11-10-2020, 01:46 PM
(08-10-2020, 06:05 PM)Baban Wrote:সেতো ঠিকই. এই পৃথিবীতে সব সম্ভব. সব মানে সব.যতটা ভালো ভাবতে পারো সেটাও সম্ভব আবার যতটা ঘৃণ্য, নোংরা ভাবতে পারো তাও সম্ভব. আসলে আমরা নরমাল যেটাকে চারপাশে সাধারণত ঘটতে দেখি সেটাতেই বিশ্বাসী ও মেনে চলতে শুরু করি . যখনই এর বাইরে কিছু ঘটতে দেখি বা শুনি তখনি সেটা মেনে নিতে কষ্ট হয়.. তা সেটা ভালো হোক বা খাড়াপ. আমি ভালোভাবেই জানি যে এই সমাজে মেয়ে হয়তো নিজের বাবার থেকেও সুরক্ষিত নয়, আবার এই জগতেই এমন লোকও আছে যে অনাথ মেয়েকে নিজের সন্তানের মর্যাদা দেয়. এবারে তুমি বলো? কাকে বাবা বলবে?
ভগবান-শয়তান দুইই মানুষের মধ্যেই থাকে, স্বর্গ আর নরক জায়গাদুটো এই পৃথিবীতেই রয়েছে, আকাশে নয় | সৌভাগ্যবশত এখনো অবধি ভালো বাবার সংখ্যাই অনেকটা বেশি রয়েছে | তাই পৃথিবীটা এখনো বাসযোগ্য আছে মেয়েদের জন্য | তবে এই গল্পটা ওই খারাপ বাবাগুলোর মধ্যে একজনের, হয়তো |