Thread Rating:
  • 17 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery সিরিজা by Lekhak
#63

সিরিজার এমন উক্তিতে অবাক হয়ে গেল দিবাকর। ও কি পুরো ব্যাপারটা তার মানে ঘেঁটে দিতে চাইছে? রজতকে আরো ভালো করে ফ্যাঁসাদে জড়াবে বলে? এমন আচরণ সন্দেহজনক। কি করতে চাইছে ও?

এত করে ওকে বোঝালো দিবাকর, তাতেও সিরিজার মন টলল না। বেশ বিরক্ত হলো, সেই সাথে বেশ ভয়ও পেল দিবাকর। কিন্তু সিরিজা এবার একটা দারুন কথা বলে দিবাকরকে সব সন্দেহ থেকে মুক্তি দিয়ে দিল। বললো, "আমি তোমার বন্ধু কে ভুল বুঝেছিলাম। ও আগে হয়তো খারাপ ছিল, এখন নেই। আমাকে পেয়ে পুরো পাল্টে গেছে ও। বউটা ওর ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে জানি। রজতকে সুখে থাকতে ও দেবে না। আমিও দেখব এই জল কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায়। আমি রজতকে ছাড়ব না। ওর বউকে আরো জ্বালিয়ে মারবো। আফসোস করবে ওর বউ। দেখবে তখন ওর কি অবস্থা হয়।"

একেবারে মনের কথা বলে দিয়েছে সিরিজা। দিবাকর এত খুশি বোধহয় জীবনে হয় নি। শুধু মাথা গরম না করে সিরিজাকে এখন রজতের সাথে প্রেম পর্বটা চালাতে হবে নির্বিঘ্নে। এমন ভাবে কাজটা করতে হবে, যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। রাগের বশে মাথা গরম করে ওর বউকে কিছু বলেদিলে সেটা বোকামোর মত কাজ হয়ে যাবে।

দিবাকর তবু বললো, "তুমি রজতকে না ছাড়লে ওর বউ এর শক্তি নেই, তোমাদের দুজনকে আলাদা করবার। শুধু একটাই অনুরোধ, তুমি এর মধ্যে নিজেকে জড়িও না। আমি দেখছি ব্যাপারটা।"

সিরিজা দিবাকরকে গুরুত্ব না দিয়ে বললো, "তুমি পারবে না। এটা আমিই পারবো। মেয়ে হয়ে মেযেকে কেমন জব্দ করতে হয় আমরা ভালোই জানি। আমি একবার ওঘরে যাই। তারপর দেখবে, বাপ মেয়ে দুজনেই একেবারে চুপ হয়ে যাবে।"

 -- "ঠিক আছে, ঠিক আছে, তুমি অত উতলা হয়ো না। শান্ত হয়ে বস। আমি ওদেরকে সামলে নিচ্ছি।"

কোনরকমে সিরিজাকে শান্ত করে দিবাকর ঘর থেকে বেরিয়ে এল। সিরিজা কিন্তু ওর কথা কর্ণপাতও করলো না। দিবাকরের কথা না শুনেই ও যে সাথে সাথে বসার ঘরে চলে আসবে সেটা দিবাকরের কল্পনার বাইরে ছিল। ব্যাপারটা ঘটল একেবারে সঙ্গে সঙ্গেই। সিরিজা যা করলো এককথায় অভাবনীয়। দিবাকর চিন্তাও করতে পারবে না কোনদিন।

দিবাকর বসার ঘরে ঢুকতেই শ্বশুড়মশাই বললেন, "কি, বউ এর ঘুম ভেঙে গেল, তোমাকে ডাকছিল?"

দিবাকর কিছু বলার আগেই সিরিজাও পেছন পেছন এসে বলে উঠলো, "হ্যাঁ, ডাকছিলাম। আমার ঘুম তো ভাঙিয়ে দিলেন আপনারাই।"

চমকে উঠলো দিবাকর। ঘাড় ঘুরিয়ে দেখলো, সিরিজা বসার ঘরে চলে এসেছে। ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে।

চোখের দৃষ্টিটা সোজা রজতের বউ আর শ্বশুড়মশাইয়ের দিকে। দিবাকরকে গ্রাহ্য করছে না। যেন হঠাৎ একটা কান্ড ঘটাবে বলে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। দেখে মনে হবে গলা মিলিয়ে ঝগড়া করবে বলে ঢুকেছে ঘরে।

আচমকা সিরিজা ওভাবে ঘরে ঢোকাতে দিবাকরও ভেবে পাচ্ছে না কি করবে। তার উপর রজতের বউ আর ওর বাবাকেও অবাক করে দিয়েছে।

হাঁ করে সিরিজাকে দেখছে রজতের বউ আর শ্বশুড়। এ মেয়েটা দিবাকরের বউ? দেখে যেন আদৌ বিশ্বাস করা যাচ্ছে না। বিশ্বাস করতে পারছে না ওরা দুজনে। বাপ মেয়ে দুজনের মুখ দিয়েই কথা বেরোচ্ছে না ক্ষণিকের জন্য। শ্বশুড় ভাবছে এ মেয়ে তো রূপের আগুনে হারিয়ে দেবে ওর মেয়েকেও। আর মেয়ে ভাবছে দিবাকরের স্ত্রী হিসেবে ওর অকস্মাত প্রবেশ ঘটল বসার ঘরে। কিন্তু এ মেয়েকে কোথাও যেন ও দেখেছে। ওর খুব চেনা চেনা লাগছে। ঠিক মনে করতে পারছে না।

 -- "বসো না। তুমি দাঁড়িয়ে আছ কেন? দিবাকর ব্যাপারটা সামলে দেওয়ার জন্য সিরিজাকে বললো। কায়দা করে ওদেরও মন রাখার জন্য বুদ্ধি করে বললো, "আসলে আমিই ওকে আসতে বললাম। ওকে বললাম - আপনারা ঘরে বসে আছেন। অনেক তো ঘুমোলে। এবার একটু এঘরে এসো।"

সিরিজা একটু ঝাঁঝালো ভাবেই ওদেরকে শুনিয়ে দিবাকরকে বললো, "তুমি না বললেও আমি আসতাম। তোমার বন্ধুর স্ত্রী আর শ্বশুড়মশাই বলে কথা। না এসে থাকতে পারি? আমার তো ঘুমোতেই ইচ্ছে করছিল না।"

দিবাকর বুঝলো বেশ বড়সড় একটা যুদ্ধ বাধতে চলেছে। আর রজতকে চেষ্টা করেও বাঁচানো যাবে না। কোনো রাস্তা নেই।

কি দরকার ছিলো গায়ে পড়ে এসে ঝগড়া শুরু করার? দিবাকর ব্যাপারটা সামলে দিচ্ছিল। সহ্য হলো না? এখন কি হবে?

পরিস্থিতিটা হালকা করার জন্য দিবাকর বললো, "আসলে ওর আর আমি এখানে এসেই সব ঝ্যামেলা পাকালাম। সকাল বেলা এসে রজতকে আপনিও রাজী করীতে পারলেন না। আর এখনও তাই। বিঘ্ন ঘটানোর মূলে আমরাই।"

রজতের বউটা তখনও সিরিজাকে দেখে যাচ্ছিলো। সিরিজার শরীর যেন ভালোবাসার শরীর। প্রেমের জোয়ার আনার মতন চেহারা মেয়েটির। কপাল ভালো মেয়েটি দিবাকরের বউ। না হলে রজত নিশ্চয়ই যেন নিজের স্বামীকে ওর থেকে ভালো আর কেউ চেনে না।

সিরিজা একদম ওদের সামনে গিয়েই বসল, যে জায়গাটায় দিবাকর বসেছিল। দিবাকর দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবতে লাগলো - মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কপালে এবার বেজায় দূঃখ আছে। ও মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলো। এরপরে কি হয় সেই ভেবে ভীষন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো। ভয়ের চোটে ওর চোখ দুটো একেবারে কাতুমুতো হয়ে গেল।

রজতের বউ সিরিজাকে বললো, "তোমার নামটা তো খুব অদ্ভুত। সিরিজা এমন নাম শুনিনি আগে। তবে তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। ঠিক মনে করতে পারছি না। কোথাও যেন দেখেছি।"

 - "আমি তো আপনাকে দেখিনি। এই প্রথম দেখছি। তবে আপনার কথা শুনেছি।"

 -- "কে বললো?"

 - "কে আবার? এই যে এখানে দাঁড়িয়ে আছে, (দিবাকরকে উদ্দশ্য করে ) ইনি।"

 -- "তোমাদের বিয়ে কবে হয়েছে?"

 - "আপনাদের বিয়ের অনেক আগে।"

 -- "আমি তো ভেবেছি, তোমাদের সদ্য বিয়ে হয়েছে বোধহয়।"

 - "না না, সদ্য কেন হবে? অনেকদিন হয়ে গেছে। এখন আমারও ওকে আর ভালো লাগছে না। তাই ভাবছি....."

দিবাকরের চোখ কপালে উঠে গেছে। শ্বশুড় মশাই গোল গোল চোখ করে সিরিজাকে দেখছে। বউটা ভাবছে এ আবার কি কথা?

রজতের বউ বললো, "ভালো লাগছে না সেকী? তোমার বর তো খুব ভালো।"

মুখটা একটু বেঁকিয়ে সিরিজা বললো, "ভালো তো আমিও জানতাম, কিন্তু এখন শুনছি বাবু রেশমী নামে কোন মেয়েকে নাকি ভালোবাসতেন।"

 -- "তাতে কী?"

 - "তাকে বিয়ে করলেই তো পারত। আমাকে কেন?"

দিবাকরের মতো সিরিজাও রেশমীকে ভুলতে পারছে না। কথাটা শুনে দিবাকরও অবাক হলো। সিরিজা এবার কি শুরু করেছে?

 -- "বিয়ের আগে হলে ওসব কোনো ব্যাপার নয়। বিয়ের পরে হলেই মুশকিল।"

 - "আমিও তো সেই কথাই বলছি। উনি তো এখনও রেশমিকে ভুলতে পারছেন না। খালি থেকে থেকে রেশমীর কথা স্মরণ করছেন।"

রজতের বউটা এবার দিবাকরকে একটু বকাঝকা দিল। - "দিবাকর বাবু এটা আপনার ঠিক নয়। এত সুন্দর বউ থাকতে আপনি আবার রেশমী কেন? আপনারা সব ব্যাটাছেলে গুলোই একরকম। রজতের সাথে আপনার তাহলে পার্থক্য রইলো কি?"

শ্বশুড় মশাই তখন কোনো কথা বলছিলেন না। ঘাড় নেড়ে মেয়ের কথায় সায় দিচ্ছিলেন।

দিবাকর কিছু বলার আগেই সিরিজা বলে উঠলো, "ভাবছি এবার আমিও কারুর সাথে প্রেম করবো।"

মাথাটা তো খারাপ হয়েই গেছে, এবার ওরা থাকতে থাকতে এ ফ্ল্যাট ছেড়ে পলায়ন করা ছাড়া আর কোনো রাস্তা নেই দিবাকরের। তারপর রজত যা পারে করুক। ওর দ্বারা আর কিছু করা সম্ভব নয়। ভেবেই পাচ্ছিল না, সিরিজা আসলে করতে কি চাইছে?

আড়চোখে সিরিজাকে দেখতে লাগলো। ওর আবার যখন তখন শাড়ীর আঁচল খসে বুক বেরিয়ে পড়ে। শ্বশুড় মশাই আর বউ এর সামনে বুক বেরিয়ে পড়লেই মুশকিল।

 -- "না না অমন কথা বোলো না। তোমার স্বামী এমনি এমনি বলেছে। উনি অতটা খারাপ নন।"

 - "আপনি কি করে বুঝলেন? আপনি কি ঘর করেছেন আমার স্বামীর সাথে?"

 -- "ঘর নাই বা করলাম। মানুষ চিনতে আমার ভুল হয় না। উনি খুব ভালো। তোমার সাথে মজা করছেন।"

 - "কিন্তু আমি যে সত্যি সত্যিই একজনকে ভালোবেসে ফেলেছি।"

 -- "মানে?"

 - "বেসেছি একজনকে। আপনাকে বলা যাবে না।"

সিরিজার স্পর্ধা দেখে দিবাকরও অবাক হয়ে যাচ্ছিলো। গ্রামের মেয়ে হলে কি হবে। রজতের বউ কে একেবারে ঘোল খাইয়ে দিচ্ছে। সামনে যে ওর বাপও বসে আছে, তাকেও ভ্রূক্ষেপ করছে না। ঘুরে ফিরে আসল জায়গায় ফিরে এসেছে। এবার যদি প্রেমিক হিসেবে রজতের নামটা বলে দেয় কি হবে? কেলেঙ্কারী হয়ে যাবে। ওকে বাধা দিয়ে দিবাকর বললো, "কি যা তা বলছো?"

সিরিজা অনায়াসে বললো, "আমি ঠিকই বলছি।"

রজতের বউ এর মুখটা এবার খুব গম্ভীর হয়ে গেল। ও বুঝেই উঠতে পারলো না। এ আবার কার প্রেমে পড়লো? রজত নয় তো?

এক কথাতেই কুপোকাত। যেন সমস্ত তর্জন গর্জন শেষ। রজতের বউ এর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। মাথা নীচু করে ফেলেছে। অপ্রস্তুতে পড়ে গেছে শ্বশুড় মশাইও। দিবাকর দাঁড়িয়ে আছে গোবেচারার মতন। আর সিরিজা মুচকী মুচকী হাসছে। যেন সব বাজীমাত করে দিয়েছে ও একাই।

রজতের বউ বাপকে বললো, "বাবা চলো, আমার আর ভালো লাগছে না।"

 - "সেকী আপনারা বসবেন না?" দিবাকর তখন প্রশ্ন করছে।

 -- "বসার আর বিন্দুমাত্র ইচ্ছে নেই।"

 -- "তা কি করে হয়? তোর জন্যই তো এখানে এলুম। নইলে আমার তো আসার কথা ছিল কাল সকালে। এখন হঠাৎ চলে যাবি বলছিস কেন?" রজতের শ্বশুড় মশাইও তখন প্রশ্ন করছে মেয়েকে।

 -- "এমনি। আমার আর ভালো লাগছে না তাই।"

 -- "এমনি মানে? রজতকে এখানে ডেকে পাঠানো হলো। ওতো এখানে এসে আমাদের দেখতে না পেলে চটে যাবে। খামোকা এলি কেন তুই?"

সিরিজা কোনো জবাব দিচ্ছে না। দিবাকর বললো, "হ্যাঁ হ্যাঁ। বসুন। রজত আসছে। আপনার দরকারী কাজটাও তো হয়ে যাবে।"

বউ যেন হঠাৎ সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। এখন ওর দরকারী কাজটা মাথা থেকে উবে গেছে। সিরিজার মুখের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। কিন্তু সিরিজা খুবই স্বাভাবিক। দিবাকরের মতন চোখে মুখে বিচলিত হওয়ার কোনো লক্ষণ নেই। ভাবখানা এমন ওর বউটা এখন গেলে বাঁচা যায়।

রীতার বাবা ভূরু কুঁচকে বললেন, "তোর শাড়ীটাড়ী গুলোর কি হবে। আমাকে যে বললি তোর শাড়ী ছাড়া অসুবিধে হচ্ছে। এখন তাহলে কি হবে?"

 -- "কেন ও বাড়ীতে কি আমার পরার কোনো শাড়ী নেই? না হয় আরেকদিন আসবো। তাতে কি আছে?"

রজতের বউ এর এমন সিদ্ধান্ত বদল করার ব্যাপারটা দেখে দিবাকরের কেমন সন্দেহ হলো। ও ধরেই নিল রজতের বউ কিছুটা না হলেও আঁচ করতে পেরেছে ব্যাপারটা। এবার ও অন্যরকম বুদ্ধি খাটাচ্ছে। সিরিজা যে কি করলো। এর খেসারত এখন রজতকে দিতে হবে।

 - "আমি বলছিলাম কি, একটু বসলে ভালো হতো না? রজত তো এক্ষুনি এসেই পড়বে। আপনাদের দেখতে না পেলে তখন আমার ওপর রাগারাগি করবে। তাই বলছিলাম।"

 -- "রাগারাগি কেন করবে? বলবেন আমি বসে থেকে চলে গেছি। আজ হুট করে চলে এসেছি। এরপরে যখন আসবো তখন ওকে জানিয়েই আসবো। আর তখন তো আপনি আর আপনার স্ত্রী কেউই থাকবেন না। তাই আজকের মতন ঝ্যামেলাও আপনাকে পোয়াতে হবে না। আর আপনার স্ত্রীকেও ঘুম থেকে জেগে উঠতে হবে না। যা ঝ্যামেলা পোয়ানোর রজতই পোয়াবে।"

দিবাকর দেখলো বাপ মেয়ে দুজনেই সোফা ছেড়ে উঠে পড়েছে। আর ওদের আটকানো যাবে না।

রজতের স্ত্রী রীতা সিরিজাকে বললো, "চলি ভাই, তোমাকে মনে থাকবে। আশাকরি আবার দেখা হবে।"

ঝড়ের মতন বাপ মেয়ে দুজনে এল। আবার চলেও গেল। দিবাকরের সব প্রচেষ্টাতে জল ঢেলে দিল সিরিজা। এখন কি হবে? বদমায়েশী অভিসন্ধি মনে মনে যদি পোষণ করে থাকে রজতের বউ তাহলে তো জ্বালিয়ে মারবে রজতকে। নিশ্চিন্তে সিরিজা কে নিয়ে সঙ্গম বিহার কি সুখের হবে তখন? দিবাকরের যেন আফসোস যাচ্ছিলো না কিছুতেই। রাগের চোটে সিরিজাকে বলেই দিল, "দেখলে তো? এই জন্যই তোমাকে বলছিলাম, এ ঘরে এসো না। এখন সব দিলে তো গন্ডগোল করে। রজত এসে তোমাকেই বকাঝকা করবে।"

সিরিজা হাসছিল। শ্বশুড়মশাই আর রজতের বউ দুজনেই তখন প্রস্থান করেছে। যেন কিছুই হয়নি এমন ভাব করে দিবাকরকে বললো, "ওর বউ বলছিল না রজতকে ডিভোর্স দেবে না। ভালোই তো। রজতকে জব্দ করতে গিয়ে এখন আমাদের প্রেম দেখে নিজেই জব্দ হবে। তোমার বন্ধুকে ডিভোর্স না দিয়ে ও থাকতে পারবে না। রজতও তখন ঝ্যামেলা থেকে মুক্তি পাবে।

তাজ্জব হয়ে যাচ্ছিলো দিবাকর। অবাক গলায় বললো, "কি বলছো তুমি? তুমি ওর বউকে দেখিয়ে দেখিয়ে রজতের সাথে প্রেম করবে?"

 - "তাই যদি বলো তাহলে তাই। আচ্ছা তুমি এত ভয় পাও কেন দিবাকরদা? রজত কিন্তু এরকম নয়।"

 -- "আমি জানি ও খুব ডেসপারেট। কিন্তু বউ এর ঝ্যামেলা আর কে পোয়াতে চায় বল। দেখলে না তোমাকে কেমন আমার বাসায় পাঠাতে চাইছিল রাত্রিরে। ভুলে গেলে?"

 - "এবার থেকে সে সাহসটা আমি জোগাবো। আমি পাশে থাকলে ও আর ভয়ই পাবে না।"

অবাক হয়ে দিবাকর বোকার মতন তাকিয়ে রইলো সিরিজার দিকে। ওকে আর মাথা খারাপ করতে না বলে সিরিজা বললো, "এবার তাড়াতাড়ি তুমি চানে ঢোকো তো। আমাদের এবার বেরোতে হবে না? ওতো এসে পড়লো বলে। বউও নেই শ্বশুড়ও নেই। আমাদের বেড়ানোটা এখন খুব মজার হবে।"

তবু যাচ্ছে না দেখে সিরিজা নিজেই বাথরুম থেকে তোয়ালেটা নিয়ে এসে দিবাকরের হাতে ধরিয়ে দিল। বললো, "কি হলো, যাও। তুমি বেরোলে তারপর আমাকে চানে যেতে হবে না? দেরী করছো কেন? যাও।"

ঠিক ঐ মূহূর্তে তোয়ালেটা হাতে নিয়েও চানে যেতে ইচ্ছে করছিল না দিবাকরের। ওর যেন রজতকে এখন ফেস করতেই কেমন ভয় করছে। চুলোয় যাক রজত। সিরিজা যখন কথা শোনেনি, তখন রজতকে ফেস করতে হলে ওই করবে। ওর এখন এখানে থাকাটাই গোলমেলে ঠেকছে। দুজনের মাঝখানে আবার ফেউ হয়ে বেড়াতে যাবারও দরকার কি? যেতে হলে ওরা দুজন যাক। দিবাকরের তো যাবার কোনো প্রশ্ন নেই। সিরিজা ঠিক ওকে ম্যানেজ করে নেবে। ও বললো, "সিরিজা আমি বরং এখন যাই। রজতকে যা বলার তুমিই বলে দিও। আমি বরং পরে একদিন আসবো।"

 - "সেকী, তুমিও চলে যাবে?"

 -- "আমাকে যেতে দাও সিরিজা। আমি আমার কাজ করে দিয়েছি। বাকীটা তুমি সামলিও।"

 - "চান করবে না দিবাকর দা?"

 -- "না আর একদিন।"

চলে গেল দিবাকর। সিরিজা এখন ফ্ল্যাটে একা। আবার যদি সিরিজাকে পেয়ে রজতের কামনাবাসনাটা মাথা চাড়া দেয় অবাক হওয়ার কিছু নেই। হাজার হোক সিরিজাই ওর সবকিছু। কিন্তু বুলডোজার চালানোর মতন, নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার মতন চুমুটা আগের মতই কি তীব্র হবে? ঘাড়ের কাছে রজতের বউ নিঃশ্বাস ফেললে তখন যে চুমু আরামদায়ক হবে না। সেদিকে খেয়াল আছে সিরিজার? ও তো বলেই খালাস হলো। এখন কি হবে?

সিরিজা একা একা বসে আপন মনে কি যেন ভাবতে লাগলো। যার শরীর ছুঁয়ে রজত ধন্য হয়ে গেছে, তাকে বুঝিয়ে দিতে ওর এত কষ্ট হবে? সিরিজা যেন হালকা মনেই ভাবতে লাগলো কথাটা। দিবাকর কেন যে ভয়ে ভয়ে চলে গেল সেটাই ওর কাছে অবাক লাগছিল।

[+] 3 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
সিরিজা by Lekhak - by Mr Fantastic - 03-10-2020, 07:04 PM
RE: সিরিজা by Lekhak - by Kalobonduk - 03-10-2020, 07:11 PM
RE: সিরিজা by Lekhak - by Kolir kesto - 03-10-2020, 09:28 PM
RE: সিরিজা by Lekhak - by sohom00 - 04-10-2020, 10:02 AM
RE: সিরিজা by Lekhak - by nightangle - 04-10-2020, 12:47 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 06-10-2020, 08:36 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 07-10-2020, 07:47 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 07-10-2020, 03:53 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 08-10-2020, 07:13 PM
RE: সিরিজা by Lekhak - by Mr Fantastic - 12-10-2020, 08:38 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 16-10-2020, 02:28 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 25-10-2020, 02:58 PM
RE: সিরিজা by Lekhak - by pagolsona - 30-10-2020, 11:36 AM
RE: সিরিজা by Lekhak - by raja05 - 18-06-2021, 04:24 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:04 PM
RE: সিরিজা by Lekhak - by Fokir_sadhU - 09-10-2022, 01:52 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:03 PM
RE: সিরিজা by Lekhak - by Arpon Saha - 09-10-2022, 02:56 AM



Users browsing this thread: 28 Guest(s)