12-10-2020, 09:31 PM
গল্পটার নাম "মৌ কথা কও" আর এই গল্পের লেখক হলেন "রৌনক" । এখানে সর্বভূক দাদা কেনো যে গল্পটাকে অন্য গল্প হিসাবে চালিয়ে দেবার চেস্টা চালিয়ে গেলেন সেটা কিছুতেই বুঝতে পারলাম না। ওনি গল্পটা নিজের লেখা বলেও সরাসরি বলেননি আবার আকার ইঙ্গিতে সেটা বুঝাতেও ছাড়েননি। যারা কালেক্টর আছেন, তাদের উচিৎ গল্পটা যখন কালেক্ট করবেন তখন যেনো মূল লেখকের নাম সহ কালেক্ট করেন। আর সেই গল্পটি শেয়ার করার সময় মূল লেখকের নাম যেনো অবশ্যই গল্পের নামের সাথে জুড়ে দেন। এতে করে নিজের সম্মানের হানী হবে না। বরং নিজেকে আরো বেশী উদার হিসাবে পাঠকদের কাছে তুলে ধরতে পারবেন।
মূল লেখক রৌনকদা'কে গল্পটির জন্য অনেক অনেক ধন্যবাদ !
মূল লেখক রৌনকদা'কে গল্পটির জন্য অনেক অনেক ধন্যবাদ !