21-10-2020, 10:24 PM
(This post was last modified: 21-10-2020, 10:30 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
(21-10-2020, 09:18 PM)Mr Fantastic Wrote: আছে বইকি ! অমাবস্যার শনিবার দেখে এখনও কালীঘাট শ্মশানে তন্ত্রসাধনার আসর বসে। দশমহাবিদ্যার সবচেয়ে ভয়ঙ্করী আর শক্তিশালী অবতার হচ্ছে মহাডামরী ( স্মশান কালীর একটি রূপ )। এর তেজ এতোই প্রবল যে অনেক সাধকই সহ্য করতে না পেরে শব ছেড়ে উঠে যায়, তাই সিদ্ধিলাভ হয় না আর। মহাডামরী ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে, শরীরী ছলাকলার প্রলোভন, উদ্দাম যৌনাচারের আহ্বান তো আছেই !
ওরেবাবা!!! দাদা আপনি তো অনেক কিছু জানেন!! তা আপনিও আমার মতো এরকম একটা তন্ত্র মন্ত্রের গল্প লিখুন না... পড়ে মজা পাবো আমরা. আপনি পারবেন.. কারণ এসব বিষয় আপনিও দেখছি বেশ কিছু জানেন. আমার মতো এই তন্ত্র বিদ্যা সম্মানের চোখে দেখেন জেনে ভালো লাগলো.
আসলে কোন বিদ্যা কিভাবে প্রয়োগ করা হবে সেটা নির্ভর করে মানুষের চিন্তার ওপর. একই বিদ্যা ভালো কার্যে ব্যবহার করা যেতে পারে আবার কারোর অনিষ্ট করতেও. তবে কিছু বিদ্যা আছে যেগুলোর কাজই অনিষ্ট করা. খুবই ভয়ানক সেগুলি! আমাদের অঘোর তন্ত্রে নানারকম নিয়মাবলী লেখা আছে.
তবে এক্ষেত্রে আমি আগেই বলেদি আমার গল্পের মোহিনীর সঙ্গে এসবকে জড়িয়ে ফেলবেন না. ইনি কোনো দেবী নয়..... যৌন বিষয়ক গল্পে আমি কোনোভাবেই কোনো দেবীকে নিয়ে আসা... অন্তত এইভাবেই নিয়ে আসার বিপক্ষে. দেবী আমার চোখে মা.... আর মাকে নিয়ে এই ধরণের নোংরামি আমি লিখতে পারবোনা. অর্থাৎ দেবী মাকে নিয়ে.