16-10-2020, 09:15 AM
(15-10-2020, 12:36 AM)Baban Wrote: ভালোবাসা ও নোংরামির মধ্যে তফাৎটা বোঝা আজকের দিনে খুব জরুরি. নিজেদের অর্ধ বা পূর্ণ উলঙ্গ ছবি প্রেমিক প্রেমিকাদের মধ্যে এমন কি স্বামী স্ত্রীয়ের মধ্যেও শেয়ার করা উচিত নয়. অন্তত কিছু পরে ডিলিট করে দেয়াই উচিত. নইলে কত কি হয়ে যেতে পারে তা আমরা ভাবতেও পারবোনা.
যৌন মিলন খুবই পবিত্র. কারণ তার ফলে একটি নতুন জীবনের আবির্ভাব ঘটে, তাছাড়াও সুখ তো আছেই.... কিন্তু নোংরা মানুসিকতা খুবই ভয়ঙ্কর. এতে সে নিজেও পাপী হয় ও অন্যের ক্ষতি তো হয়ই. এই আপডেট টা খুবই ভালো লাগলো. আশা করি দুঃখের সময় পার হয়ে আবার আনন্দ ফিরবে.
বর্তমান জেনারেশান অনেক কিছুই বোঝে না, এরা অনেক দুরন্ত খামখেয়ালী, সঠিক অর্থে এখানে ঝিনুকের চরিত্র চিত্রায়ন হয়েছে কি না সেটা আপনারা পাঠিকেরা বলতে পারবেন, যতটুকু পেরেছি চেষ্টা করেছি বর্তমান যুগের ছেলে মেয়েদের একটা ছবি তুলে ধরতে !!!!!!!