20-10-2020, 02:57 PM
(20-10-2020, 01:03 PM)bourses Wrote: প্রচন্ড ব্যস্ত রয়েছি, তাও দু দুখানি আপডেট দিয়ে ফেলেছ, এবার কিছু না বললে, গাল দেবে জানি...
কি বলবো বলতো? এটা বোধহয় তোমার পক্ষেই সম্ভব, এই ভাবে গল্পকে বেঁকিয়ে চুড়িয়ে মুচড়ে দুমড়ে উপস্থাপন করা... চরিত্রগুলোকে সেই ছোটবেলায় খেলা zigsaw puzzle এর মত প্রতিটার সাথে প্রতিটা একেবারে খাপে খাপে বসিয়ে মিলিয়ে দেওয়ার পারদর্শিতা অনবদ্য... এটা xossipy site না হয়ে যদি দেশ পত্রিকা হত, তাহলে হয়তো তোমাকে সুনিলবাবুদের সাথে এক পঙ্কতিতে বসাতে একবারও ভাবতাম না... আরো একটা কথা এখানে না বললেই নয়, তোমার গল্প পড়তে বসে, একজনের কথা বার বার মনে চলে আসে, উনি আমার একজন খুব প্রিয় লেখক, Sydney Sheldon... তার একটাই কারন, ওনার মত তোমার গল্পটাও একেবারে চিত্রনাট্য মেনে উপস্থাপিত... চোখের সামনে চরিত্রগুলো উঠে আসে একেবারে...
কমেন্টটা পোস্ট করার সময়, লেখার রঙ নীল করে দিলাম, কেন, সেটা বুঝে নাও!!!
আমিও জানতে চাই এই নীল রঙের রহস্য !!!!!!!!!