20-10-2020, 10:12 PM
(20-10-2020, 09:21 PM)ব্যাঙের ছাতা Wrote: খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছোট্ট রিশু এতো বড় হয়ে গেল যে চন্দ্রিকা চন্দনা ঝিনুক একেএকে ওর জীবনে চলে আসছে! কী ভাবছেন, এই এতটা সময় কী করে পেরিয়ে গেল? ভুলটা কিন্তু পিনুদার নয়! আসলে পড়তে গিয়ে ভুল করে কয়েক পৃষ্ঠা বেশি উল্টিয়ে ফেলেছেন! মাঝখানের পৃষ্ঠাগুলো না পড়েই ফেলে এসেছেন! আর পিনুদা সেই পৃষ্ঠাগুলো আবার পড়ার সুযোগ করে দিচ্ছেন! এবার দেখুন মাঝখানে আরও কতো কী ঘটে গেছে!
আমার মনের কথা অনেকটাই উজাগর করে দিলেন দেখছি ধন্যবাদ দিয়ে বন্ধুদের ছোট করতে চাই না !!!!!