22-10-2020, 07:15 PM
(22-10-2020, 01:55 PM)Baban Wrote: দারুন আপডেট. শুধু একটাই প্রশ্ন - যদি ব্যাপারটা বিপরীত হতো তাহলে কি এতটাই সহজে রিশু বিশ্বাস করে নিতো পুরোটা? আজকের দিনে দাঁড়িয়ে প্রাক্টিক্যালি ভাবুন.
আজকের সমাজ যে পর্যায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে বিশ্বাস কথাটাই একটা joke হয়ে গেছে. অবশ্যই রিশু নিষ্পাপ..... সে কোনো দোষ করেনি... কিন্তু চন্দ্রিকাও কি সম্পূর্ণ দোষী এই ব্যাপারে? না অন্তত এব্যাপারে তাকে দোষ দেয়াটা ঠিক নয়. রিশুর উচিত ছিল ঠান্ডা মাথায় পুরোটা হ্যান্ডেল করা. পরিস্থিতিটাই এমন ছিল যে সব এলোমেলো করে দিলো. বাকি চন্দ্রিকা রিশুকে ওর মায়ের থেকে আলাদা করে নিজের করে নেওয়া ব্যাপারটাতে আমি মোটেও সহমত দিচ্ছিনা. এই ব্যাপারে সে অবশ্যই ভুল করেছে. এবারে কি হয় জানার ইচ্ছে বেড়ে গেলো.
আপনার এই প্রশ্নটা আমার সব থেকে বড় পাওনা, আপনারা এই যে ভাবতে বসেছেন যে কে ঠিক কে ভুল এটাই সব থেকে বড় প্রশংসাবাদ আমার কাছে !!!!!!