14-10-2020, 09:19 PM
(This post was last modified: 14-10-2020, 11:18 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব দুই – (#3-8)
আগের মতন আবার চারজনে মিলে গল্প গুজব শুরু করে দেয়। পরেশ সিগারেটের মতন কিছু একটা টানছিল সেটা পার্থের দিকে এগিয়ে দেয়, পার্থ সেই সিগারেটে একটা টান মেরে মাথা ঝাঁকিয়ে ঝিনুকের দিকে এগিয়ে দেয়। ঝিনুক বন্ধুদের সাথে মিশে কয়েকবার মজা করে সিগারেট খেয়েছে তবে গাঁজা কোনদিন নেয়নি, তাই মাথা নাড়িয়ে পার্থের কাছ থেকে সেই সিগারেট নেয় না। কিছু পরে পার্থ ঝিনুককে পাশের ঘরে ডেকে নিয়ে যায়। বাকিরা ওদের দিকে তাকিয়ে চোখের ইশারা করতেই কিঞ্চিত লজ্জায় ওর কান গাল লাল হয়ে যায়। ঝিনুক আর পার্থ দুইজনেই এক এক গ্লাস মদ নিয়ে পাশের রুমে ঢুকে যায়।
ঘরে ঢুকেই পার্থ হাতের গ্লাসের পুরো মদটা গলায় ঢেলে বলে, “একটা ইম্পরট্যান্ট কথা আছে।”
ঝিনুক মদের গ্লাসে ছোট এক চুমুক দিয়ে তাকিয়ে প্রশ্ন করে, “কি কথা?”
পার্থ গলার বলে, “আমার এখুনি পনেরো লাখ টাকার দরকার।”
ভুরু কুঁচকে প্রশ্ন করে ঝিনুক, “হটাত এত টাকার দরকার কিসের?”
পার্থের চোখ জোড়া ততক্ষণে জবা ফুলের মতন লাল হয়ে গেছে, অনেক গ্লাস মদের ফল সেটা বুঝতে ঝিনুকের অসুবিধে হয় না। পার্থ ওর দিকে দুই পা এগিয়ে এসে বলে, “ঝিনুক আমি এক জায়গায় ভীষণ ভাবে ফেঁসে গেছি। আগামি কাল পাওনাদার আসবে, কাল দুপুরের মধ্যে যদি পনেরো লাখ টাকা যোগার না করতে পারি তাহলে ওরা খুব মারবে আমাকে। প্লিজ ঝিনুক, আমি জানি তোমার একাউন্টে তোমার বাবা বারো লাখ টাকার মতন দিয়েছে।”
কথাটা শুনে থমকে যায় ঝিনুক, ভালবাসার বশতে বেশ কয়েকদিন আগে ওর একাউন্টের খবর পার্থকে জানিয়েছিল। “তুমি কিসে কি করেছ আর আমি সেই টাকা তোমাকে কেন দেব?”
মত্ত অবস্থায় পার্থ ওকে বলে, “ঝিনুক কয়েকদিন পরেই আমাদের বিয়ে, এর মাঝে আবার তুমি আর আমি কেন?”
ঝিনুকের পার্থের পাশ থেকে সরে দাঁড়িয়ে বলে, “না ওই টাকা আমি তোমাকে দেব না।”
হিসহিস করে ওঠে পার্থ, চোয়াল শক্ত অথচ কন্ঠের স্বর নরম করে বলে, “প্লিজ দাও না হলে ওরা আমাকে আগামি কাল মেরে ফেলবে।” ঝিনুকের হাত শক্ত মুঠোর মধ্যে ধরে বলে, “দাও ঝিনুক প্লিজ, না হলে আমাকে অন্য পথ নিতে হবে।” শেষের বাক্যের মধ্যে এক কঠিন ভাব।
ঝিনুকের রক্ত গরম হয়ে যায় পার্থের এই কথা শুনে, শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে জিজ্ঞেস করে, “আমি না দিলে কি করবে?”
পার্থ অশ্লীল ভাবে ওর নরম গালের ওপর জিব দিয়ে চেটে বলে, “আছে আমার কাছে অন্য পথ ঝিনুক।”
ছটফট করে ওঠে ঝিনুক, এতদিন ধরে যাকে ভালোবেসে এসেছে, সে শুধু মাত্র ওর টাকার জন্য ওর সাথে প্রেমের নাটক করে গেছে, সেটা ভাবতেই ওর দুই চোখে আগ্নি অশ্রু তে চিকচিক করে ওঠে। রাগে দুঃখে চাপা গর্জে উত্তর দেয়, “না ঐ টাকা তুমি পাবে না।”
ইতরের মতন হেসে ফেলে পার্থ, “টাকা না পাওয়া পর্যন্ত তুমি যেতে পারছ না।”
ওই হাসি দেখে গা জ্বলে ওঠে ঝিনুকের, চোখ ফেটে জল বেড়িয়ে আসে, “তুমি আমার সাথে এমন করতে পারলে?”
পার্থ হাসে, “টাকা ঝিনুক টাকা, তুমি সুন্দরী তায় আবার বড়লোকের মেয়ে তাই’ত এত প্রেম তোমার সাথে। সত্যি বলছি আমি এখুনি টাকা চাইতাম না, একবার বিয়ে হয়ে যেত, কিন্তু শালা ওই পাওনাদারদের আর ঠেকিয়ে রাখতে পারলাম না, ওদের কালকেই টাকা চাই।”
গানের জোর আওয়াজের ফলে ওদের কথাবার্তা পাশের ঘরের পরেশ আর রিনা শুনতে পায় না। ঝিনুক বুঝতে পারে এতদিন কি ভুল করেছে। আহত সর্পিণীর মতন ফোঁস করে ওঠে, “আমি তোমাকে মেরে ফেলব।” পার্থ ওর দিকে এগিয়ে যেতেই পাশে পরে থাকা একটা মদের বোতল দেয়ালে ভেঙ্গে অর্ধেক টুকরো হাতে নিয়ে পার্থের দিকে উঁচিয়ে বলে, “ইউ সন অফ বিচ, শুয়োরের বাচ্চা, তুই শুধু টাকার জন্য আমার সাথে এতদিন গেম খেলে গেলি?”
হাতে কাঁচের ভাঙ্গা কাঁচের বোতল দেখে ক্ষণিকের জন্যে দমে গিয়েও নিজেকে সামলে নেয় পার্থ, “শুধু কি আর টাকা, তোমার ওই সেক্সি শরীর, নরম গরম পুসি কত কিছু আছে তোমার কাছে।” নিজের মোবাইল দেখিয়ে বলে, “তোমার প্রচুর সেক্সি সেলফি আর ভিডিও আমার মোবাইলে আছে ঝিনুক।” জিব দিয়ে চুকচুক শব্দ করে বলে, “জানো আমার বন্ধুরা কি বলে তোমার ভিডিও দেখে? ওদের ইচ্ছে আমাদের প্রথম রাতের লাইভ দেখা। আমিও বলেছি যে আমি ভিডিও করব...”
কথাটা শুনে ঝিনুকের সারা শরীর আতঙ্কে আর তীব্র ঘৃণায় কেঁপে ওঠে, পার্থের আবদারে কতবার বাথরুমে ঢুকে ব্রা আর প্যান্টি পরে ছবি তুলে পাঠিয়েছে। কতবার বিভিন্ন লাস্যময়ী অঙ্গভঙ্গি করে ভিডিও পাঠিয়েছে। একবার যদি সেই সব ছবি আর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে ওর আত্মহত্যা ছাড়া আর কোন পথ খোলা থাকবে না।
কিন্তু এই ইতর লম্পটের কাছে হেরে যেতে নারাজ ঝিনুক, “কি করবে ওই সেলফি দিয়ে? ইন্টারনেটে দেবে? দাও আমিও পুলিসের কাছে যাবো।” কেঁদে ফেলে ঝিনুক, আর কয়েকদিন পরে সবকিছুই উজাড় করে দিত এই ইতর পার্থের সামনে সেটা বিশ্বাস করতে ভীষণ কষ্ট হয় ওর, “সত্যি তুমি আমার সাথে এমন করতে পারলে?” পার্থ ওর সামনে মোবাইল নাড়িয়ে এগিয়ে আসতেই আহত সাপের মতন ফোঁস করে ওঠে, “একদম আমার দিকে পা বাড়াবি না।” বলে ওর দিকে বোতল উঁচিয়ে ঘর ছেড়ে বেড়িয়ে আসে।
ঝিনুকের ওই রুপ দেখে রিনা আর পরেশের নেশার ঘোর কেটে যায়। পরেশ ঝিনুকের হাত থেকে ভাঙ্গা কাঁচের বোতল ছিনিয়ে নেওয়ার জন্য পা বাড়াতেই ঝিনুক ওর দিকেও বোতল উঁচিয়ে শাসিয়ে দেয়, “এক পা এগোলে আমি ছুঁড়ে মারব এই বোতল।” এক ঝটকায় ওর হৃদয় ভেঙ্গে খানখান হয়ে গেছে। এতদিনের সাজান স্বপ্ন এক ধাক্কায় চুরমার হয়ে গেছে।
পার্থ ওকে বলে, “তুমি যেতে পারছ না ঝিনুক। তুমি এখানে এসেছ সেটা তোমার বাড়ির লোক জানে না। যার নাম করে এসেছ তাকেও হয়ত বলনি তুমি কোথায় এসেছ। টাকা না পাওয়া পর্যন্ত তুমি এখান থেকে বের হতে পারবে না ঝিনুক।” পার্থ মোবাইল খুলে ওর একটা অর্ধ নগ্ন ভিডিও চালিয়ে ওকে দেখিয়ে হেসে বলে, “শুধু মাত্র পনেরো লাখ ঝিনুক, তোমার একাউন্টে বারো লাখ আছে। তোমার বাবাকে ফোন করে দাও, বাকি তিন লাখ না পাওয়া পর্যন্ত তুমি এখানে”
দরজা আটকে পরেশ দাঁড়িয়ে, অন্যদিকে এক পা এক পা করে পার্থ ওর দিকে ক্ষুধার্ত হায়নার মতন লোলুপ দৃষ্টি হেনে এগিয়ে আসে। নিজেকে বাঁচাতে হাতের মধ্যে ধরে থাকা ভাঙ্গা বোতল একমাত্র সম্বল, কোনরকমে জ্যাকেট তুলে নেয় মেঝে থেকে, জুতো পরার কথা ভুলে যায়। পরেশের দিকে বোতল উঁচিয়ে চেঁচিয়ে ওঠে, “দরজা থেকে সরে যা না হলে তোকে খুন করে দেব।”
পরেশ হেসে ফেলে, “ডোন্ট বি সিলি ঝিনুক, বোকার মতন কাজ কর না। জাস্ট পনের লাখ।”
আহত ভগ্ন কাঁপা গলায় পরেশের দিকে দেখে বলে, “তুই ও ওর সাথে মিলে আছিস? তোরা এতদিন আমার সাথে শুধু মাত্র ছল চাতুরি করে গেছিস।” রিনার দিকে তাকিয়ে দেখে ঝিনুক, “তুই ও কি ওদের সাথে?”
রিনা চোয়াল চেপে মাথা নাড়িয়ে বলে, “না রে আমি এইসবের মধ্যে নেই।” পরেশের দিকে এগিয়ে যায়, “ওকে যেতে দাও, না হলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব।” বলেই রিনা দৌড়ে রান্না ঘর থেকে একটা বড় ছুরি নিয়ে এসে পরেশের দিকে উঁচিয়ে ধরে।
আহত বাঘিনী নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা করে, হাতের বোতল পরেশের দিকে ছুঁড়ে মারে, নিজেকে বাঁচাতে পরেশ দরজা ছেড়ে সরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে রিনা, পরেশের দিকে এগিয়ে যায় ছুরি উঁচিয়ে, ঝিনুককে জুতো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যেতে বলে।
মোবাইল হাতে নিয়ে পার্থ ওর দিকে এগিয়ে আসে, “খুব সেক্সি সেলফি গুলো ঝিনুক, ইসসস যে ভাবে তুমি সেদিন লাল প্যান্টির ওপরে আঙ্গুল দিয়ে চেপে ধরে ভিডিওটা দিয়েছিলে সেটা দেখে ত”...
কথাটা শেষ হওয়ার আগেই এক ঝটকায় ওর হাত থেকে মোবাইল কেড়ে নেয় ঝিনুক। জুতো হাতে নিয়ে পার্থের দিকে ঝাপসা চোখে ভগ্ন হৃদয়ে আহত কন্ঠে ফুঁসতে ফুঁসতে বলে, “তোকে আমি দেখে নেব।”
অট্টহাসিতে ফেটে পরে পার্থ, “তোর বিয়ে তাহলে হচ্ছে না। আমি দেখব তোর ফ্যামিলি কি করে মাথা তুলে দাঁড়ায়।”
শেষ বাক্য কানে যেতেই কান্নায় ভেঙ্গে পরে ঝিনুক, কোন রকমে জুতো পরে গায়ে জ্যাকেট জড়িয়ে ফ্লাটের বাইরে দৌড়ে বেড়িয়ে যায়। ওর চোখের জল আর থামতে চায় না, সত্যি মানুষ কত বড় প্রতারক, শুধু মাত্র ওর দেহ আর টাকার জন্য এতদিন ওর সাথে ভালোবাসা প্রেমের নাটক করে গেছে পার্থ। মাথার চুল অবিন্যাস্ত, চোখের জলে ওর সাজ ধুয়ে গেছে অনেক আগেই। ওর দেহে যেখানে যেখানে পার্থ হাত দিয়েছিল সেই জায়গা গুলো জ্বালা করতে শুরু করে দিয়েছে। কোন রকমে একটা টাক্সিতে বসে ভেঙ্গে পরে ঝিনুক। এই মুখ নিয়ে করে বাড়িতে দেখাবে। পার্থের মোবাইল খুলে কারডটা ট্যাক্সির জানালার বাইরে ফেলে দেয়, সেই সাথে মোবাইলটাও রাস্তায় ফেলে দেয়। পাতলা কব্জিতে বাঁধা ঘড়ির দিকে দেখে, রাত প্রায় আটটা বাজতে চলেছে। বড় দের কথা মেনে যদি চলত তাহলে হয়ত আজকে ওর এই দুর্দশা হত না। বাবা মা নিশ্চয় ওর জন্য খুব চিন্তা করছেন। ঠোঁটে চুমু খেয়েছিল ইতর জঘন্য ভাবে, বারেবারে হাতের উলটো পিঠ দিয়ে মুখ মুছে সেই ইতর চুমুর পরশ মুছে দিতে চেষ্টা করে। গালের ওপরে জঘন্য ভাবে জিব বুলিয়ে দিয়েছিল, নখের আচরে সেই চামড়া খামচে দেয় ঝিনুক। পাগল হয়ে যায়, যেখানে যেখানে পার্থ ওকে ছুঁয়েছিল সেই সব জায়গায় নখের আঁচর কেটে চামড়া ছাড়িয়ে দিত চেষ্টা করে। কান্না আর থামে না, বুকের মধ্যে অপার শুন্যতা, এরপর কি করবে কি হবে সেটা ভেবে কোন কূল কিনারা করতে অক্ষম হয়ে যায়। প্রবল ঘৃণা আর দুঃখে কাঁপতে কাঁপতে সিটের মধ্যে কুঁকড়ে বসে থাকে।
ড্রাইভার মনে হয় কয়েক বার কিছু জিজ্ঞেস করেছিল, “ম্যাডাম আপনি ঠিক আছেন ত?”
কান্না ভেজা ক্ষুধ কন্ঠে ঝাঁঝিয়ে ওঠে ড্রাইভারের দিকে, “তুমি গাড়ি চালাও...”
একবারের জন্য মনে হয় যে এই অবস্থায় আর বাড়ি ফিরে যাবে না। ওর সব শেষ, খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার স্বপ্ন শেষ, নিজের বাড়িতে নিজের মতন করে থাকার স্বপ্ন শেষ। পার্থের সাথে ঘর বেঁধে কতকি করবে ভেবে রেখেছিল। এই রাস্তায় কত এক্সিডেন্ট হয়, একবার ভাবে যে এইখানে নেমে পরে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পরে, কোন এক গাড়ি খুব জোরে ওকে ধাক্কা মেরে চলে যাবে, ওর প্রাণহীন দেহ লুটিয়ে পড়বে এই খালি রাস্তার মাঝে। বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়াতেই চোখ বুজে কেঁপে ওঠে ঝিনুকের প্রান।
আগের মতন আবার চারজনে মিলে গল্প গুজব শুরু করে দেয়। পরেশ সিগারেটের মতন কিছু একটা টানছিল সেটা পার্থের দিকে এগিয়ে দেয়, পার্থ সেই সিগারেটে একটা টান মেরে মাথা ঝাঁকিয়ে ঝিনুকের দিকে এগিয়ে দেয়। ঝিনুক বন্ধুদের সাথে মিশে কয়েকবার মজা করে সিগারেট খেয়েছে তবে গাঁজা কোনদিন নেয়নি, তাই মাথা নাড়িয়ে পার্থের কাছ থেকে সেই সিগারেট নেয় না। কিছু পরে পার্থ ঝিনুককে পাশের ঘরে ডেকে নিয়ে যায়। বাকিরা ওদের দিকে তাকিয়ে চোখের ইশারা করতেই কিঞ্চিত লজ্জায় ওর কান গাল লাল হয়ে যায়। ঝিনুক আর পার্থ দুইজনেই এক এক গ্লাস মদ নিয়ে পাশের রুমে ঢুকে যায়।
ঘরে ঢুকেই পার্থ হাতের গ্লাসের পুরো মদটা গলায় ঢেলে বলে, “একটা ইম্পরট্যান্ট কথা আছে।”
ঝিনুক মদের গ্লাসে ছোট এক চুমুক দিয়ে তাকিয়ে প্রশ্ন করে, “কি কথা?”
পার্থ গলার বলে, “আমার এখুনি পনেরো লাখ টাকার দরকার।”
ভুরু কুঁচকে প্রশ্ন করে ঝিনুক, “হটাত এত টাকার দরকার কিসের?”
পার্থের চোখ জোড়া ততক্ষণে জবা ফুলের মতন লাল হয়ে গেছে, অনেক গ্লাস মদের ফল সেটা বুঝতে ঝিনুকের অসুবিধে হয় না। পার্থ ওর দিকে দুই পা এগিয়ে এসে বলে, “ঝিনুক আমি এক জায়গায় ভীষণ ভাবে ফেঁসে গেছি। আগামি কাল পাওনাদার আসবে, কাল দুপুরের মধ্যে যদি পনেরো লাখ টাকা যোগার না করতে পারি তাহলে ওরা খুব মারবে আমাকে। প্লিজ ঝিনুক, আমি জানি তোমার একাউন্টে তোমার বাবা বারো লাখ টাকার মতন দিয়েছে।”
কথাটা শুনে থমকে যায় ঝিনুক, ভালবাসার বশতে বেশ কয়েকদিন আগে ওর একাউন্টের খবর পার্থকে জানিয়েছিল। “তুমি কিসে কি করেছ আর আমি সেই টাকা তোমাকে কেন দেব?”
মত্ত অবস্থায় পার্থ ওকে বলে, “ঝিনুক কয়েকদিন পরেই আমাদের বিয়ে, এর মাঝে আবার তুমি আর আমি কেন?”
ঝিনুকের পার্থের পাশ থেকে সরে দাঁড়িয়ে বলে, “না ওই টাকা আমি তোমাকে দেব না।”
হিসহিস করে ওঠে পার্থ, চোয়াল শক্ত অথচ কন্ঠের স্বর নরম করে বলে, “প্লিজ দাও না হলে ওরা আমাকে আগামি কাল মেরে ফেলবে।” ঝিনুকের হাত শক্ত মুঠোর মধ্যে ধরে বলে, “দাও ঝিনুক প্লিজ, না হলে আমাকে অন্য পথ নিতে হবে।” শেষের বাক্যের মধ্যে এক কঠিন ভাব।
ঝিনুকের রক্ত গরম হয়ে যায় পার্থের এই কথা শুনে, শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে জিজ্ঞেস করে, “আমি না দিলে কি করবে?”
পার্থ অশ্লীল ভাবে ওর নরম গালের ওপর জিব দিয়ে চেটে বলে, “আছে আমার কাছে অন্য পথ ঝিনুক।”
ছটফট করে ওঠে ঝিনুক, এতদিন ধরে যাকে ভালোবেসে এসেছে, সে শুধু মাত্র ওর টাকার জন্য ওর সাথে প্রেমের নাটক করে গেছে, সেটা ভাবতেই ওর দুই চোখে আগ্নি অশ্রু তে চিকচিক করে ওঠে। রাগে দুঃখে চাপা গর্জে উত্তর দেয়, “না ঐ টাকা তুমি পাবে না।”
ইতরের মতন হেসে ফেলে পার্থ, “টাকা না পাওয়া পর্যন্ত তুমি যেতে পারছ না।”
ওই হাসি দেখে গা জ্বলে ওঠে ঝিনুকের, চোখ ফেটে জল বেড়িয়ে আসে, “তুমি আমার সাথে এমন করতে পারলে?”
পার্থ হাসে, “টাকা ঝিনুক টাকা, তুমি সুন্দরী তায় আবার বড়লোকের মেয়ে তাই’ত এত প্রেম তোমার সাথে। সত্যি বলছি আমি এখুনি টাকা চাইতাম না, একবার বিয়ে হয়ে যেত, কিন্তু শালা ওই পাওনাদারদের আর ঠেকিয়ে রাখতে পারলাম না, ওদের কালকেই টাকা চাই।”
গানের জোর আওয়াজের ফলে ওদের কথাবার্তা পাশের ঘরের পরেশ আর রিনা শুনতে পায় না। ঝিনুক বুঝতে পারে এতদিন কি ভুল করেছে। আহত সর্পিণীর মতন ফোঁস করে ওঠে, “আমি তোমাকে মেরে ফেলব।” পার্থ ওর দিকে এগিয়ে যেতেই পাশে পরে থাকা একটা মদের বোতল দেয়ালে ভেঙ্গে অর্ধেক টুকরো হাতে নিয়ে পার্থের দিকে উঁচিয়ে বলে, “ইউ সন অফ বিচ, শুয়োরের বাচ্চা, তুই শুধু টাকার জন্য আমার সাথে এতদিন গেম খেলে গেলি?”
হাতে কাঁচের ভাঙ্গা কাঁচের বোতল দেখে ক্ষণিকের জন্যে দমে গিয়েও নিজেকে সামলে নেয় পার্থ, “শুধু কি আর টাকা, তোমার ওই সেক্সি শরীর, নরম গরম পুসি কত কিছু আছে তোমার কাছে।” নিজের মোবাইল দেখিয়ে বলে, “তোমার প্রচুর সেক্সি সেলফি আর ভিডিও আমার মোবাইলে আছে ঝিনুক।” জিব দিয়ে চুকচুক শব্দ করে বলে, “জানো আমার বন্ধুরা কি বলে তোমার ভিডিও দেখে? ওদের ইচ্ছে আমাদের প্রথম রাতের লাইভ দেখা। আমিও বলেছি যে আমি ভিডিও করব...”
কথাটা শুনে ঝিনুকের সারা শরীর আতঙ্কে আর তীব্র ঘৃণায় কেঁপে ওঠে, পার্থের আবদারে কতবার বাথরুমে ঢুকে ব্রা আর প্যান্টি পরে ছবি তুলে পাঠিয়েছে। কতবার বিভিন্ন লাস্যময়ী অঙ্গভঙ্গি করে ভিডিও পাঠিয়েছে। একবার যদি সেই সব ছবি আর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে ওর আত্মহত্যা ছাড়া আর কোন পথ খোলা থাকবে না।
কিন্তু এই ইতর লম্পটের কাছে হেরে যেতে নারাজ ঝিনুক, “কি করবে ওই সেলফি দিয়ে? ইন্টারনেটে দেবে? দাও আমিও পুলিসের কাছে যাবো।” কেঁদে ফেলে ঝিনুক, আর কয়েকদিন পরে সবকিছুই উজাড় করে দিত এই ইতর পার্থের সামনে সেটা বিশ্বাস করতে ভীষণ কষ্ট হয় ওর, “সত্যি তুমি আমার সাথে এমন করতে পারলে?” পার্থ ওর সামনে মোবাইল নাড়িয়ে এগিয়ে আসতেই আহত সাপের মতন ফোঁস করে ওঠে, “একদম আমার দিকে পা বাড়াবি না।” বলে ওর দিকে বোতল উঁচিয়ে ঘর ছেড়ে বেড়িয়ে আসে।
ঝিনুকের ওই রুপ দেখে রিনা আর পরেশের নেশার ঘোর কেটে যায়। পরেশ ঝিনুকের হাত থেকে ভাঙ্গা কাঁচের বোতল ছিনিয়ে নেওয়ার জন্য পা বাড়াতেই ঝিনুক ওর দিকেও বোতল উঁচিয়ে শাসিয়ে দেয়, “এক পা এগোলে আমি ছুঁড়ে মারব এই বোতল।” এক ঝটকায় ওর হৃদয় ভেঙ্গে খানখান হয়ে গেছে। এতদিনের সাজান স্বপ্ন এক ধাক্কায় চুরমার হয়ে গেছে।
পার্থ ওকে বলে, “তুমি যেতে পারছ না ঝিনুক। তুমি এখানে এসেছ সেটা তোমার বাড়ির লোক জানে না। যার নাম করে এসেছ তাকেও হয়ত বলনি তুমি কোথায় এসেছ। টাকা না পাওয়া পর্যন্ত তুমি এখান থেকে বের হতে পারবে না ঝিনুক।” পার্থ মোবাইল খুলে ওর একটা অর্ধ নগ্ন ভিডিও চালিয়ে ওকে দেখিয়ে হেসে বলে, “শুধু মাত্র পনেরো লাখ ঝিনুক, তোমার একাউন্টে বারো লাখ আছে। তোমার বাবাকে ফোন করে দাও, বাকি তিন লাখ না পাওয়া পর্যন্ত তুমি এখানে”
দরজা আটকে পরেশ দাঁড়িয়ে, অন্যদিকে এক পা এক পা করে পার্থ ওর দিকে ক্ষুধার্ত হায়নার মতন লোলুপ দৃষ্টি হেনে এগিয়ে আসে। নিজেকে বাঁচাতে হাতের মধ্যে ধরে থাকা ভাঙ্গা বোতল একমাত্র সম্বল, কোনরকমে জ্যাকেট তুলে নেয় মেঝে থেকে, জুতো পরার কথা ভুলে যায়। পরেশের দিকে বোতল উঁচিয়ে চেঁচিয়ে ওঠে, “দরজা থেকে সরে যা না হলে তোকে খুন করে দেব।”
পরেশ হেসে ফেলে, “ডোন্ট বি সিলি ঝিনুক, বোকার মতন কাজ কর না। জাস্ট পনের লাখ।”
আহত ভগ্ন কাঁপা গলায় পরেশের দিকে দেখে বলে, “তুই ও ওর সাথে মিলে আছিস? তোরা এতদিন আমার সাথে শুধু মাত্র ছল চাতুরি করে গেছিস।” রিনার দিকে তাকিয়ে দেখে ঝিনুক, “তুই ও কি ওদের সাথে?”
রিনা চোয়াল চেপে মাথা নাড়িয়ে বলে, “না রে আমি এইসবের মধ্যে নেই।” পরেশের দিকে এগিয়ে যায়, “ওকে যেতে দাও, না হলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব।” বলেই রিনা দৌড়ে রান্না ঘর থেকে একটা বড় ছুরি নিয়ে এসে পরেশের দিকে উঁচিয়ে ধরে।
আহত বাঘিনী নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা করে, হাতের বোতল পরেশের দিকে ছুঁড়ে মারে, নিজেকে বাঁচাতে পরেশ দরজা ছেড়ে সরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে রিনা, পরেশের দিকে এগিয়ে যায় ছুরি উঁচিয়ে, ঝিনুককে জুতো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যেতে বলে।
মোবাইল হাতে নিয়ে পার্থ ওর দিকে এগিয়ে আসে, “খুব সেক্সি সেলফি গুলো ঝিনুক, ইসসস যে ভাবে তুমি সেদিন লাল প্যান্টির ওপরে আঙ্গুল দিয়ে চেপে ধরে ভিডিওটা দিয়েছিলে সেটা দেখে ত”...
কথাটা শেষ হওয়ার আগেই এক ঝটকায় ওর হাত থেকে মোবাইল কেড়ে নেয় ঝিনুক। জুতো হাতে নিয়ে পার্থের দিকে ঝাপসা চোখে ভগ্ন হৃদয়ে আহত কন্ঠে ফুঁসতে ফুঁসতে বলে, “তোকে আমি দেখে নেব।”
অট্টহাসিতে ফেটে পরে পার্থ, “তোর বিয়ে তাহলে হচ্ছে না। আমি দেখব তোর ফ্যামিলি কি করে মাথা তুলে দাঁড়ায়।”
শেষ বাক্য কানে যেতেই কান্নায় ভেঙ্গে পরে ঝিনুক, কোন রকমে জুতো পরে গায়ে জ্যাকেট জড়িয়ে ফ্লাটের বাইরে দৌড়ে বেড়িয়ে যায়। ওর চোখের জল আর থামতে চায় না, সত্যি মানুষ কত বড় প্রতারক, শুধু মাত্র ওর দেহ আর টাকার জন্য এতদিন ওর সাথে ভালোবাসা প্রেমের নাটক করে গেছে পার্থ। মাথার চুল অবিন্যাস্ত, চোখের জলে ওর সাজ ধুয়ে গেছে অনেক আগেই। ওর দেহে যেখানে যেখানে পার্থ হাত দিয়েছিল সেই জায়গা গুলো জ্বালা করতে শুরু করে দিয়েছে। কোন রকমে একটা টাক্সিতে বসে ভেঙ্গে পরে ঝিনুক। এই মুখ নিয়ে করে বাড়িতে দেখাবে। পার্থের মোবাইল খুলে কারডটা ট্যাক্সির জানালার বাইরে ফেলে দেয়, সেই সাথে মোবাইলটাও রাস্তায় ফেলে দেয়। পাতলা কব্জিতে বাঁধা ঘড়ির দিকে দেখে, রাত প্রায় আটটা বাজতে চলেছে। বড় দের কথা মেনে যদি চলত তাহলে হয়ত আজকে ওর এই দুর্দশা হত না। বাবা মা নিশ্চয় ওর জন্য খুব চিন্তা করছেন। ঠোঁটে চুমু খেয়েছিল ইতর জঘন্য ভাবে, বারেবারে হাতের উলটো পিঠ দিয়ে মুখ মুছে সেই ইতর চুমুর পরশ মুছে দিতে চেষ্টা করে। গালের ওপরে জঘন্য ভাবে জিব বুলিয়ে দিয়েছিল, নখের আচরে সেই চামড়া খামচে দেয় ঝিনুক। পাগল হয়ে যায়, যেখানে যেখানে পার্থ ওকে ছুঁয়েছিল সেই সব জায়গায় নখের আঁচর কেটে চামড়া ছাড়িয়ে দিত চেষ্টা করে। কান্না আর থামে না, বুকের মধ্যে অপার শুন্যতা, এরপর কি করবে কি হবে সেটা ভেবে কোন কূল কিনারা করতে অক্ষম হয়ে যায়। প্রবল ঘৃণা আর দুঃখে কাঁপতে কাঁপতে সিটের মধ্যে কুঁকড়ে বসে থাকে।
ড্রাইভার মনে হয় কয়েক বার কিছু জিজ্ঞেস করেছিল, “ম্যাডাম আপনি ঠিক আছেন ত?”
কান্না ভেজা ক্ষুধ কন্ঠে ঝাঁঝিয়ে ওঠে ড্রাইভারের দিকে, “তুমি গাড়ি চালাও...”
একবারের জন্য মনে হয় যে এই অবস্থায় আর বাড়ি ফিরে যাবে না। ওর সব শেষ, খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার স্বপ্ন শেষ, নিজের বাড়িতে নিজের মতন করে থাকার স্বপ্ন শেষ। পার্থের সাথে ঘর বেঁধে কতকি করবে ভেবে রেখেছিল। এই রাস্তায় কত এক্সিডেন্ট হয়, একবার ভাবে যে এইখানে নেমে পরে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পরে, কোন এক গাড়ি খুব জোরে ওকে ধাক্কা মেরে চলে যাবে, ওর প্রাণহীন দেহ লুটিয়ে পড়বে এই খালি রাস্তার মাঝে। বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়াতেই চোখ বুজে কেঁপে ওঠে ঝিনুকের প্রান।