23-10-2020, 01:07 PM
(This post was last modified: 23-10-2020, 01:11 PM by lizzyfawn. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-10-2020, 12:20 PM)pinuram Wrote: তেল কারা মারে, অধস্তন শ্রমিকরা বস দের তেল মারে, বন্ধুদের ডাকতে হলে গালাগালি দিয়েই কাজ হয়, (এই বোকা... অনেকদিন দেখা পাইনি... ইত্যাদি)। তোমার যে একদিন দেখা পাবো সেটা জানা ছিল, কারণ ফেবু তে অনেক আগেই মেসেজ করতে, তবে সত্যি বলছি সময়ের অভাবে একদম লিখে উঠতে পারতাম না। এটাও যে লিখছি অনেক লুকিয়ে চুরিয়ে (আই মিন সময় বের করে) লিখতে হচ্ছে, এই করোনার ঝামেলায় ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাওয়াতে অফিসের বস ভাবে সর্বদা এদের এবারে ধরা যাবে তাই শালা কাজের বোঝা ঘাড়ে চাপিয়ে খালাস। তার ওপরে ঘরে থাকার জন্য বাড়ির সব্বাই (আই মিন গিন্নি) বাড়িতেই তাই সময় করে ওঠা খুব মুশকিল, রাতের বেলা একটু সময় বার করতে হয় লেখালেখির। সত্যি তোমায় খুব মিস করছিলাম, পুরানো বন্ধুদের খুব মিস করি বিশেষ করে পোকাদার কবিতা তবুও অনেকে এসেছে দেখলাম ড্রিমপ্রিয়া, রকি, দাদা ওফ ইন্ডিয়া, বৌরসেস দাদা, স্বপনদা আরো অনেকেই আছেন, এই সাইটে বেশ কিছু নতুন বন্ধুর দেখা পেলাম ডিদে দাদা, মিস্টার ফ্যান্টাস্টিক দাদা, এরা ত দেখলাম যে ফোরাম ভরে দিয়েছে পিনুরামের থ্রেডে, সত্যি বলতে অতটা সন্মানের যোগ্য আমি নই। নতুন পুরানো সবাই কে দেখতে পেয়ে বুক ভরে গেল !!!!!!!!
হুক্কা হুয়া
বাঃ বাঃ বাঃ 4 ঘন্টার মধ্যেই প্রতি উত্তর। এত তাড়াতাড়ি আশা করিনি। খুব active বোঝা যাচ্ছে।
তুমি কিসের যোগ্য আর কিসের না সেটা তোমাকে ভাবতে হবে না.
যেটা দিচ্ছি নিয়ে নাও, বোলেতো "সন্মান"। পরে কখন কি হবে তার কোন ঠিক ঠিকানা নেই।
আর বাড়িতে বেশি লাফিও না। মনে দেখ বাড়িতে শিল নোড়া আছে... একটু বেগড় বাই হলেই তোমার গিন্নী বসিয়ে দেবে। কোথাায় বসাবে সেটা নাই বা বললাম।।।
ও হ্যাঁ তেল দেওয়ার কথা কি যেন বলছিলে? যাক গে ভুলে গেছি।।।
পকেটে শুকনো লঙ্কা রাখছি, পরে ভেঙ্গে দেব
from হুুক্কা হুয়া
"প্রেয়শী, তুমি জাগরণে, তুমি স্বপ্নে
তবু দেখা হয়নি তোমাকে এ দুটি নয়নে" -- অলীক প্রেম
তবু দেখা হয়নি তোমাকে এ দুটি নয়নে" -- অলীক প্রেম