21-10-2020, 07:42 PM
(This post was last modified: 21-10-2020, 07:46 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-10-2020, 06:59 PM)sohom00 Wrote: তোমার পদাঙ্ক অনুসরণ করে কিছুটা লেখার চেষ্টা করেছি দাদা, দুর্বল কলমে যথাসাধ্য চেষ্টা করেছি পোয়েটিক জাস্টিস আনার | গুরুদেব মানি তোমাকে, তাই গল্পের শেষ পার্টটা তোমার সাথে শেয়ার না করে পারলাম না | ভালো-খারাপ যাই লাগুক তোমার মতামত জানালে এই অধম লেখক ধন্য মনে করবে নিজেকে |
আর একটা কথা দাদা, তোমার অম্বালিকার গল্প কিন্তু আমিও নিয়মিত পড়ি | একটা কথা কেন জানিনা মনে হয়েছে, যতই নতুন নায়িকা আসুক, মূল গল্প কোনো একদিন ফিরে যাবে অম্বালিকার কাছেই | যেতেই হবে, নাহলে যে ওর স্যাক্রিফাইসের দাম পাবেনা মেয়েটা ! তবে এটা পানু না, প্রেমের গল্পই রাখতে চাইছো বোধহয় শেষপর্যন্ত তুমি | যাই রাখো, তোমার অনবদ্য লেখনীতে যে তা সোনা হয়ে ফলবে এটুকু বিশ্বাস রয়েছে | খুব ভালো থেকো দাদা |
সুকুমার বাবু লক্ষ্য করে দেখেছিলেন আজকাল ভাস্বতীর মুখের দিকেও ভালো করে তাকিয়ে কথা বলেনা মৃণাল | খুশিই হয়েছিলেন তাতে, বন্ধুকে আবার আগের মত স্বাভাবিক ভাবে মেনে নিতে পেরেছিলেন | কিন্তু তার পরিণতি যে এতটা চরম মারাত্মক হবে তা কি স্বপ্নেও ভেবেছিলেন !
https://xossipy.com/showthread.php?tid=28896&page=19
একেবারে সেই অর্থে পানু করার ইচ্ছে একদম নেই তবে যদি প্রেমের সেই রকম পরিস্থিতি আসে কখন তখন সেই প্রেমের এক ঝলক আসবে গল্পে, বাকিটা এর বেশি আর বলব না বলার এখন বারণ আছে !!!!!!
এবারে আসি তোমার ব্যাপারে, সত্যি কথা বলতে আমি কেউ নই নগন্য একজন যে একটু আধটু লেখার চেষ্টা করি মাত্র, আমার ধরা প্রদীপের আলোয় যদি তুমি রাস্তা খুঁজে পাও তাহলে নিজেকে ধন্য বলে মনে করব। তবে এটা জেনে রেখো, প্রদীপের আলো কিন্তু শুধুমাত্র পথ দেখাতে পারে, এই যে তুমি এতদুর হেঁটে এসেছ সেটা কিন্তু একদম নিজেস্ব চেষ্টায় সেখানে কিন্তু কোন পিনুরাম তোমার হাত ধরেনি !!!!!!!