Thread Rating:
  • 8 Vote(s) - 3.13 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance তুমি এলে তাই
#23
Heart 
Part 13

পবন গাড়ীটাকে একেবারে তিস্তার পাশে নামিয়ে দিয়েছে। এর আগে দুর থেকে তিস্তার আপন খেয়ালে বয়ে যাওয়া দেখে মুগ্ধ হয়েছে কিন্তু এত কাছ থেকে এই প্রথম সেই উচ্ছল প্রানচঞ্চল সুন্দরী কিশোরী তিস্তাকে ছুঁতে পেরে ভীষন ভালো লাগছিল। এই বয়সেও দাদুরা যেন বাচ্চাদের মতো খুশীতে ফেটে পড়ছে। 




মৌ ছোট ছোট রঙ্গীন নুড়ি কুড়িয়ে জড় করছে,মাঝে মাঝে দৌড়ে এসে দেখাচ্ছে কি সুন্দর একটা নুড়ি পেয়েছে…মনে হচ্ছিল সামান্য একটা পাথরের টুকরো নয়…হীরে জহরত পেয়েছে। কিছুক্ষন ওদের সাথে থাকার পর একটা ফোন আসায় একটু দুরে একটা পাথরের উপর বসে ফোনে কথা বলা হয়ে গেলে চুপ করে বসে দেখছিল তিস্তার পাথরে ধাক্কা খেতে খেতে বয়ে যাওয়া। এক এক করে দাদুরা এসে আসে পাশে ছড়িয়ে ছিটিয়ে বসে বিশ্রাম নিচ্ছিল।মৌ তখোনো নুড়ি কুড়িয়ে যাচ্ছে…কখোনো জলে পা ডুবিয়ে ঠান্ডা সহ্য করতে না পেরে বাচ্চাদের মতো ছটপট করে উঠে পা তুলে নিচ্ছে। দিদান হাসতে হাসতে বলল…দেখো…কেমন বাচ্চাদের মতো করছে…এত সরল মেয়েটা…। প্রথমে বোধ হয় খেয়াল করে নি সবাই একটু দুরে বসে আছে, দেখতে পেয়ে দৌড়ে এসে দিদানের হাত ধরে বলল…ও দিদান …চলো না…।



ফিরে এলি কেন…বেশ তো হুটোপুটি করছিস…

চলো না…একা একা ভালো লাগে নাকি…

আচ্ছা ঠিক আছে…ছোটো দিদান কে নিয়ে যা…

কিছুক্ষন পরে ছোটো দিদান ফিরে এলো…উঃ বাবা…এইবয়সে পারা যায় নাকি… কি মেয়েরে বাবা… বাড়ীতে এত চুপচাপ থাকে, এখানে এসে দেখো…কি করছে।


অরিত্র নিজের মনে ভাবছিল… তুমি বুঝবে না শুক্লাদি,শুধু তুমি কেন, আমি ছাড়া আর কেউ জানে ওই খুশীর কারন কি। ও যে ওর ভালোবাসাকে পেয়ে গেছে।ওর মতো সুখী আর কেউ নেই। ও যে আর নিজের ভেতরের সেই খুশী আটকে রাখতে পারছে না… সবাই কে ডেকে ডেকে ও নীরবে বলতে চাইছে… ‘আমার মতো সুখি কে আছে? আয় সখি আয় আমার কাছে… সুখী হৃদয়ের সুখের গান… শুনিয়া তোদের জুড়াবে প্রান’।


ওদের কথার মাঝে পবন ওদের কাছে এসে জানালো রাস্তায় নাকি একটা গাড়ী উলটে গিয়ে রাস্তায় জ্যাম আছে, একটু হাতে সময় না নিয়ে এগোলে রাত হয়ে যেতে পারে। বাধ্য হয়ে উঠতে হল, গাড়ীতে ওঠার আগে অরিত্র হাসতে হাসতে জিজ্ঞেস করল…এত গুলো নুড়ি নিয়ে কি করবে…আমাদের বাড়ীতে এত জায়গা নেই রাখার…


মুখ ভেঙ্গিয়ে দিয়ে বলল…আমার বয়ে গেছে তোমার বাড়ীতে রাখতে…আমি আমার দাদুর বাড়ীতে রাখবো।


ইস…দাদুর বাড়ীতে রাখবে…ওটা আমার ও বাড়ী…

ঘোড়ার ডিম…তোমার বাড়ী ভবানীপুরে…এখানে দাদুরা খালি থাকতে দিয়েছে…ও দিদান…বলো না…আমি ভুল বলছি নাকি…

দিদান হাসতে হাসতে বলল…আচ্ছা বাবা…গাড়ীতে ওঠ তো আগে…দেরী হয়ে যাবে।


গ্যাংটকে পৌঁছোবার একদিন পর বিকেলে সবাই মিলে মিলে মলে গেছে কিছু কেনাকাটা করার জন্য। পবন ওদের কে নামিয়ে দিয়ে চলে গেছে গাড়ী পার্ক করতে। গ্যাংটকে এটাই একটা অসুবিধা, সরু রাস্তা বলে পুলিশ যেখানে সেখানে গাড়ী রাখতে দেয় না। হাঁটতে হাঁটতে সবাই মিলে একসাথে এগোচ্ছিল, একটা ফোন আসায় কথা বলতে গিয়ে অরিত্র একটু পিছিয়ে পড়েছে। কেউ যেন পাশে একটু দূর থেকে এই অরিত্র বলে ডাকলো। এখানে আবার কে ডাকবে ওকে… ভাবতে ভাবতে তাকিয়ে দেখে শৌভিক…ওর স্কুলের বন্ধু। সাথে ওর মা বাবা আর বোন সুস্মিতা।


কাছে গেলে শৌভিক জিজ্ঞেস করল…এই তুই কি রে? সেই যে হঠাত আসা বন্ধ করে দিলি…কি ব্যাপার বলতো? তারপরে তোর বাড়ীতে দু তিন বার গেছি তোর খোঁজে…কেউ বলেনি তোকে?

ভুলে গেছে হয়তো…এই এমনি…সময় পাই না রে একেবারে।

সময় পাস না ঠিক আছে…ফোন করতে পারিস তো নাকি…তাও করা যায় না…কতবার ফোনে চেষ্টা করেছি…খালি সুইচড অফ…তারপর অবশ্য আর করিনি।


ফোনটা ট্রেনে চুরি হয়ে গিয়েছিল… আর তোর নাম্বারটা আসলে মনে ছিল না… আর একবার দে…সেভ করে নি। 


ওর মা পাস থেকে বলল… অন্য কিছু ব্যাপার নেই তো… এত বছরের সম্পর্ক…

না না …মাসীমা…অন্য কিছু ব্যাপার নেই… আপনারা কবে এসেছেন?

আমরা এই তো আজ দুপুরে এলাম…তোমরা?

আমরা পরশু এসেছি… 


মাসীমার সাথে কথা বলতে বলতে সুস্মিতার দিকে তাকালো…অন্য দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে দেখে কিছুটা নিশ্চিন্ত হয়ে ভাবলো… যাক… সবাই আছে যখন কিছু বলবে না। আরো কিছুক্ষন কথা বলে… দাদুরা অপেক্ষা করছে…আসছি বলে এগোতে গেলে…সুস্মিতা দেখা হবার পর এই প্রথম কথা বলল… অরিত্রদা একটু দাঁড়াও না… মা তোমরা দোকানে যাও… আমি এখুনি আসছি… 


বাধ্য হয়ে দাঁড়াতে হল…মাসীমারা সামনের দোকানটাতে ঢুকে গেলে…সুস্মিতা জিজ্ঞেস করল… কেমন আছো?

মোটামুটি …তুমি?


একটু হাসলো…কিন্তু তা যেন ব্যাথাভরা …এই যেমন দেখছো। একটা কথা জিজ্ঞেস করবো?

ব’ল

না এর কারনটা জানাতে কি খুব অসুবিধা ছিল?


অরিত্র কি বলবে বুঝতে পারছিল না… ওকে চুপ করে থাকতে দেখে বলল… ঠিক আছে…বলতে হবে না… সব কিছু তো আর বলা যায় না। ছোট্ট একটা নিশ্বাস ফেলে বলল… আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসে ছিলাম…হয়তো আজও বাসি… না হলে এখোনো মাঝে মাঝে মনে পড়ে যায় কেন … খুব খারাপ লেগেছিল… যাক সেসব কথা… তুমি কি এখোনো একা?


একা নই…তবে হয়তো কোনোদিন আবার একা হয়েও যেতে পারি…

অবাক হয়ে গিয়ে বলল… মানে?

আমি নিজেও জানি না।

কিছুক্ষন চুপ করে থেকে বলল…ঠাট্টা করছো? যাকগে…ভালো থেকো …সামনের বছর আমার বিয়ে …ডেটটা শুধু ঠিক হয়নি… আসবে?

বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো… একটা মানুষ সবাইকে খুশী করতে পারে না… যতই চেষ্টা করুক…ভাবতে ভাবতে জিজ্ঞেস করল…মা বাবার দেখে দেওয়া?


মুখটা নীচু করে নিয়ে আস্তে আস্তে বলল… তাছাড়া আবার কি? প্রেম একবারই আসে… আমি অন্তত তাই মনে করি…

কি বলবে ওকে নিজেও জানতো না… বন্ধুর বোন হিসেবে দেখতো…ভালো যে লাগতো না… তা নয়…কিন্তু … ওর কাছে সেই ভালো লাগার অন্য কোনো মানে ছিল না…সুস্মিতা যে এতটা এগোবে বুঝতে পারেনি …যখন বুঝেছিল …তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।

একটা কথা বলবো? কিছু মনে করবে না তো?

বলো…

আমি কিন্তু…তোমাকে…

বুঝেছিলা্ম…অনেক পরে…তখন অনেক দেরী হয়ে গেছে…যাক গে বাদ দাও… অনেক কিছু তো আমরা চাই… সব কিছু তো আর পাওয়া যায় না… খুব টেনশান হয়…নতুন করে আর একজনকে ভালোবাসতে হবে…জানি না পারবো কিনা… তবুও চেষ্টা করতে হবে… একটাই সান্তনা… যাকে ভালোবাসা দিতে চেয়েছিলাম…সে আমাকে ঠকায় নি… নিতে পারবে না বুঝে … দুরে সরে গিয়ে… আমাকে হয়তো কিছুটা হলেও…বাঁচিয়ে দিয়ে গেছে।



চুপ করে দাঁড়িয়ে ওর কথা গুলো শুনছিল… বলার তো কিছুই নেই ওকে…তবুও শেষের কথা গুলো শুনে বুকের ভেতরের পাথরটা কিছুটা হলে যেন সরে গেল। পেছন থেকে পবনের গলা শুনে ফিরে তাকালো… ওকে দেখতে না পেয়ে খুঁজে এসেছে…সাথে মৌ…মৌ প্রথমে হয়তো বুঝতে পারেনি ও কারুর সাথে আছে বা ওকে দেখতে পেয়ে আর কিছুর খেয়াল করতে পারেনি… মিষ্টি বকুনীর স্বরে বলল…এই…কি ব্যাপার বলোতো তোমার…কখন থেকে দাঁড়িয়ে আছি…তারপরেই বোধহয় সুস্মিতা কে দেখে একটু থমকে গিয়ে চুপ করে গেল।



অরিত্র ওদের আলাপ করিয়ে দিতে দিতে সুস্মিতা নিজেকে কিছুটা সামলে নিয়েছিল…হাসি মুখে বলল… অরিত্রদা …এসো কিন্তু বিয়েতে…এই মৌ…তোমারও আসা চাই…না এলে কিন্তু খুব রাগ করবো… যাবার আগে মৌ এর হাত ধরে হাসতে হাসতে বলল… এই মৌ… কিছু মনে করবে না তো…একটা কথা বলবো?

না না… ব’লো না…

তোমাকে দেখে কিন্তু আমার খুব হিংসে হচ্ছে। এই, প্লিজ কিছু মনে করবে না কিন্তু…এমনিই ব’ললাম। 


রাতে খেতে বসে মৌ বেশ চুপচাপ…খুব আস্তে আস্তে ওকে খেতে দেখে দিদান জিজ্ঞেস করল…কি হয়েছে রে মৌ…শরীর খারাপ? ভালো লাগছে না?


একটু ভারী গলায় বলল…না…এমনিই…ঘুমোলে ঠিক হয়ে যাবে…

অরিত্র উল্টোদিকে বসে খেতে খেতে মুখ তুলে তাকালো… সারা মুখে বিষন্নতা…বুঝতে অসুবিধা হল না…কারনটা কি হতে পারে। একজন মেয়ে হয়ে আর একজনের ব্যাথা ভরা মুখ দেখলে না বোঝাটা খুব একটা অসম্ভব নয়। বাকি সবার খাওয়া হয়ে গেছে দেখে অরিত্র বলল…দাদু…তোমরা যাও…আমি আছি। ব্যাপারটা এমনই যে ভালো না লাগলেও ওর সাথে কথা বলতে হবে…না হলে ও কি বুঝে বসে থাকবে কে জানে…ভাবতে ভাবতে আবার ওর দিকে তাকালো…মুখ নিচু করে বসে আছে… বিশেষ কিছুই খায়নি। খেয়ে নিতে বলাতে মুখ তুলে একবার তাকিয়ে আবার মুখ নামিয়ে নিয়ে বলল…ভালো লাগছেনা। 

রাতে ক্ষিধে পেয়ে যাবে তো।

অভিমানী গলায় আস্তে করে বলল… ইচ্ছে করছেনা।

কেন? 

এমনি…

ও নিজের থেকে কিছু বলবে না বুঝতে পেরে বলতেহল…সুস্মিতা আমার বন্ধুর বোন…

আমি কিছু জিজ্ঞেস করিনি… 


মৌ নিজের মুখে কিছু না বললেও মনের ভেতরে কি আছে না বোঝার কথা নয়… কিন্তু কি করে ওকে বুঝিয়ে বলবে ঠিক করতে পারছিল না। একটু চুপ করে থাকার পর বলল… তুমি যেটা ভাবছো তা নয়…তবে…

ওকে থেমে যেতে দেখে মুখ তুলে তাকিয়ে দেখলো…কিছু না বলে মুখ নামিয়ে নিয়ে বসেছিল… বুকের ভেতরের কষ্টটা ভীষন ভাবে নাড়া দিয়ে যাচ্ছে…


আমার দিক থেকে কিছু না থাকলেও… সুস্মিতা অনেকটাই এগিয়ে গিয়েছিল। বোঝা গেল না কি বুঝলো…আগের মতোই চুপ করে বসে ছিল পাথরের মতো…একটা আঙ্গুল দিয়ে ডিসের উপরে আঁকিবুকি কাটতে কাটতে… 

প্লিজ… বিশ্বাস কর…আমি সরে এসেছিলাম…

এতক্ষন পরে একটাই কথা জিজ্ঞেস করল… তোমার দিক থেকে সত্যিই কিছু ছিল না?

না…

কিছুক্ষন আর কোনো কথা হোলো না… দুজনেই চুপ করে বসে ছিল… একজন ভাবছিল…ও কি বিশ্বাস করেছে আমার কথা? যদি না করতে পারে তো সারা জীবনের জন্য সন্দেহের একটা কাঁটা বুকের ভেতরে থেকে যাবে। আর একজন ভাবছিল… আমাকে হয়তো ও খুব খারাপ ভাবছে… ওর দুচোখে কান্নার আভাস… না বুঝে কেন ওর সাথে এরকম করলাম… ধরা গলায় বলল… কিছু মনে কোরো না… বুঝতে পারিনি…



নিজের কানকেই যেন বিস্বাস হচ্ছিল না…কি বলছে ও? ও যে কষ্ট পাচ্ছে বুঝতে পেরে বলল… না কিছু মনে করিনি। তুমি কেন অন্য কেউ হলেও একই হোতো। 


কিছুক্ষন দুজনেই চুপ… অরিত্রকে এর পরেও গম্ভীর হয়ে থাকতে দেখে বলল… আমি জানি…তোমার খারাপ লেগেছে…


মুখে হাসি আনতে চেয়েও পারলো না… খুব ম্লান দেখালো সেই হাসি… তোমার জন্য নয়…সুস্মিতার একটা কথা মনে পড়ে গেল… 


জিজ্জেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না মৌ… চুপ করে থেকে অপেক্ষা করছিল…যদি ও নিজের থেকে বলে…


অরিত্র টেবিলে রাখা জলের গ্লাসটার ভেতর দিয়ে ওদিকে দেখার চেষ্টা করতে করতে নিজের মনেই বলল… তোমার জানতে ইচ্ছে করছে না?

ব’ল…

কি বললো জানো… ‘হয়তো এখোনো ভালোবাসি’… কিছুতেই ভুলতে পারছি না… খুব খারাপ লাগছে… ওর জন্য। কিছুক্ষন চুপ করে থেকে বলল… চলো তোমাকে দিয়ে আসি… 

কোথায়?

ভালো লাগছে না…এতক্ষন তোমার কথা ভেবে খারাপ লাগছিল …আর এখন ওর কথা ভেবে… 

একা একা তো আরো খারাপ লাগবে…

আজ খুব খেতে ইচ্ছে করছে…

আমি তোমার সাথে থাকবো?

থাকবে? ঠিক আছে…চলো…বলে আসি…না হলে দিদানরা চিন্তা করবে।



রাত সাড়ে এগারোটা… মৌ খেতে পারেনি বলে ওর জন্য আরো একবার কিছু খাওয়ার আর সাথে নিজের জন্য একটা বড় পেগ আনানো হয়েছে। সোফাতে ওর বুকে মাথা রেখে মৌ বসে…এক হাতে ওকে জড়িয়ে ধরে থেকে একটু একটু করে খাইয়ে দিতে দিতে দুজনে কথা বলছে। খাইয়ে দিতে গেলে আঙ্গুলে আলতো করে কামড়ে দিয়ে বলল… তুমি খাবে না?


আমি খেয়েছি তো।

ইস, আমি দেখিনি নাকি। একটু খেয়েই তো সব ফেলে দিলে।

হবে হয়তো।

এই, ছাড়ো না।

কেন?

তোমাকে খাইয়ে দি।


গ্লাসটা না ছোঁয়া অবস্থায় পড়ে আছে। দুজনের ভেতরের গুমোট হাওয়া কেটে গেছে তাই আর ওটার দরকার পড়েনি।
Like Reply


Messages In This Thread
তুমি এলে তাই - by sorbobhuk - 21-01-2019, 11:09 AM
RE: তুমি এলে তাই - by sorbobhuk - 13-03-2019, 02:10 PM
RE: তুমি এলে তাই - by arn43 - 12-10-2020, 09:31 PM



Users browsing this thread: 13 Guest(s)