Thread Rating:
  • 17 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery সিরিজা by Lekhak
#54
                                   ।। ষোলো ।।


দিবাকরের মনে হচ্ছিল এই মূহূর্তে রজতের ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে গেলেই বোধহয় ভালো হতো। যা জোর ধাক্কা দিয়েছে সিরিজা। এরপরে এখানে থাকার কোনো মানে হয় না। কি ভুল করেছিলো কাল নেশার ঘোরে রজতের ঘরে উঁকি মেরে। সব রিয়াকশন্ কালকের ঐ উজবুকের মতন কাজ করা থেকেই হচ্ছে। খারাপ কাজ করে কারুর কাছে জোর করে ভালো হওয়া যায় না। এটা ওর আগে বোঝা উচিত ছিল। মেয়েমানুষ বস্তুটাই এমনি। সব মারামারি কাটাকাটি ঐ নারীদেহর জন্য। রজত যেভাবে সিরিজাকে নিয়ে ক্ষেপেছে শেষ পর্যন্ত দিবাকরের সাথেই ওর জন্য না হাতাহাতি করে বসে, আশ্চর্যের তাহলে আর কিছু থাকবে না।

মনটা বেশ খারাপ হয়ে ওর তখন কথা বলার ইচ্ছাটাই চলেগেছে। ইতিমধ্যে সিরিজা কখন ওর পাশে এসে বসেছে ও খেয়ালই করেনি।

 - "দিবাকরদা, একটু তাকান আমার দিকে।"

দিবাকর মনে মনে ভাবছে এবার যদি আবার নাটক শুরু করে সিরিজা, সোজা সোফা ছেড়ে উঠে সটান বাড়ীর দিকে রওনা দেবে। সিরিজার মায়াজালে জড়িয়ে পড়তে আর ও রাজী নয়। অনেক হয়েছে!

এবার এটার শেষ হওয়া দরকার। আজকের রাত্রিরটা শুধু বন্ধুর উপকার করবে। তারপর কাল থেকে ওর ছুটি। রজত আর সিরিজার ব্যাপারে মাথাও ঘামাবে না আর পাও মারাবে না এদিকে। সে রজত যতই ওকে কাকুতি মিনতি করুক। সিরিজাকে নিয়ে ঝ্যামেলা পোয়ানোর দায়িত্ব রজতের। ওটা দিবাকরের নয়।

 - "আমি একটা কথা বলতে চাই দিবাকরদা। একটু শুনবেন আমার কথা?"

কথা শোনা মানেই তো আবার নতুন করে ফ্যাসাদে পড়া। মনটা বেশ বিষিয়ে গেছে। দিবাকর সিরিজার দিকে তাকাচ্ছিলোও না কথাও বসছিল না।

সিরিজা শুধু বলতে চেষ্টা করলো, "রজত আর আপনার....."

দিবাকর সঙ্গে সঙ্গে ওকে থামিয়ে দিয়ে বললো, "ছাড়ো না এই প্রসঙ্গটা। আমি আর কথা বলতে চাই না।"

অবুঝ মন সিরিজাকে বুঝতেও চাইছে না। ওর কথা শুনতেও চাইছে না। তেতো হয়ে গেছে পরিস্থিতিটা। এখন সিরিজা যতই মিষ্টি কথা বলুক, ওর তাতে মন ভরবে না। কিন্তু নারী হচ্ছে এমনই এক বস্তু। যাকে বোঝার সাধ্য কার। ক্ষণিক আচরণেই সিরিজাকে বুঝে যাবে দিবাকর, এমন ভাগ্য করে ও বোধহয় জন্মায় নি। কিন্তু সেই মূহূর্তে স্বয়ং ভাগ্যদেবতা বা ভাগ্যদেবী বোধহয় ওর ওপর প্রসন্ন হলেন।

সিরিজা পাশে বসেই ওর গালটা দুহাতে ধরে নিজের দিকে ঘুরিয়ে চকাম করে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে একটা চুমু খেয়ে বসলো। চুমুটা এমনই আচমকা, যে দিবাকর সিরিজার হঠাৎ এই আচরণে মাথামুন্ডু কিছুই বুঝে পেলো না। ওর এতে কোনো ঝাঁকুনি এলো না। বরং মনে মনে ভাবলো, "আমি খেতে চাইলেই আপত্তি। আর নিজে যখন মনে করছে, গাল ধরে একেবারে সজোরে চুমু খাচ্ছে। কি ভেবেছে কি মেয়েটা? আমার কি কোনো মান ইজ্জত নেই? না এটা আবার নতুন কোনো খেলা শুরু হলো?"

সিরিজা ওকে অবাক করে আবার ওর ঠোঁটে চুমু খেতে যাচ্ছিলো। দিবাকর কিন্তু এবার ওর ঠোঁটটা সরিয়ে নিলো।

হঠাৎ এমন আচরণ অবাক করে দেওয়ার মতনই। তবুও সিরিজার অত সুন্দর চুমুটা দিবাকরের মনে কোনো প্রভাব ফেললো না। বেশ বিরক্তি স্বরেই ও বলে উঠলো, "এটা কি হচ্ছে সিরিজা? তুমি হঠাৎ চুমু খেলে আমাকে? ব্যাপারটা বোধগম্য হলো না আমার কাছে।"

 - "বারে, আপনিই তো চুমু খেতে চাইলেন?"

 -- "সেটার মধ্যে তো তোমার শর্ত ছিলো। তাহলে এখন কেন? হঠাৎ এভাবে?"

 - "কি শর্ত?"

 -- "সব জেনেও এমন ভাব করছো যেন কিছুই জানো না। তুমিই তো বললে রজতের সামনে তোমাকে চুমু খেতে হবে। তাহলে এখন কেন?"

 - "আপনি তো সে শর্ত পূরণ করতে রাজী নন।"

 -- "কখনই সেটা সম্ভব নয়। তোমাকে তো বলেই দিলাম। রজতের সাথে আমি কোনো ঝামেলা পাকাতে রাজী নই।"

দিবাকরকে এবার পুরো হতবাক করে দিয়ে সিরিজা বললো, "আপনাকে পরীক্ষা করছিলাম। দেখছিলাম আপনি কতটা মন থেকে তৈরী আছেন।"

 -- "মানে?"

 - "মানে হলো, আপনি আমার কাছে একটা প্রস্তাব রেখেছিলেন, আমি আপনার প্রস্তাবে সাড়া দিয়েছি। আর আমি একটা অনুরোধ রেখেছিলাম, সেটা আপনি মানেননি। এখন মানা না মানাটা আপনার ব্যাপার। আমাকে তো আর কিছু বলতে পারবেন না। আমি আমার কাজ করে দিয়েছি।"

দিবাকর পুরো আকাশ থেকে পড়লো। ওর মনে হলো এই মেয়েকে বুঝতে বোধহয় ওর জন্ম জন্ম লেগে যাবে। এক জন্ম কেন, দশ জন্মেও এ নারীকে বোঝা খুব কঠিন। দিবাকর তুলনায় অনেক শিশু। সিরিজা অনেক পোড় খাওয়া নারী। রজতের কপালে বেশ ভালোই রেখা লেখা ছিল। নইলে এমন.....

দিবাকরের খুব কাছে ঘেঁসে আবার ওর গালটা ধরে সিরিজা শুধু বলে উঠলো, "আপনাকে শুধু একটা অনুরোধ। যদি কোনোদিন আমার শর্তটা মানতে নাও পারেন। আমার এই চুমু খাওয়াটা রজতের কাছে কোনো্দিন গল্প করবেন না। ভুলেও না। আমি শুধু এটা আপনার মন রাখার জন্য করেছি। আর কিছুই নয়।"

দিবাকরকে ছেড়ে দিয়ে সিরিজা উঠে চলে গেলো। যাবার আগে বললো, "ও আসার টাইম হতে চললো। আমি বরং আপনার জন্য আর এক চাপ কা করে আনি। তারপর স্নানটা সেরে নেবেন। আমিও করবো। আমাদের নিয়ে কোথায় যেন ও যাবে বলছিলো। আসার আগে তৈরী হতে হবে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি।"

ঐটুকু সময়ের মধ্যে দিবাকরের মনে অনেকগুলো চিন্তাধারা একসাথে ঘুরপাক খেতে লাগলো। কয়েকটা বেশ বড়সড় প্রশ্নচিহ্নও রেখে দিলো ওর মনে। সিরিজা যা করে গেল আর যা বলে গেল এটাকে নিয়ে ভাবার যথেষ্ট কারণ আছে। এর মধ্যে কোনটা যে আসল সত্যি সেটাই এখন বিচার্য বিষয়। আগামী দিনগুলোতে কোনদিকে ঘটনা বাঁক নেবে কেউ বোধহয় আগে থেকে বলতে পারবে না। চিন্তায় চিন্তায় ওর মনটা আবার আগের মতন ছটফট করতে শুরু করলো। নিজেকে নিয়ে এই প্রথম উদিগ্ন হয়ে ও ভাবলো-বেশ জাঁতাকলে পড়ে গেছে দিবাকর। এবার এর থেকে বেরোনো এবার খুব মুশকিল। কি যে হবে শেষ পর্যন্ত ভগবান কে জানে?

চুমু খাওয়ার মধ্যে যেন অনেক মানে লুকিয়ে আছে। এক হতে পারে, সিরিজা যা বলে গেলো সেটাই হয়তো ঠিক। এর মধ্যে কোনো ভণিতা নেই। দিবাকরের মন রাখার জন্যই ও ওটা করেছে। দুই-চুমু খেয়ে বুদ্ধিদীপ্ত কথা বলে দিবাকরের মনটা গলিয়ে দিল সিরিজা। যাতে রাতে ওর বাসায় যাওয়ার কোনো বাধা না থাকে। তিন-রজত যদি ভবিষ্যতে আরো বড় কোনো ঝামেলায় পড়ে তার জন্য আগাম পথটা পরিষ্কার রাখলো সিরিজা। যাতে দিবাকরকে সঙ্গী করে নিতে অসুবিধা না হয়। চার-সাহসটা জুগিয়ে দিল দিবাকরের মনে। ইচ্ছে থাকলেও বন্ধুপ্রীতি ওকে বার বার ঠকিয়েছে জীবনে। সেরকম ভাবে নারীসঙ্গ বলতে গেলে একেবারেই পায়েনি দিবাকর। এবার সিরিজার জন্য ও যদি ময়দানে নামে। পাঁচ-রজতের জন্য আর বোধহয় মন পড়ে নেই সিরিজার। এখন ওর মনে শুধু দিবাকরই আর দিবাকর। দিবাকরকে মনে ধরেছে সত্যি সত্যি। কিন্তু ওকে বুঝতে দিচ্ছে না। অনেকটা প্রেম প্রেম খেলার মতো খেলছে। এর মধ্যে কোনটা আসলে ঠিক। বলা খুব শক্ত।

একটা সিগারেট ধরিয়ে দিবাকর মনে মনে বললো, "এবার মনে হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো।"

সিরিজা রান্নাঘরে দিবাকরের জন্য চায়ের জল বসিয়ে শোবার ঘরে ঢুকেছে। দিবাকর দশ মিনিট হলো এসব হাবিজাবি চিন্তা করে মাথা খারাপ করছিল। ওর তখন মনে প্রাণে একটাই ইচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত সবই যেন ঠিকঠাক হয়। কেউ কাউকে ঠকাবে না। সব যদি স্বাভাবিক রীতি মেনে হয় তাহলে আর চিন্তার কোনো ব্যাপার থাকবে না। সুড়সুড় করে সিরিজা এসে ওর গলায় ঢলে পড়বে এটাও ঠিক নয়। রজতের কপালের ওপর এখন সবকিছু নির্ভর করছে। দিবাকর মনে প্রাণে রজতের কোন ক্ষতি হোক সেটাও চাইছে না। সারাজীবন সিরিজার চুমুটাকেই যদি বহন করে চলতে হয় ক্ষতি কিছু নেই। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত একটা চুমু তো পাওয়া গেছে। আর কি চাই?

ও দেখলো সিরিজা একটু পরে শোবার ঘর থেকে বেরোলো কিন্তু দিবাকরের সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে ওকে একটা মারাত্মক প্রশ্ন করে বসলো। উত্তরটা দেবার আগে দিবাকর এমন অপ্রস্তুতে পড়ে গেলো যে কি বলবে না বলবে এইভেবে রীতিমতন ভ্যাবাচাকা খেয়ে গেল।

সিরিজা ওকে বললো, "দিবাকরদা, রাত্রে আপনার বাসায়, আপনি কি আমার সাথে শোবেন? না আলাদা শোবার কোনো ব্যাবস্থা আছে?"

দিবাকরের মনে আবার একটা প্রশ্ন জাগলো, হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করার মানে কি? শোবার ব্যাবস্থা যেমন আছে সেরকমই হবে। অ্যাডজাস্ট করে নিতে পারলে ভালো। নইলে?

একসাথে শুতে যদি আপত্তি, তখন মুখেই বলে দিক না। অত হেঁয়ালির কি আছে? ও বললো, "আলাদা শোয়ার তো ব্যাবস্থা নেই। আমার ঘরে একটাই খাট। তবে তুমি যদি বল, আমি মাটিতে বিছানা করে শুতে পারি।"

 - "না না মাটিতে বিছানা করবেন কি? আপনি আমার পাশেই শোবেন।"

খুব কাছে এসে দিবাকরের দিকে তাকিয়ে হেসে বললো, "একটু আগেই তো দুজনে একসাথে শুয়েছিলাম ওঘরে। তাহলে আর অসুবিধার কি আছে? আপনার সাথে আজ থেকে একসাথে শুতে আমার কোনো অসুবিধে নেই।"

আজ থেকে মানে? এতো এক রাত্রিতে শোওয়ার গল্প। রোজ রোজ শোবার ব্যাপারটা হচ্ছে কোথায়? দিবাকর মনে মনে ভাবলো সিরিজা মাঝে মাঝে এমন সব কথা বলে ওকে বোঝা খুব মুশকিল হয়ে যায়।

চায়ের জলটা রান্নাঘরে ফুটছে। সিরিজা বললো, "দাঁড়ান, আমি চা টা নিয়ে আসি। তারপর আপনার সাথে অনেক কথা আছে।"
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
সিরিজা by Lekhak - by Mr Fantastic - 03-10-2020, 07:04 PM
RE: সিরিজা by Lekhak - by Kalobonduk - 03-10-2020, 07:11 PM
RE: সিরিজা by Lekhak - by Kolir kesto - 03-10-2020, 09:28 PM
RE: সিরিজা by Lekhak - by sohom00 - 04-10-2020, 10:02 AM
RE: সিরিজা by Lekhak - by nightangle - 04-10-2020, 12:47 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 06-10-2020, 08:36 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 07-10-2020, 07:47 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 07-10-2020, 03:53 PM
RE: সিরিজা by Lekhak - by chndnds - 08-10-2020, 07:13 PM
RE: সিরিজা by Lekhak - by Mr Fantastic - 12-10-2020, 12:15 AM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 16-10-2020, 02:28 PM
RE: সিরিজা by Lekhak - by price rajib - 25-10-2020, 02:58 PM
RE: সিরিজা by Lekhak - by pagolsona - 30-10-2020, 11:36 AM
RE: সিরিজা by Lekhak - by raja05 - 18-06-2021, 04:24 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:04 PM
RE: সিরিজা by Lekhak - by Fokir_sadhU - 09-10-2022, 01:52 AM
RE: সিরিজা by Lekhak - by 212121 - 21-08-2021, 11:03 PM
RE: সিরিজা by Lekhak - by Arpon Saha - 09-10-2022, 02:56 AM



Users browsing this thread: 56 Guest(s)