22-10-2020, 09:02 PM
রিশু আর চন্দ্রিকার পর্ব কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো না ? যেখানে কিছু রোমান্স কিছু টুকরো ভালোবাসা কিছু অভিমান থাকার কথা ছিল সেখানে হটাৎ বৃষ্টির মতো শালিনী এসে সব ভিজিয়ে না দিয়েও সব ভিজিয়ে দিয়ে গেলো ! ঠিক হজম হলোনা ! ... বাকি তুমি লেখক নিশ্চয় কিছু বুঝেই লিখেছো ! কিন্তু চন্দ্রিকার দোষ কোথায় ? সে কেন প্রত্যাখিত হলো ?