Thread Rating:
  • 17 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery সিরিজা by Lekhak
#87
।। একুশ ।।


শুধুমাত্র এই একটা কথার জেরেই ট্যাক্সির ভেতরটা কেমন থমথমে হয়ে গেল। কি উত্তর দেবে সিরিজা ভেবে পাচ্ছে না। রজতকে সত্যি কথাটা বললে দিবাকরের প্রতি বিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে রজতের। রেশমীকে নিয়ে এত প্রচেষ্টা সব জলে চলে যাবে, মন ভেঙে যেতে পারে রজতের। রেশমিকে নিয়ে আর কোনও আগ্রহই হয়তো দেখাবে না ও। তখন সিরিজাও আর জোড় করতে পারবে না রজতকে। বলতে পারবে না রজতকে যে বন্ধুর একাকীত্ম ঘোচানোর জন্য তুমিও এবার অন্তত কিছু করো। দিবাকরদাই বা এভাবে কতদিন আর একা একা কাটাবে? তোমার তো তাও সিরিজা আছে, কিন্তু দিবাকরদার তো কেউ নেই।

সিরিজাকে চুপচাপ থাকতে দেখে রজত প্রশ্নটা আবার করলো, "বলো না আমাকে, দিবাকর কি তোমার প্রতি কোনও দূর্বলতা দেখিয়েছিল? তোমার চুপচাপ থাকাটা কিন্তু সেটারই মানে করায় সিরিজা।"

প্রশ্নটা এবার ঘুরিয়ে করলো সিরিজা। বললো, "সত্যি যদি কোনও দূর্বলতা দেখিয়ে থাকে, তাহলে কি তোমার বন্ধুকে তুমি ভুলে যাবে?"

 -- "তার মানে আমার আশঙ্কাটা সত্যি?"

 - "কি আশঙ্কা করেছো তুমি?"

 -- "এই একটু আগে যেটা তোমাকে বললাম।"

ট্যাক্সিটা এবার রজতের বাড়ীর খুব কাছাকাছি এসে গেছে। বৃষ্টিটাও তখন কিছুটা কমেছে। সিরিজা কিছু বলার আগেই রজত বললো, "দাঁড়াও, আমরা বাড়ীর কাছাকাছি চলে এসেছি। ট্যাক্সি থেকে নেমে ঘরে ঢুকে তারপর তোমার কথা শুনছি।"

রজতের ফ্ল্যাটের গলির মুখে ট্যাক্সিটা দাড়িয়ে পড়েছে। রজত পকেট থেকে মানিব্যাগটা বার করলো। ট্যাক্সির জানালা দিয়ে সিরিজা তাকাচ্ছিল রজতের বাড়ীর গলিটার দিকে। ছাতা মাথায় নিয়ে একটা লোক বেরিয়ে আসছে গলিটার ভেতর থেকে। ঝাপসা লাইট পোষ্ট এর আলোতে লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। মুখটা ঢাকা পড়ে যাচ্ছে মাঝে মাঝে ছাতার আড়ালে। তবু কেন জানি সিরিজার মনে হলো, ওর লোকটাকে খুব চেনা চেনা লাগছে। রজতের গায়ে হাত দিয়ে রজতকে ইশারা করে বললো, "ঐ লোকটাকে দেখো তো একবার। ঐ যে গলি দিয়ে ছাতা মাথায় বেরিয়ে আসছে, চিনতে পারো কিনা?"

রজত ট্যাক্সির ভেতর থেকে তাকালো, ওর চোয়ালটা বেশ শক্ত হয়ে গেল। রাগ রাগ গলায় বললো, "এই বুড়োটা এত রাত্রে এখানে কি করছে?"

 - "চিনতে পেরেছ তাহলে?"

 -- "সকালবেলাই তো এসেছিল। আবার এখন?"

 - "তোমার শ্বশুড় মশাই তোমার ওপর নজরদারী করছে।"

 -- "ও করছে না। ওকে আমার বউ করাচ্ছে। সকাল বেলা এসে তোমার সাথে কথা বলার পর, বাপ বেটী দুজনে মিলে শলাপরামর্শ করেছে। আমার মনে হয় রীতাই ওর বাপকে পাঠিয়েছে। হয়তো বলেছে, দেখে এসো তো একবার, আমি যা সন্দেহ করছি, সেটা ঠিক কিনা?"

সিরিজাকে একটু বুকে টেনে নিয়ে রজত বললো, "দাঁড়াও, এখন গাড়ী থেকে নেমো না। বুড়োটা আগে চলে যাক। তারপরে।"

ট্যাক্সিওয়ালা ভাড়া নেবে বলে ওয়েট করছে। হঠাৎ গাড়ীর মধ্যে দুজনের জবু থবু হয়ে যাওয়া দেখে ও কিছুটা আঁচ করলো। তার মানে এই মহিলাটি এই লোকটার বউ নয়। আসল বউ কে ফেলে রেখে অন্য মেয়েছেলে নিয়ে ফুর্তী করছে প্যাসেঞ্জার। আজকাল তো এসব হামেশাই হচ্ছে। কে আর মাথা ঘামায়। রজতকে বললো, "ভাড়াটা দিন। দুশো তিরিশ টাকা হয়েছে।"

রজত পার্স থেকে টাকা বার করে ড্রাইভার কে দিল। শ্বশুড় মশাই তখন কিছুটা দূরে চলে গেছে। রজত সিরিজা কে বললো, "এবার নামো।"

সিরিজা আর রজত দুজনেই একসাথে ট্যাক্সি থেকে নামল।

তালা খুলে ফ্ল্যাটে ঢুকে রজত দরজাটা আবার লাগিয়ে দিল ভেতর থেকে। বিরক্তি আর রাগ চরমে উঠে গেছে। সিরিজার দিকে তাকিয়ে বললো, "ওফ। আর যেন পারা যাচ্ছে না। একদিকে শ্বশুড় আর একদিকে দিবাকর। সবাই যেন পেছনে উঠে পড়ে লেগেছে। আমার সুখ আমি নিশ্চিন্তে ভোগ করবো, তারও উপায় নেই। সবাই আমার সুখ দেখে হিংসা করছে আমায় নিয়ে। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবো সিরিজা। অনেক দূরে। কেউ আমাদের নাগাল পাবে না।"

সিরিজা রজতের রাগ দেখে হাসি চেপে রাখতে পারছিল না। বললো, "এই গ্রামের মেয়েটাকে নিয়ে তুমি কোথায় যাবে?"

 -- "যেদিকে মন চায় সেদিকেই চলে যাবো। আর থাকব না এখানে। ভালো লাগছে না আমার।"

জড়িয়ে ধরে সিরিজাকে একটা চুমু খেতে যাচ্ছিলো, সিরিজা বাধা দিয়ে বললো, "এই নতুন শাড়ীটা নষ্ট হয়ে যাবে যে। দাঁড়াও, আগে কাপড়টা ছাড়তে দাও।"

 -- "থাক শাড়ী। ওরকম শাড়ী আমি অনেক কিনে দেব তোমাকে। এখন আমাকে তোমার ভালোবাসার পরশ দাও।"

কোথায় সেই বাঁধভাঙা যৌনতা? সিরিজার নগ্ন শরীরটা নিয়ে উদ্দাম সেক্স, সব যেন হারিয়ে গেছে, এই একদিনের অন্তরেই। সকালবেলা শ্বশুড় মশাই এর আগমন, তারপরে স্ত্রী রীতা। মাঝখানে দিবাকরের একাকীত্মতা, তারপরে রেশমীকে নিয়ে টানাপোড়েন, সব যেন রজতের সুখকে জলাঞ্জলি দেবার জন্য এক এক করে ঘটে চলেছে পরপর। এমন কি রাত্রিবেলা ফিরে এসেও রেহাই নেই।

শ্বশুড়মশাই বাইরে টহলদারী করছিলেন এতক্ষণ। ফ্ল্যাটের তালাবন্ধ দেখে ভেগে পড়েছেন। রজত আর সিরিজা ঘরে থাকলে বোধহয়, সারা রাতই দাঁড়িয়ে থাকত গলির মধ্যে। তারপর মেয়েকে বাড়ী ফিরে গিয়ে সব রিপোর্ট করতো, "দেখ তুই ওকে ছেড়ে এসেছিস। আর ও কোথা থেকে একটা মেয়েকে ঘরে নিয়ে এসে ফুর্তী করছে। রজতকে এবার কি করে তুই জব্দ করবি, সেটা তুই ই বোঝ্। আমার মনে হয় ডিভোর্স ওকে তুই দিলে ও আরও স্বাধীনতা পেয়ে যাবে। তখন যা খুশি করবে। মাথাও ঘামাবে না তোকে নিয়ে।"

সিরিজাকে চুমুটা খেতে গিয়েও ঠিকমত খেতে পারলো না রজত। ওকে ছেড়ে ঘরের মধ্যেই একটু দূরে সরে এল রজত। সিরিজা ওকে দেখছে, একদৃষ্টে। হঠাৎ জোশ আর কামনার ভরপুর ইচ্ছেটা যেন হারিয়ে গেছে ওর মধ্যে। যে রজত গলা উঁচিয়ে দিবাকরকে বলেছিল, আমার বউ আর শ্বশুড়কে থোড়াই কেয়ার করি আমি। সিরিজা যখন আমার জীবনে এসে গেছে, তখন সিরিজাই আমার সব। সেই রজতও একটু যেন দিশাহারা হয়ে পড়েছে। প্রাণভরে সিরিজার ঠোঁট দুটো ঠোঁটে নিয়ে চুষবে। সেটাও ভালো করে পারছে না।

একটু দূরে সরে গিয়ে রজত বললো, "মনে পড়ে সিরিজা? তুমি যখন আমার কাছে এসেছিলে? আমাকে তুমি কিন্তু কথা দিয়েছিলে?"

 - "কি কথা?"

 -- "আমার যৌনসুখ পাওয়া থেকে তুমি আমাকে কখনও বিমুখ করবে না। আমাকে তুমি সুখ দেবে আজীবন। যেটা আমি তোমার কাছ থেকে চাই সবসময়। তবে কেন?"

 - "কি?"

 -- "সেই নির্লজ্জতা কেন আমি পাচ্ছি না তোমার কাছ থেকে? তুমি তো জানো, আমার মধ্যে যৌনতা কত বেশি। তবে কেন?"

একটু রজতের কাছে এল সিরিজা। ওর চোখে চোখ রেখে বললো, "ট্যাক্সি তে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে? মনে আছে?"

 -- "হ্যাঁ। উত্তরটা তখন তুমি দাওনি আমাকে। এবার বলো?"

 - "তোমার বন্ধু দিবাকরদা আমার প্রতি যে দূর্বলতাটা দেখিয়েছিল, সেটা কেন জানো?"

রজত ওর দিকে তাকিয়ে বললো, "কেন?"

 - "আমি যে তোমার সাথে সুখে আবদ্ধ হয়ে গেছিলাম। তোমাকে যে কথা আমি দিয়েছিলাম। সেটাই সহ্য করতে পারে নি তোমার বন্ধু। লোকটা ভালো তাই সত্যি কথাটা বলে ফেলেছে আমায়। আমি চেপে না ধরলে রেশমীর কথাটা তখন বলতো না আমায়।"

 -- "উফ। আবার সেই রেশমি রেশমি আর রেশমি। একটা মেয়ে যেন সেই থেকে প্রাধান্য পেয়ে যাচ্ছে বারবার। এর কি কোনও শেষ নেই। আমার রেশমি কে দরকার নেই। আমি যাকে পেয়েছি, তাকে নিয়েই সুখ ভোগ করতে চাই।"

বিরক্তি আর রাগটা রজত এমন দেখাচ্ছিল, যেন এরকম চলতে থাকলে অবাধ যৌনতাটা জানালা গলে পালিয়ে যাবে রজতের জীবন থেকে। সিরিজাকে পুনরায় জড়িয়ে ধরে বললো, "তোমার সঙ্গে যে যৌনতার জোয়ারে ভেসেছিলাম সিরিজা, সেখানে কেন এত বিধি বাম? আমার এ শরীর তোমাকে আরও ভালোবাসতে চায়। তোমাকে নিয়ে আমার নিজস্ব স্বাধীনতা এখনও অপূর্ণ রয়ে গেছে, যৌনতার এই মজাটুকু আমি হারাতে চাই না।"

সিরিজার ঠোঁটে একটা চুমু খেল রজত। সেক্সের কোন ব্যাকরণ ও মানতে চায় না। সিরিজার সাথে উদ্দাম শরীরী খেলায় মত্ত হতে না পারলে ওর মজা সত্যি নেই।

কিছুক্ষণ সিরিজার ঠোঁটটা ঠোঁটে আবদ্ধ করে আবার সুখের সন্ধান করছিল রজত। চুমু খেতে খেতেই সিরিজাকে বললো, "যার জন্য তুমি এত করছো, তার জন্য তোমার চেষ্টাটাই বৃথা হবে শেষ পর্যন্ত।"

রজতকে ছাড়িয়ে নিয়ে সিরিজা বললো, "কেন, রেশমি আসবে না?"

যেন ওর নিজের প্রতি অগাধ বিশ্বাস। রজত বললো, "রেশমি হয়তো আসবে, কিন্তু....."

 - "কিন্তু কি?"

 -- "তুমি যার জন্য করতে চাইছো, তার শরীর মনের আড়মোড়া এখনও ভাঙেনি। সে শুধু চোখ দিয়ে নারীর শরীরের প্রতিটি অঙ্গ মাপতে পারে, তার থেকে বেশি কিছু করার সাহস তার নেই। চোখের দেখাতেই তার তৃপ্তি। পৌরুষের খরা আছে তার শরীরে।"

 - "কি বলছো তুমি?"

 -- "ঠিকই বলছি। বিপরীতে যদি আকর্ষণ না থাকে তাহলে মেয়েদেরও শরীরী আশ্লেষ নিভে যায়। রেশমির ক্ষেত্রেও তাই হয়েছে। দিবাকর ওকে আকর্ষিত করতে পারে নি।"

যেন ওর মত কেউ নয়। রজত যেমন ভেলকি দেখাতে পারে, দিবাকর সেটা কোনদিন পারবে না।

দুহাত দিয়ে সিরিজার মুখটা ধরে রজত বললো, "তোমার মত কেউ নয় জানো? আমার তোমাকে কেন এত পছন্দ?"

সিরিজা ঐ অবস্থাতেই রজতের দিকে তাকিয়ে বললো, "আমি একটু অন্যরকম তাই?"

 -- "তুমি সবার থেকেই আলাদা সিরিজা। এই একবিংশ শতকের নারী এখন বদলে গেছে অনেকটাই। তাদের শরীর মনে ছুঁতমার্গিতা বলে কিছুই নেই। পুরুষের সঙ্গে মেয়েরা এখন তালে তালে ছুটে বেড়াতে পছন্দ করে। কেবল একজন পুরুষকেই ধরে রাখতে পারে না নারীরা। সমাজের কাঁটা তার ভেঙে মেয়েরা এখন কত কি করছে। কখনও বসের সঙ্গে, কখনও নিচুতলার সহকর্মীদের সাথে। কিন্তু কোথাও নিজেকে জমাতে পারছে না। কারন কেরিয়ারের জন্য সেক্সকে উপেক্ষা করে তাদের শরীরে এখন বরফের শীতল স্রোত। ওখানে কোনও আনন্দ নেই। এই জন্যই তো তোমায় নিয়ে আমার এত আকুলি বিকুলি। একরাশ খুশি আমার জীবনে তুমিই তো এনে দিয়েছ।"

সিরিজার বুকের ব্লাউজটা হাতে ধরে চিপছিল রজত। খুনসুটির মাধ্যমেই ইঙ্গিত দেবার চেষ্টা করছিল, আজ রাত আবার মধুর হবে আগের মতন।

রজতের সেক্সি জাগরণের পিঠে ছুরি বসিয়ে দিল না সিরিজা। শুধু বললো, "আমাকে কাপড়টা তো ছাড়তে দাও। শাড়ী লন্ডভন্ড হয়ে গেলে কালকেই আবার নতুন শাড়ী কিনতে হবে তোমাকে আমার জন্য।"

রজত সিরিজাকে এবার ছেড়ে দিল। সিরিজা কাপড় ছাড়তে শোবার ঘরে চলে গেল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে মুখে নিল রজত। আজ রাতে সিরিজাকে নিয়ে ও কি করবে, তার একটা পরিকল্পনা করে নিয়েছে মনে মনে। শুধু সোফায় বসে বসে চিন্তা করতে লাগলো, বউ রীতা আর শ্বশুড়ের থেকে কিভাবে নিজেকে রেহাই করা যায়। যেভাবে গোয়েন্দাগিরি করতে শুরু করে দিয়েছে বুড়ো, এর একটা ফয়সালা করতেই হবে। নইলে যৌন আনন্দে ওরা দুজনে এসে আবার ব্যাঘাত ঘটাবে। মনে প্রাণে এর থেকে ভীষন ভাবে মুক্তি পেতে চাইছে রজত।

সমস্যাটার সমাধান করা যায় অতি সহজেই। আপাতত সিরিজাকে নিয়ে বাইরে কোথাও বেরিয়ে আসা। অন্তত সাত দশ দিনের জন্য। ওখানে গিয়ে আনন্দ করলে কেউ দেখতে আসবে না। তখন এইসব ঝ্যামেলা থেকে মুক্তি। তারপর ফিরে এসে যদি নতুন একটা উপায় বার করা যায়। সিরিজাকে যদি অন্য কোথাও রাখার ব্যাবস্থা করা যায়। সামনের রবিবার অবধি অবশ্য বাইরে বেড়াতে যাবার সম্ভাবনা নেই রজতের। এখান থেকে কোথাও নড়তে পারবে না রজত। কারন ওদিন রেশমীর আসার কথা। সিরিজা যাবে ওর পুরোনো বাসায় রেশমীর সাথে দেখা করতে। দিবাকরের একটা হিল্লে হয়ে গেলে রজতেরও শান্তি। কি আর করা যাবে বন্ধুর জন্য নিজের সুখটাই এখন গেছে মাটি হয়ে।

সিগারেট খেতে খেতে রজত এসব ভাবছিল। আর অপেক্ষা করছিল সিরিজার জন্য, কখন ও কাপড় ছেড়ে আবার আসবে রজতের সামনে। শরীর দেওয়া নেওয়ার খেলাটার সূচনা করবে। ওর সাথে প্রবল যৌন অনুভূতিগুলো এখনও মনের কোঠায় বিরাজ করছে রজতের। এত বৈচিত্রময় চোখ ধাধানো সিরিজার যৌন আবেদন, যে আলোড়নটা ঘটিয়ে দিয়েছে রজতের জীবনে তারজন্যই তো এই ইচ্ছে জাগে বারবার। সিরিজার শরীরটাকে বারে বারে ভালোবাসতে ইচ্ছে করে। এতটা ইন্ধন জোগানোর পরেও সিরিজা কিন্তু রজতের সঙ্গে দিবাকরের বন্ধুত্বটা নষ্ট হতে দেয় নি। ওর জায়গায় অন্য কোন মেয়ে থাকলে, এ অবস্থায় কি হতো বলা মুশকিল। হয়তো যা ঘটেনি, সেটাই ঘটে যেত রজতের সঙ্গে। এইজন্যই সিরিজার কোন তুলনা নেই।

ঘরের মধ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে রজতের আর একটা কথাও মনে হলো, আচ্ছা যাদের কে নিয়ে ও এত টেনশন করছে, সেই শ্বশুড়মশাই ,রজতের বউ। তাদেরকে নিয়ে সিরিজা তো একবারও ভাবছে না। ওদেরকে নিয়ে সিরিজার যেন কোন মাথাব্যাথা নেই। ওতো দিব্যি আছে। ভয়ডর নেই, চিন্তা নেই। নেই চোখে মুখে কোন দুশ্চিন্তার ছাপ। অথচ ও কিনা উল্টে রজতের স্ত্রীর মুখের ওপর সটান বলে দিয়েছে, 'আমি তো একজনকে ভালোবাসি', দিবাকরের বউ হওয়া সত্তেও। (যেটা অবশ্য সাজানো গল্প বানিয়ে শ্বশুর আর বউ এর সামনে তুলে ধরা হয়েছিল।) একবারে ডোন্ট কেয়ার হয়ে রজতের স্ত্রী রীতাকে পাত্তাই দেয় নি সিরিজা। যে যা খুশি ভাবুক, তাতে ওর ও কিছু এসে যায় না। সিরিজা যেন রজতের মতো। নইলে সব জেনেশুনেও ও কেন রজতের সাথে সহবাস করতে রাজী হবে? গ্রাম থেকে এসেছে সিরিজা। রজতের মতো বেপোরোয়া সিরিজাও। কিন্তু আজও যেন ও কিছুটা রহস্যময়ী। সিরিজা যা ওকে বলেছে তার কতটা সত্যি? ও কি সত্যি গ্রামের মেয়ে? না কি অন্য কোথাও......
[+] 3 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
সিরিজা by Lekhak - by Mr Fantastic - 03-10-2020, 07:04 PM
RE: সিরিজা by Lekhak - by Kalobonduk - 03-10-2020, 07:11 PM
RE: সিরিজা by Lekhak - by Kolir kesto - 03-10-2020, 09:28 PM
RE: সিরিজা by Lekhak - by sohom00 - 04-10-2020, 10:02 AM
RE: সিরিজা by Lekhak - by nightangle - 04-10-2020, 12:47 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 06-10-2020, 08:36 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 07-10-2020, 07:47 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 07-10-2020, 03:53 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 08-10-2020, 07:13 PM
RE: সিরিজা by Lekhak - by Mr Fantastic - 15-10-2020, 12:33 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 16-10-2020, 02:28 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 25-10-2020, 02:58 PM
RE: সিরিজা by Lekhak - by pagolsona - 30-10-2020, 11:36 AM
RE: সিরিজা by Lekhak - by raja05 - 18-06-2021, 04:24 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:04 PM
RE: সিরিজা by Lekhak - by Fokir_sadhU - 09-10-2022, 01:52 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:03 PM
RE: সিরিজা by Lekhak - by Arpon Saha - 09-10-2022, 02:56 AM



Users browsing this thread: 66 Guest(s)