22-10-2020, 01:26 PM
(22-10-2020, 12:08 PM)Mr Fantastic Wrote: আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে মায়ের প্রতি রিশুর এই ভালোবাসা চন্দ্রিকার কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে, পরে হয়তো এটা বড়ো কোনো মনোমালিন্যের আকার নেবে। এটা ছাড়াও কি আর কোনো গূঢ় তথ্য লুকানো আছে ?
তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি ---
আমার কর্ম ওদের শুধু মাত্র দেখে ওরা কি করছে (চরিত্ররা) সেটা লিখে যাওয়া, আপনারা সেখানে কি উদ্ধার করবেন কি করবেন না সেটা আমি কি করে বলব? সেটা ত সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করছে, তবে হ্যাঁ চন্দ্রিকার মধ্যে আপনি যাকে খুঁজে পেয়েছে সেটা জেনে সত্যি আমি আপ্লুত, যাক কেউ ত অন্তত এই গল্পের সাথে নিজেকে মেলাতে পেরেছে !!!!!!!!