Thread Rating:
  • 24 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery ঝর্ণা The Untold story ! সমাপ্ত
- আমি সব জানার পর ঠিক করেছি যাকে  নিয়ে সংসার করবো তার সব অতীতের ভুল গুলো শুধরে নিয়ে তবেই সংসার পাতবো ! এবার তোমায় বলো আমার চিন্তা ভাবনা ঠিক কিনা ! তোমরা সহানুভূতির চোখে অঞ্জলীকে ক্ষমা করতে পারোনা? এই বলে অনুনয়দা উঠে পড়লেন ! আমাদের সবার চোখে তখন জল  !
তৃপ্তিদি অনুনয়দার হাত ধরে বসিয়ে দিয়ে বললেন "দেখো অনুনয় আমরা সবাই মানুষ ! আর মানুষ মাত্রেই ভুল করে তাই বলে কি তাকে দূরে সরিয়ে রাখা যায়? যদিও আমি অঞ্জলীর ব্যাপারে কিছুই জানতাম না ! আজ যখন জানতে পারলাম তখন বুঝতে পারছি এই ছোট্ট বুকে কত জ্বালা নিয়ে অঞ্জলি বেঁচে আছে ! একমাত্র তুমিই পারো অনুনয় ওর জীবনটা আনন্দ আর সুখে ভরিয়ে দিতে ! অঞ্জলি আমার স্কুলে ছাত্রী ছিল ! খুবই মেধাবী ছিল কিন্তু কারুর সাথে মিশতো  না ! আমরা ভাবতাম হয়তো লাহিড়ীবাবুর বাড়ির মেয়ে বলে এতো অহংকার ! তখন কি আর জানতাম যে এই ছোট্ট মনে কত যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে? আর আজ কোনো ক্ষমার দিন নয় ! আজ বাঁচার আনন্দের উৎসবে মেতে ওঠার দিন ! আনন্দের উৎসব এই কারণেই বলছি কারণ তুমি ! তুমি অঞ্জলীর সমস্ত অতীত জেনেও ওকে আপন করে নিচ্ছ এটাই আমাদের সবার আনন্দ ! আমরা সবাই ধীরে ধীরে উঠে অনুনয়দাকে ধন্যবাদ জানালাম ! অন্জলিদিকে বললাম "নতুন জীবনের শুভেচ্ছা !"
আমাদের সবার মনে অঞ্জলিদির প্রতি যে ঘৃণা ছিল সেটা নিমেষেই হওয়া হয়ে গেলো ! বিশেষ করে পার্থকে অঞ্জলিদির খুন করাটা আমরা খুব আন্তরিক ভাবেই সমর্থন করলাম ! ওই রকম পিশাচদের ওই পরিণতিই হওয়া  উচিত !
দূর থেকে কামালদাকে আস্তে দেখা গেলো ! আমি বললাম "আমাদের সভা এখানেই শেষ করা হোক ! যা আমরা জেনেছি সেটা বাকি কাউকে জানিয়ে অঞ্জলীদিকে সবার চোখে কৃপার পাত্রী করতে চাইনা ! চলো ওঠা যাক ! খেতে যেতে হবে ! কাল আবার সকাল বেলাতেই বেরিয়ে পড়তে হবে !
ভরাক্রান্ত মন নিয়ে সবাই উঠে দাঁড়ালাম ! কমলদা এসেই চেঁচামিচি করতে শুরু করলো তৃপ্তিদিকে নিয়ে ! "এই শরীর নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ আর আমি পাগলের মতো তোমায় খুঁজে যাচ্ছি !." আরো অনেক কথা যেগুলো একজন স্বামী তার স্ত্রীর জন্য বলতে পারে ! তৃপ্তিদি মুচকি মুচকি হেসে কমলদার বকুনি এনজয় করছিলো !
- আরে  বাবা কোথায় আর যাবো ! এইতো সবাই মিলে  সুন্দর সন্ধ্যাটা  গল্প করে কাটিয়ে দিলাম ! আর দেখো তোমাদের মাল খাওয়ার পার্টির মেইন দুজনে আজ মাল না খেয়ে কি সুন্দর গল্প করে সন্ধ্যাটা কাটিয়ে দিলো ! তোমরাও তো পড়তে কিন্তু তোমাদের মাল খাওয়া থেকে ফুরসৎ কোথায় ? একটু ঝাঁঝি মেরেই তৃপ্তিদি কমলদাকে  বললো !
- নাও চলো চলো অনেক রাত  হয়ে গেছে এর পর গেলে আর খাবার পাওয়া যাবে না !
সবাই উঠে বাঙালি হোটেলের দিকে এগিয়ে চললাম ! পিছনে পিছনে অঞ্জলিদি আর অনুনয়দা হাত ধরাধরি করে চুপচাপ হাঁটতে লাগলো !
আজ আমাদের এখানে শেষ রাত তাই হয়তো হোটেলে বিশেষ আয়োজন করেছে ! মৌরলা মাছের সোর্স বাঁটা  দিয়ে চটচটে করে ঝাল ! পোস্তর বড়া  ! খাসির মাংস সাথে বাসমতি চালের পায়েস ! খুব আয়েশ  করে সবাই খেলাম !
হোটেলের ভদ্রলোক বললেন সকাল ৭ টায়  গাড়ি আপনাদের হোটেলে চলে আসবে ! ব্রেকফাস্ট আমরা করে পাঠিয়ে দেব ! ব্রেকফাস্টের পয়সা আপনাদের দিতে হবে না ! ওটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য উপহার হয়ে থাকবে !
ওখান থেকে ফিরে  সবাই যে যার রুমে চলে এলাম ! অঞ্জলীদিও আমাদের রুমেই আছে ! একটু পরে সবাই ঘুমালে হয়তো অনুনয়দার রুমে চলে যাবে ! হটাৎ দরজায়  টোকা পড়লো ! আমিই উঠে দরজা খুলে দিলাম ! দেখি অনুনয়দা দাঁড়িয়ে ! " কি ব্যাপার আজ আর কি তস্স হচ্ছে না ? তাই নিজেই অঞ্জলীদিকে নিতে চলে এসেছো ?" আমার কথা শুনে রুমের সবাই হেসে ফেললো !
- না সেটা নয় ! আমি এসেছি তোমার সাথে একটু দরকার আছে সেটা বলতে ! অবশ্য তুমি চাইলে সবার সামনেই বলতে পারি !
-মানে ?
- আজ আমি আর অঞ্জলি ঠিক করেছি তুমি আর মঞ্জু আমাদের রুমে থাকবে আর আমি আর অঞ্জলি তোমাদের রুমে !
- পাগল নাকি ?লোকে জানতে পারলে কি হবে সেটা ভেবে দেখেছো?
- আমাদের ভাবার কারণ আছে সুনন্দ বাবু ! তুমি আর মঞ্জু একে  অপরকে এখানে এসে পাওনি  ! তাই এক রাতের জন্য হলেও তোমাদের এক করতে চাই আজ ! বলেই অনুনয়দা আমার দিকে চোখ টিপে হাসলেন  ! ঘরের সবাই এক বাক্যে সমর্থন করলো !
- মঞ্জু ছুঁটে  গিয়ে অঞ্জলিদির গলা জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নিলো !
আমার মন আমাকে সে দিচ্ছিলো  না ! কিন্তু মঞ্জুর চোখে মুখের উৎফুল্লতা দেখে আমি আর  মানা  করতে পারলাম না !   তবুও মনের কোনায় একটা খিঁচ বড়োই খিঁচখিচ করছিলো !
মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে  ! চুপি চুপি আমি আর মঞ্জু অনুনয়দার রুমে ঢুকে পড়লাম  ! দরজা বন্ধ করতেই মঞ্জু আমার বুকে ঝাঁপিয়ে পরে চুমুতে চুমুতে আমাকে অস্থির করে দিলো ! বুঝতে পারলাম এতো কাছে থেকেও আমাকে না পাবার জ্বালা সেটাকে মেটাবার চেষ্টা করছে !
- অরে দাঁড়াও দাঁড়াও ! আগে তোমাকে একটু ভালো করে দেখি ! বলে মঞ্জুকে ঠেলে সরিয়ে দিলাম !
অভিমানে মঞ্জুর ঠোঁট ফুলে উঠলো !
- ধুর পাগলী ! এতদিন সবার সামনে তোমাকে ভালো করে দেখার সাহস হয়নি ! একটু আগে দুচোখ ভোরে তোমাকে দেখতে দাও ! বলে আমি মঞ্জুকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম ! কতক্ষন জানিনা আমরা একে  অপরকে জড়িয়ে ধরে ছিলাম ! সময়েরও  দোষ  নেই ! আজ আমাদের দুজনের শরীরে ছিলোনা কামনার লেশমাত্র ! শুধু একে  অপরকে জড়িয়ে ধরে পরে ছিলাম ! দুজনের মনেতেই ছিল হারাবার ভয় !  দরোজায় টোকার  শব্দে আমাদের ঘোর  কাটলো ! ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে পাঁচটা বাজছে ! তাড়াতাড়ি উঠে দরজাটা অল্প ফাঁক করে দেখলাম অনুনয়দা দাঁড়িয়ে !
- এবার বেরিয়ে পর বাপু ! সবার ওঠার সময় হয়ে গেছে ! আমরা কেউই জামা কাপড় খুলে শুইনি তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের রুমের দিকে !
মঞ্জু বললো "এই চলোনা একবার সকালের সূর্যোদয় দেখি সমুদ্রে !"
আরে  এই আইডিয়াটা তো আমার মাথায় ছিলোনা ! চলো বাথরুম সেরে বেরিয়ে পড়ি !
রুমে ঢুকে দেখি সবাই জেগে গল্প করছে !
- কি ব্যাপার তোমরা কেউ ঘুমোয় নি নাকি?
- আমরা সবাই সারারাত গল্প করেছি !
- তাহলে চলো আজ সবাই সমুদ্রের সকাল দেখি ! মঞ্জু বললো  ! সবাই এক পায়ে খাঁড়া !
- দাঁড়াও দেখি যদি তৃপ্তি দি যায় তো !
- না না ওরা  এখনো হয়তো ঘুমাচ্ছে !
[+] 4 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ঝর্ণা The Untold story ! - by dada_of_india - 22-10-2020, 11:56 AM



Users browsing this thread: 26 Guest(s)