09-10-2020, 10:49 PM
(09-10-2020, 01:26 PM)TumiJeAmar Wrote: তুমি বেশ গন্ডগোলের লোক আছো। ভাবলাম গল্পটা আমার প্রিয় জায়গা রাঁচিতে থাকবে। তা না সেই নিয়ে গেলে দিল্লিতে। এবার আবার কোনোভাবে সেই হিমালয়ের কোলে চলে যাবে।
খুব তাড়াতাড়ি ঘটনা গুলো ঘটে চলেছে। তাই মনে হচ্ছে আসল গল্প এখনও শুরুই হয়নি।
নাগো আমি রাঁচি যাইনি, যেখানে যেখানে গেছি সেখানের গল্প লিখি তাতে সুবিধে হয়। আর গল্প নিয়েই যদি বলতে যাই তাহলে সত্যি কি গল্প শুরু হয়নি?