13-10-2020, 08:32 PM
(13-10-2020, 01:35 PM)Mr Fantastic Wrote: গপ্পো একদম জাঁকিয়ে বসেছে, শাখা-প্রশাখা বিস্তার করে নিয়েছে
তবে গতিক সুবিধের লাগছে না, পার্থর বদ মতলব আছে, সারা জীবনের জন্য ঝিনুককে সাথে নিয়ে চলার মতিগতি ওর নেই। মাত্র এক বছরের পরিচয়তেই এই সিদ্ধান্ত নেওয়া ঝিনুকের ঠিক হচ্ছে না। চালিয়ে দেখতে হ্যায় আগে কেয়া হোতা হ্যায় !!
জড়িয়ে ধরছি যারে সে আমার নয়, কখন বুঝিনি আমি কে আমার নয় -- গানটা হটাত করেই মনে পরে গেল। বোঝ ঠ্যালা, কেন যে মনে পরল বলতে পারবে কি কানে কানে ????