11-10-2020, 12:48 AM
সিরিজা কথাটা শুনল। কিছুক্ষণের জন্য চুপও করে গেল। দিবাকরের শুধু এটাই মনে হতে লাগলো পৃথিবীর সব থেকে বোকা লোকও বোধহয় ওর থেকে চালাক। না হলে এসব ফালতু বাকোয়াজ করে এমন সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? চুমু খেতে গিয়ে আবার পুরোনো কথাটা টেনে আনার কি দরকার ছিল? বেশ তো ঘনিষ্ঠতা হচ্ছিল, তা না রজতের কথা তুলে সিরিজার মনটাকেই ও দিল বিগড়ে। আর কি সিরিজার মন এভাবে পাবে ও আর? নিজেকে বোকার হদ্দ মনে হচ্ছে। ঠিক একই রকম ভুল করেছিল ও রেশমির ক্ষেত্রে। শেষমেষ রেশমির শরীরটা শুষে নেয় রজত। দিবাকরের জন্য আস্ত আর কিছুই পড়ে থাকে না। ছোট্ট একটা ভুলে আফসোস সারাজীবন করতে হচ্ছে। এখন যদি সিরিজাও ওকে মন না দিয়ে বসে বাকী জীবনটা আফসোসে আফসোসেই কেটে যাবে দিবাকরের। শুধু রেশমি আর সিরিজা কেন? লাইন দিয়ে একটার পর একটা মেয়ে আসবে, আর শুধু হাত নেড়ে টা টা করে চলে যাবে। সঙ্গমসুখের মজাটা অধরাই থেকে যাবে সারা জীবন। দিবাকরের আর রতিস্বাদ এ জীবনে পূরণ করাই হবে না।
ও কি বলবে ভেবে পাচ্ছিল না।
এমন সময় রজত দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। সিরিজা আর দিবাকরকে ওভাবে শুয়ে থাকতে দেখে ও বললো, "একি, তোমরা যে দেখছি সত্যিকারের স্বামী-স্ত্রী হয়ে গেছ। বুড়োটাকে ভাগিয়ে দিয়েছি। এবার তোমরা উঠে পড়।"
দিবাকর উঠে পড়লো। কিন্তু সিরিজা উঠলো না। রজত বললো, "লোকটা খুব সন্দেহ বাতিক। আমার কথা বিশ্বাস না করেই চলে গেছে। বলেছে রীতাকে সাথে নিয়ে কাল সকালে আবার আসবে। কোনরকমে চেঁচামেচি করে ভাগিয়েছি। এখন কাল সকালের আগে সিরিজাকে অন্যত্র পাঠানোর একটা ব্যবস্থা করতে হবে। ভাবছি ওকে আজ রাত্রিটার জন্য কোথাও পাঠিয়ে দেব।"
- "কোথায় পাঠাবে?"
-- "কেন, তোমার বাসায়। ওটাই তো সবথেকে নিরাপদ প্লেস আমার কাছে। কাল ওরা চলে গেলে আবার আমি সিরিজাকে তোমার বাসা থেকে ফেরত নিয়ে আসবো। ততক্ষণ তোমার স্বামীর রোলটা আরো একদিনের জন্য আমি এক্সটেন্ড করে দিলাম। এইটুকু উপকার আমার কথা ভেবে একটু করে দিলে আমি খুব কৃতজ্ঞ থাকব তোমার কাছে। আশাকরি তোমার এতে কোন অসুবিধে হবে না। কি বলো? "
কিছুটা বোকার মতন আর কিছুটা স্বস্তি পাওয়ার মতন। দুটো মিলিয়ে মিশিয়ে রজতের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে দিবাকর বললো, "না অসুবিধে ঠিক হবে না। তবে সিরিজা কি রাজী হবে?"
দুজনেই তখন সিরিজার মুখের দিকে তাকিয়েছে। সিরিজাও উঠে বসেছে। রজতের দিকে না তাকিয়ে দিবাকরের দিকেই তাকিয়ে দেখছে বেশী। রজত কিন্তু বুঝতে পারছে না সিরিজা আসলে হ্যাঁ বলছে না না দিবাকর বুঝে গেছে সিরিজা ওর চোখের দিকে তাকিয়ে কি বোঝাতে চাইছে। মুখে না বললেও চোখের ভাষায় ওর বাসায় যাওয়ার সন্মতিটা জানাচ্ছে সেটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে।
এই নতুন সকালে রজত কি দারুন একটা উপহার দিল ওর জন্য। কালকের সব ব্যাথাভরা দূঃখ নিমেষের মধ্যে সব উধাও। দিবাকরকে আর কামনার জ্বালায় জ্বলে পুড়ে মরতে হবে না। রাত্রিবেলা সিরিজা ওর বাসায় থাকবে। এতো শুনেই দিবাকরের শরীরের আনন্দের নার্ভগুলো নড়াচড়া করতে শুরু করেছে। জড়সড় শরীরটা এবার টাট্টু ঘোড়ায় পরিণত হয়েছে।
দিবাকর বুঝলো সিরিজা খুব বুদ্ধিমতি। রজত সন্দেহ করবে বলে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু উত্তরটাও নিঃশব্দে ওকে যেন বুঝিয়ে দিয়ে গেল। আজ রাত্রিতে ও তার মানে দিবাকরের বাসায় থাকছে। দিবাকরের আর বড় পাওনা এর থেকে কি বা হতে পারে। ওকে তখনকার মতন বেশ খুশী খুশী দেখাল।
রজতকে আস্বস্ত করে দিবাকর বললো, "কলিংবেলটা তখন বেজে ওঠাতে আমিও বেশ ঘাবড়ে গেছিলাম বুঝলে। যাক বুড়ো যখন চলে গেছে তখন তোমার আর কোন চিন্তা নেই। এখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো।"
-- "সে তো বুঝলাম। কিন্তু কালকে যে আবার বুড়ো রীতাকে নিয়ে আসবে বলেছে।"
- "তাতে কি হলো? সিরিজা তো তখন তোমার কাছে থাকছে না। আমার বাসায় থাকলে তোমারও কোন চিন্তা নেই।"
-- "সে তো বুঝলাম। কিন্তু কাল ওরা এসে কতক্ষণ এখানে থাকবে কে জানে? আমার হয়েছে এক জালা। চলেই যখন গেল জিনিষপত্র গুলো সাথে নিয়েই তো যেতে পারত। এতদিন বাদে খেয়াল পড়েছে।"
- "জিনিষ বলতে আলমারীতে রাখা কিছু শাড়ী এই তো? ও খালি করতে আর কতক্ষণ লাগবে? এক-দু ঘন্টার মধ্যেই সব ঝেমেলা মিটে যাবে। তারপরে তুমি চিরকালের জন্য নিশ্চিন্ত।"
রজত একটা সিগারেট ধরিয়ে বললো, "আচ্ছা দিবাকর, একটা কাজ করলে হয় না?"
- "কি?"
-- "ধরো তুমি সিরিজাকে তোমার বাসায় রেখেই আবার আমার কাছে ফিরে এলে। রাতটা তুমি আমি এখানেই কাটালাম কালকের মতন। আর সিরিজা তোমার বাসায় রয়ে গেল। সকালে ঝেমেলা মিটে গেলে তারপর তোমার ওখান থেকে ওকে নিয়ে এলাম।"
খানিকখনের জন্য আবার বেশ বোকা হয়ে গেল দিবাকর। বললো, "কিন্তু সিরিজা কি আমার বাসায় একা থাকতে পারবে?"
-- "কেন পারবে না? তোমার বাড়ীতে তো কোন ঝেমেলা নেই। আমার বরঞ্চ তুমি এখানে থাকলে একটু সুবিধা হবে। রীতা আর রীতার বাপটাকে তুমি থাকলে ভালো হ্যান্ডেল করতে পারবে।"
রজতের কথার জবাব দিতে পাচ্ছিল না দিবাকর। বোকার মতন ওর মুখের দিকে তাকিয়ে কি বলবে এই ভেবে চেয়েছিল। মনে মনে একবার গালাগাল দিল রজতকে। শালা মহা ঢ্যামনা। খালি থেকে থেকে মত চেঞ্জ করে। এই একটু আগে কি বললো, আবার এখন মত পাল্টে অন্যকথা বলছে। সিরিজাকে যেন কেনা বাদী বানিয়ে ফেলেছে। সবই ওর ইচ্ছেমতন হবে। দিবাকরও ওর বিনা পয়সার গোলাম। ইচ্ছামতন ফাইফরমাস খাটবে। যা বলবে তাই করবে। ওর আর কোন ইচ্ছে আল্লাদ পূরণ হবে না ঐ ঢ্যামনাটার জন্য।
কিছু একটা বলতে যাচ্ছিলো, এমন সময় সিরিজা বসার ঘরে চা নিয়ে এসে ঢুকে সব সমস্যার সমাধান করে দিল। কাপ দুটো টেবিলের উপর রাখতে রাখতে মুখ নীচু করে ওদের দুজনকেই শুনিয়ে বললো, "আমিই বা একা ওখানে থাকব কেন? আমার ভয় করবে না? আমি থাকলে দিবাকরদাকেও থাকতে হবে আমার সাথে। আমি একা একা ঐ বাসায় কিছুতেই থাকব না।"
সিরিজা চা টা রেখে মুখটা তুলে এমন ভাবে দিবাকরের দিকে তাকালো, দিবাকরের মনে হোল কাল থেকে যাকে নিয়ে তপস্যা করছিল এবার সত্যি সত্যিই তার সিদ্ধিলাভ হোল। ওর দিকে এমন ভাবে কোন মেয়ে কোনদিন তাকায় নি।
রজত আর দিবাকরের থেকে একটু দূরে বসল সিরিজা। দিবাকর সিরিজাকে দেখছিল। ও যেন আর এখন রজতের সামনে দিবাকরের শরীরটাকে ছুঁতে চাইছে না। কিন্তু রাত্রে দিবাকরের বাসায় ওর সাথে যে লেপ্টে থাকবে না তার কি কোন গ্যারান্টী আছে? সিরিজার এই পরিবর্তন দেখে তো দিবাকর চিটেগুড়ের মাছি হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
ওর সাথে রজতের মতন রতিক্রিয়ায় সক্রিয় অংশ নিতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। সিরিজা যেন ঐ চেয়ারে বসেই এখন থেকেই আরাধনা করছে ওকে। তুষ্ট করতে চায় দিবাকরকে।
একটা সিগারেট ধরিয়ে দিবাকরও মনে মনে বললো, "অপূর্ব! এই না হলে আমি তোমার পূজারী? এখন শুধু রজতের মতন পূজো করাটা খালি শিখতে হবে।"
সিরিজা ওর চোখের দৃষ্টিটা দিবাকরের ওপর থেকে সরাচ্ছিলই না। দিবাকর বুঝতে পারছিল ওর দৃষ্টির মধ্যে কোন ছলনা নেই। সকালবেলা ওকে দূঃখ দিয়েছিল, আর এখন নিজেই মনস্তাপে জর্জরিত হয়ে আপ্লুত হয়ে গেছে দিবাকরের উদারতার ঝর্ণা জলে।
তাল কাটল রজত। চায়ের কাপটা মুখে নিয়ে সিরিজার দিকে তাকিয়ে বললো, "চলো সিরিজা আজ তোমাকে নিয়ে একটু বাইরে বেরোই। ঘরে বসে থেকে থেকে আর ভালো লাগছে না। তোমারও ভালো লাগবে। সারাদিন তোমাকে নিয়ে ঘুরব। তারপর সন্ধেবেলা তোমাকে দিবাকরের ওখানে ড্রপ করে দেব। কালকে আবার নিয়ে আসবো।"
রজতকে অবাক করে সিরিজা বললো, "দিবাকরদা যাবে আমাদের সঙ্গে?"
উত্তরটা শুনে রজত শুধু অপ্রস্তুত হোল না। তালের সাথে সাথে এবার যে ওর সুর ল সব কেটে গেছে। সেটাই বুঝতে পারলো।
খুশী হোল দিবাকর। রজত যে ওকে এতদিন ঠুনকো ভেবে এসেছে, আজ যেন তার পরিসমাপ্তি ঘটল। অনেক শরীরপাত করে সিরিজাকে রজত হাতছাড়া করতে চলেছে। আগাম পূর্বাভাস এখন থেকেই তা পাওয়া যাচ্ছে।
রজত খুব একটা রিয়্যাক্ট করলো না সিরিজার কথা শুনে। বিরক্তি মনে এলেও সেটা মুখে প্রকাশ করলো না। একে দিবাকরের কাছ থেকে সাহায্য চাইছে। তার উপর সিরিজাও দুম করে কথাটা বলে ফেলেছে। এই অবস্থায় দিবাকরকে সাথে না নিলে দিবাকরও খারাপ ভাবতে পারে। নিজেকে স্বাভাবিক রেখে বরঞ্চ কাল রাতে ও যে ইচ্ছাটা প্রকাশ করেছিল দিবাকরের কাছে সেটাই নতুন করে তুলে ধরলো।
-- "তোমাকে কাল গল্প করতে করতে বলছিলাম না। চল কোথাও ঘুরে আসি। তিনজনে মিলে দুতিনদিনের জন্য কোথাও বেরিয়ে এলে মন্দ হবে না।"
- "তিনজনে? তুমি তো বললে সিরিজাকে নিয়ে ঘুরে আসবে। আমাকে একটা জায়গা ঠিক করে দিতে বলছিলে।"
-- "না না তুমিও বাদ যাবে কেন? গেলে তোমাকে সাথে নিয়েই যাবো। সিরিজা তো আর তোমার ব্যাপারে আপত্তি করবে না। কি বল সিরিজা? দিবাকরও চলুক আমাদের সাথে। কি বল?"
রজত সিরিজার দিকে মুখ ঘুরিয়ে কথাটা জিজ্ঞাসা করলো।
সিরিজা মাথা নেড়ে বললো, "হ্যাঁ চলুক না, ক্ষতি কি?"
কথাটা শুনে দিবাকরের ভেতরটা টগবগ করে ফুটছিল। অবশ্য আনন্দে। বুঝলো সিরিজা এখন কথায় কথায় মাথা নাড়বে। দিবাকরকে বাদ দিয়ে বেড়ানো আর সুখের হবে না। রজতকেই ও এখন ফেউ মনে করছে।
রজত বললো, "আমি চাইছিলাম কাছাকাছি ভালো একটা জায়গা। তাড়াতাড়ি জায়গাটা ঠিক করো তো। কাল সব ঝ্যামেলা মিটে গেলেই আমরা বেরিয়ে পড়ব। বড্ড অস্থির হয়ে পড়েছি। ভাবছি দু একদিনের জন্য নয়। তিনজনে মিলে একটা লম্বা ড্রাইভ দেব। মোটামুটি সাত দিনের জন্য।"
- "সাত দিন? সে তো বেশ লম্বা সফর। একসাথে দু-তিনটে জায়গা ঘোরা হয়ে যাবে।" দিবাকর অবাক হয়ে বললো।
-- "ভালোই তো। আমি খালি অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়ে নেব। তারপর যেদিকে মন যেতে চায়। তুমি আমি আর সিরিজা।"
রজতের কথা শুনে সিরিজা এবার রজতের দিকেই তাকাচ্ছিল। কি যেন বলতে চেষ্টা করলো। রজত ওকে বাধা দিয়ে বললো, "দারুন একটা প্ল্যান এসেছে মাথায়। চট করে কাজটা সেরে নিতে হবে। তোমরা বরঞ্চ বসো। আমি টুক করে একটু ঘুরে আসছি।"
দিবাকর ওর মুখের দিকে তাকিয়ে বললো, "কোথায়?"
-- "কোথায় আবার? অফিসে। ভাবছি ছুটিটা আজকেই নিয়ে নেব। কালকে আমরা তিনজনে বেরিয়ে পড়ব।"
সিরিজা আর দিবাকর দুজনেই এবার মুখ চাওয়া চাওয়ি করলো। রজত ওদের দুজনকে উদ্দেশ্য করে বললো, "এখন বাজে ঠিক দশটা। আমি দুটোর মধ্যে ঘুরে আসছি। ততক্ষণ তোমরা দুজনে একটু গল্পগুজব করে চানটান করে রেডী হয়ে নাও। আজকে ভালো কোন হোটেল লাঞ্চ করবো একসাথে।"
কথাটা শুনে বিশ্বাসই হচ্ছিল না দিবাকরের। রজত যে এখনই সিরিজাকে তিন-চার ঘন্টার জন্য ওর কাছে রেখে যাবে, এমন শোনাটাই অদ্ভূত। সোফাটা ছেড়ে রজত যখন তৈরী হওয়ার জন্য উঠে পড়লো দিবাকর দেখলো সিরিজা আবার ওর দিকে তাকিয়ে আছে। এই তিন-চার ঘন্টা রজতের অনুপস্থিতিতে জমাটি ব্যাপার কিছু হবে নাকি এবার?
সিরিজা দিবাকরের দিকে তাকিয়ে বললো, "দিবাকরদা আর একবার চা খাবেন? তা হলে করে আনি আপনার জন্য।"