16-10-2020, 05:34 PM
(16-10-2020, 03:29 PM)Baban Wrote: এই আপডেটে যৌনতার থেকেও মেয়েটার অসহায় পরিস্থিতি টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছো তুমি. একটি মেয়ে যখন বাহির জগতে কোনো পুরুষ দ্বারা যৌন হয়রানির শিকার হয় তখন সে নিজের সবচেয়ে কাছের দুজন মানুষকে মানে বাবা মাকে তা জানায়.... কিন্তু নিজের বাবাই যদি নিজের মেয়ের..... উফফফফফ ভাবতেও ভয় করে. কি অসহায় অবস্থা হয় তখন মেয়েটার. এই গল্পেও ব্যাপারটা তাই....নিজের বাবাই কিনা এত পাল্টে গেলো.... হ্যা মানছি যে মেয়েটিও অনেক ভুল করেছে. কিন্তু তাবলে এই পরিস্থিতি আসবে তার সামনে?
দারুন আপডেট.
লাইক, রেপুটেশন দিলাম.
কি জানোতো দাদা, রক্ষক আর ভক্ষক দুটো শব্দেরই স্ত্রীলিঙ্গ হয়না (ideologically). প্রকৃতিদেবী নারীকে শারীরিকভাবে দুর্বল বানিয়েছে আর মানসিকভাবে শক্তিশালী | ভুল আমরা পুরুষেরা করি, যারা সমাজে নিজেদের কর্তব্য ভুলে যাই | তাই প্রতিদিন ;., হয় কোথাও না কোথাও, তাই নিজের বাবাও কখনও হয়ে ওঠে রক্ষক থেকে ভক্ষক !...
তোমার উৎসাহের জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ নিও দাদা |