19-10-2020, 11:37 PM
(10-10-2020, 01:11 PM)Prince056 Wrote: দাদা অনেকদিন হল আপডেট পাই না। আর আপডেট গুলো একটু বড় আর তাড়াতাড়ি দিলে ভাল হয়।
দেরি করে আপডেট দেবার জন্য দুঃখিত। ভেবেছিলাম আর কেউ ফলো করছে না গল্পটা।
(19-10-2020, 06:08 PM)sairaali111 Wrote:এ কিন্তু হাতে ধরিয়ে দিয়েও আবার কেড়ে নেয়া । ট্যান্টালাইজ করা যাকে বলে । । এমন করে নৈঃশব্দের চাদর বিছিয়ে দেওয়াটি কিন্তু মোটেই সুবিচার হচ্ছে না , জনাব । - কথা ছিল পু-রো কাহিনিটি দেওয়ার । ... তবে কি - কে-উ কথা রা খে না ? - তবু আশা জেগে রয় ... সালাম ।
বিচার সুবিচার জানি না দাদা। মন্তব্য পেলে মনে হয় যে কেউ আশা নিয়ে আছে - সময় করে আপডেটটা দেই। কিন্তু বাস্তবতাঃ যেখানে দর্শক নেই, ওখানে নাচ করে নাচ শেখা যায় - কিন্তু নাচ শিখে গেলে আর একা একা নাচ করা যায় না। বাস্তবতা - ঘোর বাস্তবতা।