25-10-2020, 07:00 AM
(25-10-2020, 12:14 AM)ব্যাঙের ছাতা Wrote: আসলে আমরা যারা ডাঃ অম্বরিশ স্যান্যালকে যে বয়স থেকে চিনি জানি, মাত্র অল্প কদিনের পরিচয়ে চন্দ্রিকা তো তাকে অতটা চেনে না বা বুঝে উঠতে পারেনি! এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে চোখের সামনে সে যেটা দেখেছে, সে অবস্থায় তার এমনটাই বোঝা স্বাভাবিক! তবে চন্দ্রিকা একসময় হয়তোবা সঠিক বিষয়টি জানতে ও বুঝতে পারবে, কিন্তু দেখা যাবে ততক্ষণে তার রিশু আর তার নেই! সে সঙ্ঘমিত্রার গলায় মালা পড়িয়ে দিয়েছে! কেননা, রিশু প্লেন থেকে নামতে যা দেরী ....!
প্লেন নামতে শুরু করে দিয়েছে এবারে ...