13-10-2020, 11:28 AM
(13-10-2020, 09:39 AM)pinuram Wrote: ভাইটু, আমি ত নিমিত্ত মাত্র, সেই অতি পুরাতন শ্যামা সঙ্গিতের মতন আমার অবস্থা,
-- সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ি তারা তুমি, তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি ...
চরিত্ররা যেমন ভাবে যে ভাবে সামনে আসে আমি সেই ভাবেই লিখে চলি, কার প্রয়োজন কোথায় অপ্রয়োজন সেটার নির্ধারণ আমি নিজে করি না ভাই। আমার কাজ শুধু লেখার, চরিত্ররা যেমন ভাবে নাচবে গাইবে আমি তেমন ভাবেই লিখব !!!!!!
দুটো পঙ্কতি গল্পের বিষয়ে লিখতে, ভালো লাগত !!!!!!
এইতো.... এটাই বলতে চেয়েছিলাম. কি সহজে আপনি আমার কথার মূল ভাবনা বুঝে গেলেন
. চরিত্র ও তাকে ঘিরে থাকা পরিস্থিতি অনুযায়ী লেখক গল্প এগিয়ে নিয়ে চলে. শুধুমাত্র পাঠকের ইচ্ছাপূরণ করার জন্য অপ্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করার কোনো দরকার নেই. চরিত্র ও তাদের চিন্তা ভাবনা ইচ্ছে মেনেই লেখক নিজের গল্প এগিয়ে নিয়ে চলে. আপনার এই গল্পটা অসাধারণ লাগছে আমার.