26-10-2020, 12:08 AM
(This post was last modified: 26-10-2020, 12:13 AM by যোনিগন্ধা. Edited 1 time in total. Edited 1 time in total.)
পাঠকের প্রতি
অসুস্থতার কারণে প্রায় এক সপ্তাহ আমি সাইটে আসিনি। তবুও ধীরে ধীরে ত্রয়োবিংশতি পর্ব লিখে ফেলেছিলাম। গতকাল আপডেট দিতে এসে দেখি থ্রেডটি অদৃশ্য।
আমি বুঝতে পারি থ্রেডটি ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ তিনি আমাকে আগে একবার জানিয়েছিলেন যে থ্রেডটি নিয়ে অনেক রিপোর্টিং হচ্ছে। আমি মানসিক ভাবে খুব আহত হই। কারণ লেখাটির জন্য আমাকে বেশ কিছু পড়াশোনা করতে হয়েছে। বাইশটি পর্ব টাইপ করতে হয়েছে। আমার এতদিনের পরিশ্রম করে লেখা বাইশটি পর্ব কেউ এক নিমেষে মুছে দিতে পারে! আমি খুব অপমানিত বোধ করি এবং রাগে, দুঃখে আমি ত্রয়োবিংশতি পর্ব যা লিখেছিলাম ডিলিট করে দিই। আমি বাংলা মডারেটরকে একটি মেসেজ দিয়ে অভিযোগ জানাই। হয়তো আমার মেসেজের ভাষায় দুঃখের প্রকাশ ছিল। মডারেটরের একটি মেসেজ পাই। সেখানে তিনি আমাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আমাকে জানিয়েছেন যে তিনি আমার থ্রেডটি ফিরিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে আমাকে সতর্ক করেন যে আমি যেন সাম্প্রদায়িকতা বিষয়ে সতর্ক থাকি, কারণ কয়েকজন পাঠক এ নিয়ে নিয়মিত রিপোর্টিং করে চলেছে।
আমি মডারেটরের সমস্যা বুঝি। কোনো লেখা বিষয়ে ক্রমাগত রিপোর্টিং হলে তাকেও হয়তো কোথাও কৈফিয়ত দিতে হয়।
মেসেজের উত্তরে মডারেটরকে দেওয়া আমার মেসেজ আমি আমার পাঠকদের সামনে তুলে ধরছি।
আমার উত্তর
প্রথমত আমি পুরুষ নই, মহিলা। আমাকে দাদা দাদা না বলে, দিদি বললে খুশি হবো।
আর আমার এই উপন্যাসে কোথাও কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু বলা হয়নি। আপনি আপনার চারপাশে লোকজনকে যে সাম্প্রদায়িক আচরণ করতে দেখেন, এই উপন্যাসের চরিত্রগুলো তাই করছে। উপন্যসে সমাজের ছায়া পড়ে, তাই না?
আপনি থ্রেডটা ফিরিয়ে দিয়ে কি আমাকে দয়া করছেন? আপনাকে দয়া বা করুণা প্রদর্শন না করতে অনুরোধ করছি। আপনার যদি মনে হয় উপন্যাসটি থাকা দরকার তবেই আমি বাকি অংশ লিখবো।
তাই আমার অনুরোধ দয়া করে জানাবেন যে আপনি উপন্যাসটি থাকা দরকার মনে করেন কিনা। ধন্যবাদ।"
আমি আপাতত মডারেটরের উত্তরের অপেক্ষা করছি। কারণ নূন্যতম আত্মসম্মান বোধ থাকলে আর আমার লেখা উচিত নয় বলে আমি মনে করি।
Shy but Sexy