08-10-2020, 09:29 PM
হাতরাসের মেয়ে
রাষ্ট্র দিয়েছে চিতায় আগুন
আকাশে বাতাসে আনন্দ
রামরাজ্য-জ্বলছে চিতা
মাংস পোড়া গন্ধ।
বজ্র কঠিন পেয়াদা সব
তাদের হাজার ফন্দি
সঙ্গে আছে রাজার হুকুম
লাশ পোড়াতে মন দি।
রাজার চেলা, রাজার শালা
কেই বা কাকে সামলায়
মোল্লা টোল্লা হলে তখন
পেয়াদা তুরন্ত হামলায়।
সাধুর বেশে চতুর্পাশে
হাজার হাজার জঙ্গী,
অবতারের পুজোয় পোড়ে
সহস্র মণ খাঁটি ঘি।
হাতরাসের ওই নষ্ট মেয়ে
কাল নাকি তার বিয়ে
মহাকাব্য লিখবে এবার
জিভ-কাটা ওই মেয়ে।
নষ্ট মেয়ে কষ্ট করে
নিজেই মরেছে
তাই না দেখে শকুনেরা
কাঁদতে বসেছে।
নষ্ট মেয়ে, ভ্রষ্ট মেয়ে
নিজে বাঁচতে শেখ,
যোনির রক্তে জ্বালিয়ে আগুন
নতুনকাব্য লেখ।
নিভন্ত ওই চুল্লি থেকে
আগুন বুকে নে,
আপন বুকের ভাঙা পাঁজর
আপনি জ্বেলে দে ।
__@__
Shy but Sexy