21-10-2020, 09:18 PM
(21-10-2020, 08:41 PM)dada_of_india Wrote: দশমহাবিদ্যা ! এখনো কি আছে? জানিনা ঠিক !
আছে বইকি ! অমাবস্যার শনিবার দেখে এখনও কালীঘাট শ্মশানে তন্ত্রসাধনার আসর বসে। দশমহাবিদ্যার সবচেয়ে ভয়ঙ্করী আর শক্তিশালী অবতার হচ্ছে মহাডামরী ( স্মশান কালীর একটি রূপ )। এর তেজ এতোই প্রবল যে অনেক সাধকই সহ্য করতে না পেরে শব ছেড়ে উঠে যায়, তাই সিদ্ধিলাভ হয় না আর। মহাডামরী ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে, শরীরী ছলাকলার প্রলোভন, উদ্দাম যৌনাচারের আহ্বান তো আছেই !