24-10-2020, 02:12 AM
(23-10-2020, 09:53 AM)Mr Fantastic Wrote: চন্দ্রিকা ওর বাড়িতে সবার সাথে মানিয়ে নিতে পারবে না, ওকে কলকাতায় ফিরে যেতে দেবে না - এই ধারণাটা কিন্তু রিশুর নিজস্ব ভাবনা, মনে মনে ভেবে নিয়েছে ! চন্দ্রিকাকে কিন্তু আমরা দেখেছি অম্বালিকার সাথে অল্প সময়ের মধ্যে ভালোই মিশে যেতে।আমি এখানে কিন্তু চন্দ্রিকার সেক্রিফাইস নিয়ে কিছু বলিনি কারণ চন্দ্রিকার দিক থেকে রিশুর প্রতি ভালবাসাটা ছিল নিখাদ। যেহেতু লেখক চন্দ্রিকাকে নিয়ে আর এগুতে চায় না তাহলে এটা নিয়ে আলাপ করাই বৃথা। তবে
চন্দ্রিকার একটা সুযোগ প্রাপ্য ছিল।অন্তত সতিটা জানার বিষয়টা।হয়ত সূদুর ভবিষ্যতে জানতে পারবে হয়তবা না সবটাই লেখকের ইচ্ছা।