13-10-2020, 09:56 AM
(11-10-2020, 11:10 PM)anupama99 Wrote: পিনুরামের গল্প আর পাঁচ তারা না দিয়ে থাকা যায় নাকি, মোটেও নয়। আপনার বেশির ভাগ গল্পে একটা না একটা খুব স্ট্রং নারী চরিত্র থাকবেই, যেমন দ্বিতীয় অঙ্কে দেবস্মিতা আর এই গল্পে আম্বালিকা, এদের কথা পড়ে মনেই হয় না এরা গল্পের মানুষ এরা যেন চোখের সামনে ভাসে। তবে আপনার থ্রেয়াদ পড়ার মজা আলাদা, কারণ কমেন্টের যেমন উত্তর আপনি দেন সেইগুল গল্পের মতন মজাদার হয়। পড়ব এক পড়তে পড়তে অনেক কিছু হয়ে গেল, কাঁদলাম হাসালাম ভালো লাগলো, ভীষণ দারুন লাগলো এক জায়গায় বাবা মায়ের ফটো দেখানর আগে যখন আম্বালিকা রিশুকে কেঁদে বলে, বল একবার শুধু আমাকে মা বল, সত্যি বলছি লাইনটা পড়ার পরে চুপ করে বসেছিলাম কিছুক্ষন, এই রকম গল্প লেখা শুধু মাত্র পিনুরামের পক্ষেই সম্ভব।
জাহাপনা তুসসি গ্রেট হো তোফা কবুল কর। (মোবাইলে এই কয়টা লাইন লিখতে গিয়ে অনেক অসুবিধে হএছে)
নারীরাই এই জীবনের স্রোত তাই মাঝে মাঝে থাকে। ধন্যবাদ দাদা, সাথে থাকবেন (এই জন্য দাদা বললাম আজকাল নামের পেছনে কে আছে সেটা জানার উপায় নেই)