23-10-2020, 09:53 AM
(23-10-2020, 09:44 AM)Isiift Wrote: আসলে রিশুর মা সম্পর্কে চব্দ্রিকা যখন ওই মন্তব্য টা করেছিল সম্পর্কটা হয়ত তখনই ঠুনকো হয়ে গেছিল।আর রিশুর চন্দ্রিকার প্রতি টান ছিল কিনা তার আগেই সম্পর্ক শেষ।রিশু যে ঠিক প্লেবয় তা না ওর পরিবারটার প্রাধান্যই ওর আগে অধিক মনে হচ্ছে। হওয়াটাও স্বাভাবিক আম্বালিকার আত্মত্যাগ তো নিছক কোন ছেলেখেলা নয়। তবে আসলেই এই অবস্থায় বিশ্বাস করাটা একদম অসম্ভব ব্যাপার।কারণ সম্পর্কটা দেবায়ন আর অনুপমার না।ওহ ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম সূচিপত্রের জন্য
চন্দ্রিকা ওর বাড়িতে সবার সাথে মানিয়ে নিতে পারবে না, ওকে কলকাতায় ফিরে যেতে দেবে না - এই ধারণাটা কিন্তু রিশুর নিজস্ব ভাবনা, মনে মনে ভেবে নিয়েছে ! চন্দ্রিকাকে কিন্তু আমরা দেখেছি অম্বালিকার সাথে অল্প সময়ের মধ্যে ভালোই মিশে যেতে।