22-10-2020, 07:30 PM
আগের একটা কমেন্টে এরকম আশংকা করেছিলাম, কিন্তু পিনুদার ভাবনার সাথে আমার অনুমান মিলে যাবে এটা ভাবতে পারিনি !! অনাকাঙ্খিত দুর্ঘটনা এটা। একেই ইন্দ্রজিতের কেচ্ছা, শালিনীর হঠকারী কাজকর্ম দেখে রিশুর মন বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেই পরিস্থিতিতে চন্দ্রিকা ভুল বুঝে দোষারোপ করলে রাগ তো হবেই। কিন্তু চন্দ্রিকার দিক থেকে দেখলে ওর রেগে যাওয়া আর সন্দেহ করাটাও স্বাভাবিক, মেয়েদের অধিকারবোধ প্রবল থাকে প্রেমিকের ওপর। রিশুর উচিত ছিল ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বোঝানোর আর চন্দ্রিকারও উচিত ছিল সবদিক যাচাই করে পরিস্থিতির বিচার করা, পুরোটাই একটা দুর্ঘটনা ঘটে গেল...চন্দ্রিকার ভালোবাসা খাঁটি ছিল, রিশু নিজের ego কে নিয়ন্ত্রণ করতে পারলো না, দুর্ভাগ্যের ব্যাপার