22-10-2020, 07:22 PM
(22-10-2020, 02:17 PM)ddey333 Wrote: এটা কি করলো রিশু , একটু তো বোঝানোর চেষ্টা করা উচিত ছিল নাকিইইই !!![]()
যাক গে , একদিক দিয়ে এরকম কিছু একটা তো হওয়ারই ছিল , নাহলে আমাদের ঝিনুকের কি হতো ??![]()
তবে হ্যা , চন্দ্রিকার জন্য মনটা একটু ভারি হয়ে গেলো , আচ্ছা ওকি আবার কখনো ফিরে আসবে গল্পে !!
আপনাকে একটা গল্প বলি -- একবার এক গ্রামে এই দুর্গা পুজোর সময়ে রামায়ন নাটক হচ্ছিল, লোকে লোকারণ্য, সীতা হরনের পালা দেখতে ভিড় উপচে পড়েছে, মঞ্চে দশ মাথা রাবণ অট্টহাসি দিয়ে সীতা কে টেনে বের করে নিয়ে চলেছে, সেই দেখে দর্শকের মধ্যে থেকে একজন রাবণের দিকে জুতো ছুঁড়ে মেরে চেঁচিয়ে ওঠে, ওর দুষ্ট রাবণ ছেড়ে দে মা সীতা কে, রাবণের চরিত্রে যিনি অভিনয় করছিলেন সে নামকরা একজন অভিনেতা, সঙ্গে সঙ্গে যাত্রা পালা থেমে যায়, সবাই হই হই করে ওঠে সেই দর্শকের দিকে। কিন্তু সেই অভিনেতা সেই জুতো মাথায় করে নিয়ে বলে -- আজ পর্যন্ত যত নাটক বাহবা পেয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ এই জুতো, আজ আমি সত্যি ধন্য যে দর্শক শুধু নাটক দেখেনি দেখছে এক রাবণ কে।
গল্পটা কেন বললাম আশা করি বুঝতে পেরেছেন




![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)