী রজতের কাছ থেকে পুরোনো কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর ভারী গলায় বললো, "দিবাকর কোথায় এখন? ওর ওই পুরোনো বাসায়? বোলো, আমি তাহলে কালই যাবো ওখানে। লোকটাকে আমিও বুঝতে পারিনি সেদিন। আজও ভাবি, তোমাকে ভালোবেসে আমিও তো ভুল করেছিলাম। দিবাকর যে আমাকে এত চায়, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল।"

রজত প্রফুল্ল হয়ে বললো, "তুমি আসছো তাহলে?"

রেশমী বললো, "হ্যাঁ আসছি, কালকেই আসছি। দিবাকরকে বোলো, যাকে ও ভালোবাসতো, সে আসছে ওর কাছে।"

ট্যাক্সি থেকে নামার পরে রজতের মুখে হাসির ঝিলিকটা খেলে গেল। ভাড়া মিটিয়ে ও দিবাকরের ঘরের দরজার দিকে এগোচ্ছে। অকল্পনীয় ভাবে, রেশমীর ফোনটাও এই মূহূর্তে এসেছে। দিবাকরকে খুশীর খবরটা অবশ্যই দিতে হবে। সেই সাথে সিরিজার ঠোঁটে একটা চুমু......

দিবাকর যেন রজতকে নিয়ে একটু বেশী চিন্তা করছে। ফোনটা ধরেনি বলেই চিন্তাটা হয়তো বেশী। এই মূহূর্তে যদি এসে পরে, মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। বলা যায় না, ও হয়তো কিছু নতুন পরিকল্পনা নিয়ে আসছে। সিরিজাকে নিয়ে টানাটানি করলেই, বাঁধা দিতে হবে। ওর প্ল্যানটাকে পুরো ভেস্তে দিতে হবে।

সিরিজা বললো, "কি চিন্তা করছো? এখনও ওকে নিয়ে?"

দিবাকর বললো, "ফোনটা তো ধরলো না। মনে হচ্ছে ও এখুনি এসে পড়বে। আমার হাত পা সব শক্ত হয়ে যাচ্ছে। রজতকে কিভাবে আটকাবো, সেটাই আমি....."

উদ্বিগ্ন হয়ে তখনো পায়চারী করছিল। সিরিজা বললো, "শোন এখানে।"

দিবাকর ওর দিকে তাকালো।

সিরিজা বললো, "এসো একটু আমার কাছে।"

দিবাকর সিরিজার সামনে গেল।

সিরিজা বললো, "বসো একটু আমার পাশে।"

দিবাকর বসলো।

সিরিজা বললো, "তাকাও একটু আমার দিকে।"

সিরিজা ঠোঁটটা দিবাকরের ঠোঁটের দিকে নিয়ে গেল।

দিবাকর বললো, "কি বলছো?"

সিরিজা বললো, "সব চিন্তা দূর করতে চাও?"

দিবাকর বললো, "কিভাবে?"

সিরিজা বললো, "আমার ঠোঁটে একটা চুমু খাও। চিন্তা দূর হয়ে যাবে।"

দিবাকর ভাবছিল কি করবে? চুমু খেতে তো আপত্তি নেই। কিন্তু.....

সিরিজা ঠোঁটটাকে আরও কাছে নিয়ে বললো, "কি হলো, খাও।"

ওর গাল দুটো ধরে দিবাকর বললো, "সিরিজা কাল থেকে তুমি আমার মনে শক্তি জোগাচ্ছো। মাঝে মাঝে ভাবছি, রজতকে নিয়ে আমি শুধু চিন্তা করছি। ও কোন হরিদাস পাল? যে আমাকে ভয় দেখাবে। আমার কাছে তুমি আছো, তখন আর চিন্তা কি? কিন্তু তারপরই আবার ভাবছি, ব্যাটা ঝেমেলা না করে বসে। বউ নিয়ে অনেক অস্বস্তিতে ফেঁসে আছে। ওর কাছ থেকে সিরিজাকে ছিনিয়ে নেওয়া মানে, মাথায় রক্ত উঠে যেতে পারে। ওর এখন করনীয় শুধু একটাই। আমি যেমন ভাবছি তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যাবো। রজতও হয়তো সেটাই ভাবছে। দূরে কোথাও চলে গেলে ওকেও ঝেমেলা পোয়াতে হবে না। বউও নেই, দোলনেরও চাপাচাপি নেই। এখান থেকে অনেক দূর। যেখানে কেউ ওকে খুঁজে পাবে না। সিরিজাকে নিয়ে জীবনের বাকী দিনগুলো উদযাপন। একবার তোমার মনটা যদি ও দূর্বল করে দিতে পারে তাহলেই তো রজতের জিৎ হবে। আর আমি মেনে নেব হার।"

সিরিজা বললো, "আমি তোমাকে হারতে দেব না। তাকাও আমার দিকে।"

দিবাকর মনটা একটু খচখচ করে বললো, "কিন্তু....."

সিরিজা বললো, "কোন কিন্তু নয়।"

সিরিজা টুপ করে দিবাকরের ঠোঁটে চুমুটা খেয়ে বসলো।

দিবাকরের মাথাটা এমন ভাবে দুহাতে আঁকড়ে ধরলো, যাতে চুমুর দাপটটা ওর সব চিন্তাটাকে দূর করে দেয়। ঠোঁটের মধ্যে যেন আঠালো এক শক্তি। মিষ্টি স্বাদ, চট করে ঠোঁট সরানো যায় না। শিরা উপশিরা গুলো সব নড়ে চড়ে উঠে বসে। চুমুতে কত যে শক্তি তা শুধু গভীর ভাবে আবদ্ধ হয়েই অনুভব করা যায়। দিবাকর সিরিজার ঠোঁটের সাথে এমন ভাবে আবদ্ধ হয়ে রইলো, যে খেয়াল নেই, ইতিমধ্যে রজত একবার দরজাটায় কড়া নাড়িয়েছে বাইরে থেকে।
[+] 3 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
সিরিজা by Lekhak - by Mr Fantastic - 03-10-2020, 07:04 PM
RE: সিরিজা by Lekhak - by Kalobonduk - 03-10-2020, 07:11 PM
RE: সিরিজা by Lekhak - by Kolir kesto - 03-10-2020, 09:28 PM
RE: সিরিজা by Lekhak - by sohom00 - 04-10-2020, 10:02 AM
RE: সিরিজা by Lekhak - by nightangle - 04-10-2020, 12:47 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 06-10-2020, 08:36 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 07-10-2020, 07:47 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 07-10-2020, 03:53 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 08-10-2020, 07:13 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 16-10-2020, 02:28 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 25-10-2020, 02:58 PM
RE: সিরিজা by Lekhak - by Mr Fantastic - 26-10-2020, 01:02 AM
RE: সিরিজা by Lekhak - by pagolsona - 30-10-2020, 11:36 AM
RE: সিরিজা by Lekhak - by raja05 - 18-06-2021, 04:24 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:04 PM
RE: সিরিজা by Lekhak - by Fokir_sadhU - 09-10-2022, 01:52 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:03 PM
RE: সিরিজা by Lekhak - by Arpon Saha - 09-10-2022, 02:56 AM



Users browsing this thread: 67 Guest(s)